For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাফায়েল নাদাল ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে, দুরন্ত জয়ে পেলেন এটিপি ফাইনালসের টিকিটও

Google Oneindia Bengali News

রাফায়েল নাদাল এগিয়ে চলেছেন আরও একটি গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গলস খেতাব জয়ের লক্ষ্যে। পৌঁছে গেলেন সিঙ্গলসের তৃতীয় রাউন্ডে। দ্বিতীয় রাউন্ডে তিনি পরাস্ত করলেন ইতালীয় ফ্যাবিও ফোগনিনিকে। এই জয়ের সুবাদে চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠেয় এটিপি ফাইনালস খেলার যোগ্যতাও অর্জন করলেন স্প্যানিয়ার্ড রাফা।

নাদাল খেলবেন এটিপি ফাইনালসে

নাদাল খেলবেন এটিপি ফাইনালসে

তুরিনে ১৩ থেকে ২০ নভেম্বর পর্যন্ত বসছে এটিপি ফাইনালসের আসর। এবারের ইভেন্টে প্রথম সিঙ্গলস প্লেয়ার হিসেবে যোগ্যতা অর্জন নাদালের। ২২টি গ্র্যান্ড স্ল্যামজয়ী নাদাল এই নিয়ে ১৭ বার এটিপি ফাইনালস খেলতে নামবেন। ২০০৫ থেকে ২০২০ অবধি টানা নাদাল এটিপি ফাইনালসে অংশ নিয়েছেন। এটিপি র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে থেকে এবার বছর শেষ করতে চলেছেন নাদাল। ২০০৮, ২০১০, ২০১৩, ২০১৭ ও ২০১৯ সালের পর এই নিয়ে ষষ্ঠবার তিনি এই কীর্তি গড়বেন। এক নম্বরে থেকে বছর শেষ করার নিরিখে তিনি স্পর্শ করবেন পিট সাম্প্রাসের নজির।

চলতি বছরে রাফা

চলতি বছরে রাফা

চলতি বছর নাদাল দুরন্ত ছন্দে রয়েছেন। অস্ট্রেলিয়ান ওপেন ও ফরাসি ওপেন খেতাব জিতেছেন। তৃতীয় উইম্বলডন খেতাব জয়ের লক্ষ্যে এগোচ্ছিলেন। কিন্তু পেটের পেশি ছেঁড়ার কারণে তিনি সেমিফাইনালের আগেই সরে দাঁড়াতে বাধ্য হন। মেলবোর্নে এটিপি ২৫০ ও আকাপুল্কোয় এটিপি ৫০০ ইভেন্টে জয়লাভ করেছেন। ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স ফাইনালে উঠে অবশ্য হেরে গিয়েছিলেন।

ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে

ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে অবশ্য ফোগনিনির কাছে প্রথম সেটে পরাস্ত হয়েছিলেন নাদাল। কিন্তু পরের তিনটি সেট জিতে পৌঁছে গিয়েছেন তৃতীয় রাউন্ডে। খেলা চলাকালীন তাঁর নাকে চোট লেগেছিল। কিন্তু তা জয়ের পথে অন্তরায় হয়নি। ২০১৫ সালে ফোগনিনির কাছেই ইউএস ওপেনে পরাস্ত হয়েছিলেন রাফা। ২-৬, ৬-৪, ৬-২, ৬-১ ব্যবধানে জয় ছিনিয়ে ফোগনিনির বিরুদ্ধে এটিপি হেড-টু-হেড রেকর্ড আরও উন্নত (১৪০-৪) করলেন নাদাল।

এটিপি ফাইনালসে প্রথম খেতাবের লক্ষ্যে

এবার ইউএস ওপেন খেতাব ও এটিপি ফাইনালস ট্রফিকেই পাখির চোখ করছেন নাদাল। ১৬ বার এটিপি ফাইনালস খেলে একবারও চ্যাম্পিয়ন হতে পারেননি তিনি। এটিপি ফাইনালসে মোট ২০টি ম্যাচ জিতেছেন রাফা, তবে অধরা থেকেছে খেতাব। ২০০৫ সালে চ্যাম্পিয়ন হন ডেভিড নালবান্দিয়ান। ২০০৬, ২০০৭, ২০১০ ও ২০১১ সালে রজার ফেডেরার। ২০০৮ এবং ২০১২ থেকে ২০১৫ অবধি নোভাক জকোভিচ, ২০০৯ সালে নিকোলাই ডাভিডেঙ্কো, ২০১৬ সালে অ্যান্ডি মারে, ২০১৭ সালে গ্রিগর দিমিত্রভ, ২০১৮ সালে আলেকজান্ডার জেভেরেভ, ২০১৯ সালে স্তোফানোস সিটসিপাস, ২০২০ সালে দানিল মেদভেদেভ এটিপি ফাইনালস খেতাব জেতেন। গত বছর চ্যাম্পিয়ন হন জেভেরেভ।

এশিয়া কাপ থেকে বাংলাদেশ ছিটকে গেলেও অনবদ্য নজির গড়লেন শাকিবএশিয়া কাপ থেকে বাংলাদেশ ছিটকে গেলেও অনবদ্য নজির গড়লেন শাকিব

English summary
Rafael Nadal Defeated Fabio Fognini In The 2nd Round Of US Open. He Earned The Qualification For The Year End ATP Finals.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X