For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অস্ট্রেলীয় সরকার’কে দিতে হবে ক্ষতিপূরণ, আইনি লড়াইয়ে জয়ী হয়েও পুরোপুরি সমস্যা মুক্ত নন জকোভিচ

অস্ট্রেলীয় সরকার’কে দিতে হবে ক্ষতিপূরণ, আইনি লড়াইয়ে জয়ী হয়েও পুরোপুরি সমস্যা মুক্ত নন জকোভিচ

Google Oneindia Bengali News

আইনি লড়াইয়ে জয়ী হলেন নোভাক জকোভিচ। আদালতে মাথা নীচু হল অস্ট্রেলীয় প্রশাসনের। অনৈতিক ভাবে নোভাক জকোভিচের ভিসা বাতিল করা হয়েছে জানিয়ে দিলেন বিচারপতি অ্যান্টোনি কেলি।

অস্ট্রেলীয় সরকার’কে দিতে হবে ক্ষতিপূরণ, আইনি লড়াইয়ে জয়ী হয়েও পুরোপুরি সমস্যা মুক্ত নন জকোভিচ

অস্ট্রেলীয় প্রশাসন জকোভিচের ভিসা বাতিলের যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তকে বাতিল করে অস্ট্রেলিয়ার সরকার'কে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। তাঁর রায়ে কেলি জানিয়েছেন, আগামী তিরিশ মিনিটের মধ্যে পাসপোর্ট সহ ব্যক্তিগত সব কিছু ফিরিয়ে দিয়ে ডিটেনশন হোটেল থেকে ছেড়ে দিতে হবে নোভাক'কে।

নিজের পর্যবেক্ষণে কেলি উল্লেখ করছেন, জকোভিচ'কে তাঁর ভিসা বাতিল করার বিষয়ে অবগত করে এই সিদ্ধান্তের সাপেক্ষে তাঁকে কোনও কিছু বক্তব্য পেশ করার জন্য বা অন্য কোনও প্রয়োজনীয় কার্যকলাপের জন্য সকাল সাড়ে ৮'টা পর্যন্ত সময় দেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই সকাল ৭:৪২ মিনিটে তাঁর ভিসা বাতিলের সিদ্ধান্তে শিলমোহর পড়ে যায়। আদালত মনে করে, নোভাক প্রাপ্য সময় পেলে আরও ভালভাবে এই বিষয়ে পদক্ষেপ করতে পারতেন।

তবে, আদালতের রায়ে জোকারের এন্ট্রি ভিসা'র উপর নিষেধাজ্ঞা উঠে গেলেও তিনি যে অস্ট্রেলিয়ান ওপেনে খেসার ছাড়পত্র পাবেন বা তাঁর ভিসা'র উপর ব্যান ফের কর্যাকর করা যাবে না এমনটা কিন্তু নয়।

সরকারী কাউন্সিল ক্রিস্টফার ট্রান জানিয়েছেন, অভিবাসন মন্ত্রী অ্যালেক্স হক চাইলে এই বিষয়ে নিজের বিশেষ ক্ষমতা'র প্রয়োগ করতে পারেন। অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রী চাইলে ফের নোভাকের ভিসা নিজের ক্ষমতা প্রয়োগ করে বাতিল করতে পারেন। যদি এমনটা করা হয় তাহলে আগামী তিন বছর অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে পারবেন না নোভাক জকোভিচ। অস্ট্রেলিয়ার মাইগ্রেসন অ্যাক্টের ১৩৩সি(৩) ধারায়া অভিবাসন মন্ত্রী অ্যালেক্স হক জোকারের ভিসা বাতিল করতে পারেন।

রেকর্ড ২১তম গ্র্যান্ডস্ল্যাম জেতার জন্য গত সপ্তাহে মেলবোর্নে পা রেখেছিলেন জকোভিচ। কিন্তু মেলবোর্ন বিমানবন্দরের ইমিগ্রেসানে আটকে যান সার্বিয়ার তারক। ভ্যাকসিন না নেওয়া নোভাক'কে বিশেষ ছাড় দেওয়া হলেও, সেই বিশেষ ছাড় পাওয়ার নেপথ্যে প্রয়োজনীয় কোনও নথি দাখিল করতে পারেননি পাশাপাশি ভ্যাকসিন না নেওয়ার সঠিক কারণ দর্শাতে পারেননি। এর পরই জকোভিচের এন্ট্রি ভিসা বাতিল করে দেওয়া হয় এবং তাঁকে নিয়ে রাখা হয় ডিটেনশন হোটেলে।

২০১৯, ২০২০ এবং ২০২১ অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের সিঙ্গলসে বিজয়ী নোভাক। মোট ন'বার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন সার্বিয়ার এই টেনিস তারকা। লাগাতার চতুর্থবার অস্ট্রেলিয়ার মাটিতে বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম জেতার জন্য বিশেষ ছাড় নিয়ে মেলবোর্নে পা রেখেছিলেন তিনি।

English summary
Judge Anthony Kelly quashes the decision to cancel Novak Djokovic’s visa, orders government to pay costs, and for Djokovic to be released from detention in 30 minutes with his passport.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X