For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিপক্ষকে উড়িয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জকোভিচ, ১০ নম্বরের লক্ষ্য বাধা শুধু সিসিপাস

অবাছাই প্রতিদ্বন্দ্বীকে দাঁড়াতেই দিলেন না। ২৬ নম্বর জয় হাসিল করে লক্ষ্যপূরণের থেকে এক ধাপ দূরে জোকার।

Google Oneindia Bengali News

প্রথম সেটে খানিকটা প্রতিরোধের মুখে পড়েছিলেন বিপক্ষের কাছে, তারপর অবিশ্বা্স্য টেনিস খেলে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাসে পৌঁছে গেলেন নোভাক জকোভিচ। সেমিফাইনালে তাঁর অবাছাই প্রতিদ্বন্দ্বীকে দাঁড়াতেই দিলেন না। টমি পলের সাময়িক প্রতিরোধ ভেঙে ৭-৫, ৬-১ ও ৬-২ সেটে জয়ী হলেন নোভাক।

টমি পলের বিরুদ্ধে জিতে মেলবোর্ন পার্কে টানা ২৬ ম্যাচ জয়ের ধারা বজায় রেখে দিলেন নোভাক জকোভিচ। বাম হাতের ব্যথা উধাও হয়ে যেতেও তাঁকে অপ্রতিরোধ্য লাগছে এবারের অস্ট্রেলিয়ান ওপেনে। পায়ের ব্যাথা থাকলেও, তা উপেক্ষ করে তিনি ম্যাচের পর ম্যাচ জিতে চলেছেন। এবার তাঁর সামনে তৃতীয় বাছাই স্টিফানো সিসিপাস।

বিপক্ষকে উড়িয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জকোভিচ,

নোভাক জকোভিচ রবিবার নামবেন দশম অস্ট্রেলিয়ান ওপেন জিতে ২২ তম গ্র্যান্ড স্লাম খেতাবের জন্য। রবিবার তিনি জিতলে ছোঁবেন রাফায়েল নাদালকে। রাফায়েল নাদাল ২২টি গ্র্যান্ডস্ল্যাম জিতে সবার উপরে রয়েছেন। জোকার এখন পর্যন্ত ২১টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। এতদিন শীর্ষে থাকা রজার ফেডেরারকে গতবছরই নাদাল ও জকোভিচ টপকে যান।

নাদালকে ছুঁতে জকোভিচকে চপকাতে হবে সিসিপাসের বাধা। সিসিপাস এদিনই কাসানভকে স্ট্রেট সেটে হারিয়ে ফাইনালে পৌঁছন। এটা তাঁর প্রথম অস্ট্রেলিয়ান ওপেন ফাইনাল। এখনও পর্যন্ত কোনও গ্র্যান্ড স্ল্যাম জেতেননি সিসিপাস। ফলে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের খিদে তো তাঁর থাকবেই।

এর আগে তাঁর কাছে গ্র্যান্ড স্ল্যাম জয়ের সুবর্ণ সুয়োগ এসেছিল। এই নোভাক জকোভিচের কাছে হেরেই তাঁকে আশাহত হতে হয়েছিল। ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে দু-সেট এগিয়ে থেকেও তাঁকে ম্যাচ হারতে হয়েছিল। সেই হারের জ্বালা নিশ্চয়ই মেটেনি এখনও। এবার সেই প্রতিশোধ তোলার চেষ্টা করবেন সিসিপাস।

তবে এবার নোভাকের প্রিয় মেলবোর্ন পার্কে খেলা। ফলে সিসিপাস ককতটা লড়াই তাঁকে দিতে পারবেন, সে প্রশ্নও রয়ে যায়। তারপর রজার ফেডেরার পরবর্তী স্টেজে নোভাক যেভাবে দাপিয়ে চলেছেন টেনিস কোর্টে, তাতে তাঁকে অপ্রতিরোধ্য লাগছে এবার। ফলে সিসিপাসের কোছা মোটেও সহজ হবে না এবারের চ্যাম্পিয়নশিপ।

তবু টেনিসপ্রেমীরা মুখিয়ে থাকছেন আরও একটা চমকপ্রদ ফাইনালের জন্য। নোভাক ববনাম সিসিপাসক লড়াউ রবিবার অস্ট্রেলিয়ান ওপেনে কোন পর্যায়ে পৌঁছয় তা দেখার পাশাপাশি আরও একটি দিকে সবার চোখ থাকবে। সেদিন যিনি জিতবেন, তিনিই পৌঁছে যাবেন বিশ্বের এক নম্বর স্থানে। আলকারাজকে সরিয়ে তিনিই হবে বিশ্বের এক নম্বর টেনিস প্লেয়ার। ফলে লড়াইটা শুধু গ্র্যান্ড স্ল্যামের নয়. এক নম্বর স্থান লাভেরও।

English summary
Novak Djokovic defeats Tommy Paul and reaches Australian Open Final in front of Tsitsipas.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X