For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত-পাকিস্তান ডেভিস কাপ টাই কোথায় হবে,দোলাচল অব্যাহত! আইটিএফের কাছে কী আপিল পাকিস্তানের

ভারত-পাকিস্তান ডেভিস কাপ টাই কোথায় হবে,দোলাচল অব্যাহত! এবার আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের সাম্প্রতিক সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করল পাকিস্তান।

  • |
Google Oneindia Bengali News

ভারত-পাকিস্তান ডেভিস কাপ টাই কোথায় হবে,দোলাচল অব্যাহত! এবার আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের সাম্প্রতিক সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করল পাকিস্তান। সঙ্গে তারা জানিয়ে দিল ম্যাচ আয়োজনের জন্য সবরকমভাবে প্রস্তুত তারা।

ভারত-পাকিস্তান ডেভিস কাপ টাই কোথায় হবে,দোলাচল অব্যাহত! আইটিএফের কাছে কী আপিল পাকিস্তানের

গত সোমবার নিরাপত্তার অভাবের কারণে ইসলামাবাদে ভারত-পাকিস্তান টাই আয়োজন করা হবে না বলে জানিয়ে দেয় আন্তর্জাতিক টেনিস ফেডারেশন। ম্যাচের থেকেও টেনিস খেলোয়াড়দের জীবনের গুরুত্ব অনেক বেশি। সেকারণে নিরাপত্তার অভাব থাকলে, সেখানে ম্যাচ করার ঝুঁকি নেওয়া হবে না বলে আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়। সেক্ষেত্রে নিরপেক্ষ ভেন্যুতে এই ম্যাচ আয়োজনের পক্ষে আইটিএফ।

সেই সিদ্ধান্তের বিরুদ্ধেই এবার আপিল পাকিস্তানের। পাকিস্তান টেনিস ফেডারেশন( পিটিএফ)-এর প্রেডিসেন্ট সালিম সাইফুল্লাহ সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, 'আপিল করার পর আমরা পাকিস্তানে প্রত্যাশিত এই ম্যাচ হওয়া নিয়ে আশাবাদী।' ১৫ নভেম্বরের মধ্যে আইটিএফের পক্ষ থেকে ম্যাচ আয়োজন নিয়ে সদুত্তর পাবেন বলে আশাবাদী পিটিএফ। সূচি অনুযায়ী ২৯-৩০ নভেম্বর ডেভিস কাপে ভারত-পাকিস্তানের ম্যাচ রয়েছে।

প্রসঙ্গত পাকিস্তান টেনিস ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, 'পাকিস্তান এই ম্যাচ আয়োজন করার জন্য় পুরোপুরি প্রস্তুত। অযথা নিরপত্তার অমূলক আশঙ্কার কারণে ম্যাচ বাতিল করা অর্থহীন সিদ্ধান্ত হবে। ম্যাচ আয়োজনের জন্য ইসলামাবাদে সবরকম পরিকাঠামো রয়েছে।'

উল্লেখ্য ২০০৯ সালে পাকিস্তানের মাটিতে সফরকারী শ্রীলঙ্কা ক্রিকেট দলের টিমবাসের উপর জঙ্গি হামলার ঘটনার পর সেদেশ ডেভিস কাপের কোনও আয়োজন করতে পারেনি। এরপর ২০১৭ সালে পাকিস্তানে ডেভিস কাপের ম্যাচের জন্য আইটিএফ সবুজ সংকেত দিলে পর্যন্ত দীর্ঘদিনের বিরতির পর এখনও চারটি ম্যাচ হয়েছে।

English summary
Pakistan challenges ITF’s decision, says Islamabad fully prepared to host India for the Davis Cup tie
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X