For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অস্ট্রেলিয়ান ওপেনের রাজা নোভাক জকোভিচই! স্পর্শ করলেন নাদালের বিশ্বরেকর্ডও

অস্ট্রেলিয়ান ওপেনে ফের সিঙ্গলস চ্যাম্পিয়ন হলেন নোভাক জকোভিচ। এই নিয়ে দশমবার। স্পর্শ করলেন রাফায়েল নাদালের ২২টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড।

Google Oneindia Bengali News

অস্ট্রেলিয়ান ওপেনের রাজা নোভাক জকোভিচই। আজ রড লেভার অ্যারেনায় তিনি এই নিয়ে দশমবার সিঙ্গলস চ্যাম্পিয়ন হলেন। ফাইনালে এবার তিনি পরাস্ত করলেন স্তেফানোস সিটসিপাসকে। খেলার ফল ৬-৩, ৭-৬ (৭-৪), ৭-৬ (৭-৫)। এটি সার্বিয়ান কিংবদন্তি জোকারের ২২তম গ্র্যান্ড স্ল্যাম খেতাব, স্পর্শ করলেন রাফায়েল নাদালের বিশ্বরেকর্ড।

অস্ট্রেলিয়ান ওপেন জিতে নাদালকে ধরে ফেললেন জকোভিচ

করোনা ভ্যাকসিন না নেওয়ায় মেলবোর্নে পৌঁছেও অস্ট্রেলিয়ান ওপেনে নামা হয়নি। প্রথমে আটক হন। আইনি লড়াইয়ের পর অস্ট্রেলিয়া ছাড়তে বাধ্য হয়েছিলেন। কিন্তু এবার তিনি ফের খেতাব ঘরে তুললেন। ২০০৮ সালে তিনি প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেন সিঙ্গলস খেতাব জিতেছিলেন। এরপর জেতেন ২০১১, ২০১২, ২০১৩, ২০১৫, ২০১৬, ২০১৯, ২০২০, ২০২১ এবং এবারের অস্ট্রেলিয়ান ওপেনে। জকোভিচের ২২টি গ্র্যান্ড স্ল্যাম খেতাবের মধ্যে ১০টিই অস্ট্রেলিয়ান ওপেনে, ফরাসি ওপেন জিতেছেন ২ বার (২০১৬ ও ২০২১), উইম্বলডন চ্যাম্পিয়ন হয়েছেন ৭ বার (২০১১, ২০১৪, ২০১৫, ২০১৮, ২০১৯, ২০২১ ও ২০২২) এবং তিনবার ইউএস ওপেন খেতাব জিতেছেন (২০১১, ২০১৫ ও ২০১৮)।

এবারের অস্ট্রেলিয়ান ওপেনে জকোভিচ ছিলেন চতুর্থ বাছাই। সিটসিপাস তৃতীয় বাছাই। প্রথম সেট নাদাল জেতেন ৬-৩ ব্যবধানে। দ্বিতীয় সেট কার দখলে যাবে তা নির্ধারিত হয় টাইব্রেকারে। সেটিও ৭-৬ (৭-৪) ব্যবধানে জিতে নেন জকোভিচ। তৃতীয় সেটের ফয়সালাও হয় টাইব্রেকারে। একটা সময় জকোভিচ ৫-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিলেন। যদিও ঘুরে দাঁড়ান সিটসিপাস। জকোভিচ ফের এগিয়ে যান ৬-৩-এ। যদিও মরিয়া সিটসিপাস ফের প্রত্যাঘাত করেন। কিন্তু শেষরক্ষা হয়নি।শেষ অবধি টাইব্রেকার ৭-৫ ব্যবধানে জেতেন জকোভিচ। তৃতীয় সেট তাঁর দখলেই থাকে ৭-৬ ব্যবধানে জয়ের সুবাদে।

এদিন পুরুষদের সিঙ্গলস ফাইনাল চলল ২ ঘণ্টা ৫৬ মিনিট ধরে। জকোভিচ এদিন মোট গ্র্যান্ড স্ল্যাম জয়ের নিরিখে নাদালকে স্পর্শ করার তাঁর আরেক কীর্তিও স্পর্শ করলেন। বিশ্বের দ্বিতীয় টেনিস তারকা হিসেবে জকোভিচ কোনও একটি গ্র্যান্ড স্ল্যাম ১০ বার জিতলেন। ১০ বা তার বেশিবার কোনও গ্র্যান্ড স্ল্যাম জেতার রেকর্ডটিও নাদালই প্রথম গড়েন। তিনি ১৪ বার ফরাসি ওপেন খেতাব জিতেছেন। মেলবোর্ন পার্কে তিনি টানা ২৮টি ম্যাচ জিতলেন।

অস্ট্রেলিয়ান ওপেন খেতাব জেতার দৌলতে জকোভিচ ফের বিশ্বের ১ নম্বর টেনিস তারকা হতে চলেছেন। সোমবার যে তালিকা প্রকাশিত হবে তাতেই র‍্যাঙ্কিংয়ের শীর্ষে যাবেন জোকার। হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পর থেকেই তা জয় করে একের পর এক ম্যাচে প্রতিপক্ষদের উড়িয়ে দিলেন জকোভিচ। সিটসিপাস চেষ্টা করেও শেষরক্ষা করতে পারেননি।

English summary
Novak Djokovic Equals Rafael Nadal's Grand Slam Record By Winning Australian Open Title. He Defeated Stefanos Tsitsipas By 6-3, 7-6, 7-6.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X