For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টোকিও অলিম্পিক টেনিসে বড় অঘটন, ওসাকা এগোলেন শীর্ষ বাছাইয়ের বিদায়ের দিনে

Google Oneindia Bengali News

কেরিয়ারের প্রথম অলিম্পিক জয় দিয়েই শুরু করলেন জাপানের নাওমি ওসাকা। তবে টোকিও অলিম্পিকের টেনিসে বড় অঘটন বিশ্বের ১ নম্বর টেনিস তারকা অস্ট্রেলীয় অ্যাশলে বার্টির প্রথম রাউন্ড থেকেই বিদায়।

ওসাকা এগোলেন শীর্ষ বাছাইয়ের বিদায়ের দিনে

উইম্বলডন খেতাব জিতেই অলিম্পিকের আসরে এসেছিলেন অ্যাশলে বার্টি। দেশকে সোনা জেতানোর লক্ষ্য। এমনকী করোনা পরিস্থিতিতে গেমস ভিলেজে না থাকার সিদ্ধান্ত নিয়ে হোটেলেই থাকেন। প্রত্যয়ী ছিলেন সোনা জেতার ব্যাপারে। তবে শীর্ষবাছাই বার্টিকে ছিটকে দিয়ে সবচেয়ে বড় অঘটন ঘটালেন স্পেনের সারা সোরিবেস। ১ ঘণ্টা ৩৪ মিনিটের মধ্যে তিনি জিতলেন ৬-৪, ৬-৩ সেটে।

ওসাকা এগোলেন শীর্ষ বাছাইয়ের বিদায়ের দিনে

তবে বার্টি বিদায় নিলেও অলিম্পিক অভিষেক জয় দিয়েই শুরু করলেন দ্বিতীয় বাছাই নাওমি ওসাকা। টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর হাত দিয়েই জ্বলেছিল অলিম্পিকের মশাল। এদিন ওসাকা হারালেন চিনের ঝেং সাইসাইকে। খেলার ফল ৬-১, ৬-৪। ১ ঘণ্টা ২৭ মিনিটেই জয় নিশ্চিত করে ফেললেন ওসাকা। মহিলাদের সিঙ্গলসে সহজ জয় পেয়েছেন তৃতীয় বাছাই বেলারুশের আরিনা সাবালেঙ্কা। পোল্যান্ডের মাগদা লিনেটকে তিনি হারিয়েছেন ৬-২, ৬-১ সেটে, সময় নিয়েছেন ১ ঘণ্টা ৯ মিনিট। জয় পেয়েছেন মহিলা সিঙ্গলসের পঞ্চম বাছাই চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা প্লিসকোভা। ফ্রান্সের আলিসে কর্নেটকে তিনি হারিয়েছেন ৬-১, ৬-৩ সেটে।

পুরুষদের সিঙ্গলসে চোটের কারণে সরে দাঁড়িয়েছেন অ্যান্ডি মারে। জাপানের গরমের কথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থা করছেন আয়োজকরা। দুটি ম্যাচের মাঝে যাতে টেনিস খেলোয়াড়রা যাতে পর্যাপ্ত বিশ্রাম পান সেই ব্যবস্থারই উদ্যোগ নেওয়া হয়েছে। নোভাক জকোভিচ-সহ অনেকেই দুপুরের বদলে বিকেলের দিকে ম্যাচ ফেলার পক্ষে সওয়াল করেছেন।

English summary
Japan's Naomi Osaka Wins First Match In Olympics Debut. World Number 1 Ashleigh Barty Knocked Out Of Tokyo Olympics.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X