For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দুই সেটে এগিয়ে থেকেও পরাস্ত সিতসিপাস, ফরাসি ওপেন জিতলেন জকোভিচ

Google Oneindia Bengali News

প্রত্যাশামতোই কঠিন চ্যালেঞ্জই সামলাতে হল। তবে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ফরাসি ওপেনের ফাইনালে পাঁচ সেটের লড়াই জিতে নিলেন নোভাক জকোভিচই। প্রথম দুই সেটে হেরে যাওয়ার পরও রোলাঁ গারো দেখল বিশ্বের এক নম্বর টেনিস তারকার আরও একটি অবিস্মরণীয় কামব্যাক। গত বছর ফরাসি ওপেন সেমিফাইনালের পর আজও পঞ্চম বাছাই সিতসিপাস শীর্ষবাছাই জকোভিচের কাছে পরাস্ত হলেন পাঁচ সেটের লড়াইয়ে। প্রথম দুই সেট জিতে এগিয়ে থাকার পরেও। চার ঘণ্টারও বেশি সময় ধরে চলা লড়াইয়ে শেষ হাসি হাসলেন সার্বিয়ান জকোভিচই।

ফরাসি ওপেন জিতলেন জকোভিচ

রাফায়েল নাদালকে রোলাঁ গারোয় হারানো কোনও টেনিস তারকা এর আগে ফরাসি ওপেন খেতাব জেতেননি। এদিন সেটাও করে দেখালেন জকোভিচ। কেরিয়ারের ১৯তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের সঙ্গে সঙ্গে ওপেন এরায় তিনিই একমাত্র গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন যিনি সব কটি গ্র্যান্ড স্ল্যাম অন্তত দুইবার জিতলেন। ২০১৬ সালের পর রোলাঁ গারোয় জকোভিচ ফের চ্যাম্পিয়ন হলেন আজ। খেলার ফল ৬-৭, ২-৬, ৬-৩, ৬-২, ৬-৪। কেরিয়ারের ১৯তম গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতে রজার ফেডেরার ও রাফায়েল নাদালের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করলেন জোকার। রাফা ও রজার দুজনেই ২০টি করে গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতেছেন।

গত বছর ফরাসি ওপেনের সেমিফাইনালে সিতসিপাসকে জকোভিচ হারিয়েছিলেন ৬-৩, ৬-২, ৫-৭, ৪-৬, ৬-১ ব্যবধানে। এ বছর রোম মাস্টার্সের কোয়ার্টার ফাইনালেও ক্লে কোর্টে জকোভিচের কাছে হার মানেন সিতসিপাস। জোকার জিতেছিলেন ৪-৬, ৭-৫, ৭-৫-এ। গত বছর হার্ড কোর্ট ইভেন্ট দুবাই ওপেনের ফাইনালে সিতসিপাসকে হারান জকোভিচ ৬-৩, ৬-৪-এ। আজকের ম্যাচে নামার আগে জকোভিচ পারস্পরিক সাক্ষাতে ৫-২ ব্যবধানে এগিয়ে থেকেই নেমেছিলেন। ২০১৮ সালে কানাডায় ও ২০১৯ সালে সাংহাইয়ে এটিপি মাস্টার্স ১০০০ ইভেন্টে জকোভিচকে যথাক্রমে রাউন্ড অব সিক্সটিন ও কোয়ার্টার ফাইনালে হারিয়েছিলেন সিতসিপাস। দুটিই ছিল হার্ড কোর্ট ইভেন্ট। ক্লে কোর্টে অবশ্য এই নিয়ে চতুর্থ সাক্ষাতে চারবারই সিতসিপাসকে হারালেন জকোভিচ।

English summary
Novak Djokovic Clinches French Open Singles Title Beating Stefanos Tsitsipas In A Five Set Thriller. This Is Djokovic's 19th Grand Slam Title.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X