For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৩ মাস পর কোর্টে ফিরেই রাজার মতো জয় রজারের, কাতার ওপেনের কোয়ার্টারে কিংবদন্তি

১৩ মাস পর কোর্টে ফিরেই রাজার মতো জয় রজারের, কাতার ওপেনের কোয়ার্টারে কিংবদন্তি

  • |
Google Oneindia Bengali News

১৩ মাস পর টেনিস কোর্টে ফিরেই রাজার মতোই পারফরম্যান্স করলেন রজার ফেডেরার। কাতার ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন সুইশ কিংবদন্তি। ২ ঘণ্টা ২৪ মিনিটের লড়াইয়ে ব্রিটেনের ডান এভানসকে ২-১ সেটের ব্যবধানে ১৬ রাউন্ডের মোকাবিলা জিতেছেন ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা।

১৩ মাস পর কোর্টে ফিরেই রাজার মতো জয় রজারের, কাতার ওপেনের কোয়ার্টারে কিংবদন্তি

২০২০ সালের অস্ট্রেলিয় ওপেনে শেষবার টেনিস কোর্টে নেমেছিলেন রজার ফেডেরার। এরপর করোনা ভাইরাসের কারণে জনজীবন অচল হয়ে পড়লে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন টেনিস তারকা। চলতি বছরের অস্ট্রেলিয় ওপেনে তাঁকে কোর্টে নামতে দেখা যায়নি। তাই অপেক্ষার প্রহর গুনছিলেন টেনিস প্রেমীরা। সেই অপেক্ষা শেষ হল কাতার ওপেনে।

টুর্নামেন্টের রাউন্ড অফ সিক্সটিনে ব্রিটেনের ডান এভানসের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন রজার ফেডেরার। ম্যাচের প্রথম থেকেই দুই তারকার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। টাইব্রেকারের মাধ্যমে প্রথম সেটের ফয়সলা হয়। ৭-৬ গেমে ওই সেট জেতেন টেনিস কিংবদন্তি। যদিও দ্বিতীয় সেটে দারুণ লড়াই করে ফিরে আসেন প্রতিপক্ষ। ৬-৩ গেমে ওই সেট জেতেন এভানস।

তৃতীয় তথা ফয়সলা নির্ধারক সেটে আবারও জ্বলে ওঠেন পোড় খাওয়া ফেডেরার। দুই তারকার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। পরিশেষে ৭-৫ গেমে ওই সেট জেতে ২০ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে জর্জিয়ার নিকোলোজ বাসিলাসভিলি-র বিরুদ্ধে খেলতে নামবেন রজার।

দীর্ঘদিন টেনিস কোর্টের বাইরে থাকা কিংবদন্তি রজার ফেডেরার বিশ্ব ক্রমতালিকার ছয় নম্বর স্থানে অবস্থান করছেন। কেরিয়ারে ১০৩টি খেতাব জেতা সুইশ তারকা কাতার ওপেন জিততে পারেন কিনা, সেদিকে তাকিয়ে টেনিস বিশ্ব।

English summary
Qatar Open 2021 : Roger Federer makes wining return after 13 months
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X