For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অস্ট্রেলিয়ার উপর ক্ষোভ নেই, নিজেকে ভিলেনও মনে করি না,বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম শুরু আগে এমন কেন বললেন জোকার

অস্ট্রেলিয়ার উপর ক্ষোভ নেই, নিজেকে ভিলেনও মনে করি না,বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম শুরু আগে এমন কেন বললেন জোকার

Google Oneindia Bengali News

সোমবার (১৬ জানুয়ারি ) থেকে শুরু হতে চলেছে অস্ট্রেলিয়ান ওপেন। বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যামে নামার আগে নোভাক জকোভিচ জানিয়ে দিলেন নিজেকে ভিলেনের মতো মনে হচ্ছে না তাঁর এবং কারোর বিরুদ্ধে কোনও ক্ষোভ নেই তাঁর মনে।

অস্ট্রেলিয়ার উপর ক্ষোভ নেই, নিজেকে ভিলেনও মনে করি না, বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম শুরু আগে এমন কেন বললে জোকার

গত বছর অস্ট্রেলিয়ান ওপেনে নোভাক জকোভিচের খেলা নিয়ে বিস্তার জলঘোলা হয়েছিল। টিকা না নেওয়ার কারণে জকোভিচকে বিমানবন্দরেই আটক করে অভিবাসন দফতরের আধিকারিকরা। তাঁকে রাখা হয় অভিবাসন দফতরের হোটেলে। জকোভিচ তাঁর বিরুদ্ধে টিকা না থাকার কারণে এই আতরণের বিরুদ্ধে মামলা করেন আদালতে এবং সেখানে যাতে তাঁকে খেলতে দেওয়া হয় তার আবেদন করেন। প্রথম দিকে মামলার গতি প্রকৃতি তাঁর দিকে এগোলেও পরবর্তীতে অস্ট্রেলিয়ার আদালত তাঁকে নির্দেশ দেয় টিকা না থাকার কারণে দেশ ছেড়ে দেওয়ার। যার ফলে গত বছর অস্ট্রেলিয়ান ওপেন শুরু হওয়ার আগের দিন দেশ ছাড়তে হয়েছিল সার্বিয়ার এই টেনিস তারকাকে। ১০ দিন ধরে চলেছিল এই আইনি লড়াই।

এক বছর পর অস্ট্রেলিয়ান ওপেন খেলতে আবারও অস্ট্রেলিয়ায় এসেছেন জকোভিচ এবং এখনও তিনি টিকা নেননি। তবে, নিয়ম অনেকটাই শিথিল করেছে অস্ট্রেলিয়ান ওপেনের আয়োজকরা। তারা জানিয়েছে টিকা না নেওয়া খেলোয়াড়ও পারবেন অংশ নিতে এমনকী কোভিড আক্রান্ত হলেও সেই খেলোয়াড় এ বারের অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিতে পারবেন।

২১টি গ্র্যান্ডস্ল্যাম চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ গত বছর জানিয়েছিলেন তাঁর নিজেরে "বিশ্বের ভিলেন" লাগছে। তাঁর কি এখনও নিজেকে ভিলেন মনে করেন? এই বিষয়ে জকোভিচকে যখন এই বার জিজ্ঞাসা করা হয়েছে তখন তিনি বলেছেন, "না, আমি মনে করি না। কিছু মিডিয়া আমাকে এই ভাবে দেখিয়েছে। কিন্তু সেটা এখন অতীত। আমি এই বছর একেবারেই ওই রকম কিছু অনুভব করছি না।" পাশাপাশি জকোভিচ জানিয়েছেন তিনি অস্ট্রেলিয়ার সম্পর্কে মনের মধ্যে কোনও ক্ষোভ পোষন করে রাখেননি। তিনি বলেছেন, "আমি যদি ক্ষোভ রাখতাম মনের মধ্যে তা হলে সামনের দিতে এগিয়ে যেতে পারতাম না, আমি এখানে থাকতাম না। আমি সেরা খেলতে মুখিয়ে রয়েছি কারণ ওটাই আমি ভাল করতে পারি। এটাই সময়ে আমি করতে চেয়েছি, গত বছরও এটাই করতে চেয়েছিলাম।" ফেভারিট হিসেবেই এই বার অস্ট্রেলিয়ান ওপেনে নামবেন দোকার কেরিয়ারের ২২তম গ্র্যান্ডস্ল্যাম জয়ের লক্ষ্য নিয়ে। অনেক কিছুর জবাব দেওয়ার রয়েছে এ বার জোকারের।

English summary
No Grudges for Australia, Said Novak Djokovic ahead of Australian Open 2023.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X