For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জকোভিচ উইম্বলডন খেতাব জিতে সাম্প্রাসকে ধরলেন, ফেডেরারকে পিছনে ফেলে নাদালের ঘাড়ে নিঃশ্বাস

Google Oneindia Bengali News

উইম্বলডনে পুরুষদের সিঙ্গলস খেতাব জিতলেন শীর্ষবাছাই নোভাক জকোভিচই। আজ অল ইংল্যান্ড ক্লাবের গ্রাসকোর্টে প্রথম সেটে তিনি পিছিয়ে পড়েছিলেন নিক কির্গিয়সের বিরুদ্ধে। যদিও তিন ঘণ্টা এক মিনিটের লড়াই জিতে শেষ হাসি হাসলেন জকোভিচই। এই নিয়ে সাতবার উইম্বলডন খেতাব জিতে স্পর্শ করলেন পিট সাম্প্রাসের রেকর্ড। খেলার ফল ৪-৬, ৬-৩, ৬-৪, ৭-৬।

জকোভিচ উইম্বলডন খেতাব জিতে সাম্প্রাসকে ধরলেন

একমাত্র রজার ফেডেরারই সাম্প্রাস বা জকোভিচের চেয়ে বেশি ৮ বার উইম্বলডন খেতাব জিতেছেন। তবে এদিন গ্র্যান্ড স্ল্যাম খেতাব জয়ের নিরিখে ফেডেরারকে পিছনে ফেলে দিলেন জকোভিচ। এবারের উইম্বলডন খেতাব জেতার সঙ্গে সঙ্গে তাঁর গ্র্যান্ড স্ল্যাম খেতাবের সংখ্যা বেড়ে হলো ২১। রাফায়েল নাদাল জিতেছেন ২২টি গ্র্যান্ড স্ল্যাম খেতাব। এদিন তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সেই গরম এবং কির্গিয়সের কড়া চ্যালেঞ্জ মোকাবিলা করে বাজিমাত করলেন ৩৫ বছরের সার্বিয়ান।\

ওপেন এরায় চতুর্থ টেনিস খেলোয়াড় হিসেবে তিনি টানা চারবার উইম্বলডন জেতার নজির গড়লেন। এর আগে এই নজির ছিল রজার ফেডেরার, জকোভিচের আইডল পিট সাম্প্রাস এবং বিয়ন বর্গের। ২০১৮, ২০১৯, ২০২১ ও ২০২২ সালের খেতাব জয় করলেন জোকার। এ ছাড়াও তিনি ২০১১, ২০১৪ ও ২০১৫ সালে উইম্বলডন চ্যাম্পিয়ন হন। অস্ট্রেলিয়ান ওপেন খেতাব জকোভিচ জিতেছেন ২০০৮, ২০১১, ২০১২, ২০১৩, ২০১৫, ২০১৬, ২০১৯, ২০২০ ও ২০২১ সালে। ২০১৬ ও ২০২১ সালে জেতেন ফরাসি ওপেন। ২০১১, ২০১৫ ও ২০১৮ সালে ইউএস ওপেন খেতাব জয় করেন জকোভিচ।

প্রথম সেটে জকোভিচকে কিছুটা অস্বস্তিতে ফেলতে সক্ষম হয়েছিল নিক কির্গিয়স। বিশ্বের ৩ নম্বর তথা উইম্বলডনে এবারের শীর্ষবাছাইয়ের সার্ভ ব্রেক করার পাশাপাশি তাঁর পয়েন্ট আদায় করা কঠিন করে দিয়েছিলেন অস্ট্রেলীয় নিক। কিন্তু এরপর থেকে কির্গিয়সকে তেমন জায়গাই ছাড়েননি জকোভিচ। উল্লেখ্য, কির্গিয়স ফাইনালে উঠেছিলেন ওয়াকওভার পেয়ে। চোটের কারণে রাফায়েল নাদাল সরে দাঁড়ানোর ফলে। কির্গিয়স এদিন ৩০টি এস মারেন, জকোভিচ ১৫টি। কির্গিয়সের আনফোর্সড এরর যেখানে ৩৩টি, সেখানে জকোভিচের মাত্র ১৭টি।

English summary
Novak Djokovic Beat Nick Kyrgios To Clinch The Seventh Wimbledon And 21st Grand Slam Singles Title. Djokovic Puts Himself Level With Pete Sampras To Win 7 Wimbledon Titles.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X