For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বার্লিনের টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালেন নাওমি ওসাকা, উইম্বলডনে নামা নিয়ে ধোঁয়াশা

Google Oneindia Bengali News

মানসিক স্বাস্থ্যের কারণ দেখিয়ে ম্যাচ শেষের সাংবাদিক বৈঠক করবেন না। এ কথা জানানোর পরই ফরাসি ওপেনে শুরু হয় বিতর্ক। প্রথম রাউন্ডের ম্যাচ শেষে সাংবাদিক বৈঠক না করায় শাস্তির হুঁশিয়ারিও দেন আয়োজকরা। এরপর আচমকাই ফরাসি ওপেন থেকে সরে দাঁড়িয়েছিলেন জাপানের টেনিস তারকা নাওমি ওসাকা। অনেকে প্রখ্যাত ক্রীড়াবিদ ওসাকাকেই সমর্থন করেছিলেন। এবার ওসাকা সরে দাঁড়ালেন বার্লিনের গ্রাসকোর্ট টুর্নামেন্ট থেকেও।

বার্লিনের টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালেন নাওমি ওসাকা, উইম্বলডনে নামা নিয়ে ধোঁয়াশা

এশিয়ান প্রথম টেনিস তারকা হিসেবে মহিলাদের সিঙ্গলসে বিশ্বের এক নম্বর হয়েছিলেন। এখন বিশ্ব ক্রমতালিকায় রয়েছেন দ্বিতীয় স্থানে। সেই ওসাকা বার্লিনে না খেলার সিদ্ধান্ত নেওয়ায় টুর্নামেন্টের আকর্ষণ অনেকটাই কমল। ১৪ জুন থেকে বার্লিনের ইভেন্ট শুরু হবে। আয়োজকদের তরফে জানানো হয়েছে, আমাদের জানানো হয়েছে নাওমি ওসাকা বার্লিনে খেলতে আসছেন না। তাঁর ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে তিনি টেনিস থেকে সাময়িক বিরতি নিচ্ছেন।

বার্লিনের টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালেন নাওমি ওসাকা

কবে ওসাকা আবার কোর্টে ফিরবেন তা স্পষ্ট নয়। ২৮ জুন থেকে উইম্বলডন এবং ২৩ জুলাই থেকে টোকিও অলিম্পিক্সেও তিনি অংশ নেবেন কিনা সে ব্যাপারে ধোঁয়াশা তৈরি হয়েছে। চারটি গ্র্যান্ড স্ল্যাম খেতাবজয়ী ২৩ বছরের ওসাকা ফরাসি ওপেনে সাংবাদিক বৈঠক না করার সিদ্ধান্তে অনড় থাকায় তাঁকে ১৫ হাজার মার্কিন ডলার জরিমানা ধার্য করা হয় আয়োজকদের তরফে। এমনকী বহিষ্কারের হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল। এরপরই ফরাসি ওপেন থেকে সরে দাঁড়ান তিনি।

বার্লিনের টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালেন নাওমি ওসাকা

সম্প্রতি ওসাকা জানিয়েছিলেন উৎকণ্ঠা ও অবসাদের সঙ্গে তাঁর লড়াই চলছে। এ সময় তাঁর পাশে থাকার জন্য ভক্তদের ইনস্টাগ্রাম মারফত ধন্যবাদও জানিয়েছিলেন ওসাকা।

English summary
Naomi Osaka Pulls Out Of Berlin Grasscourt WTA Tournament. Osaka Has Not Said When She Plans To Play Next, Casting Doubt On Her Participation At Wimbledon.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X