ভূপতিকে নিয়ে এবার ডেভিস কাপে নতুন ড্রামা, জেনে নিন বিস্তারিত
শেষ পর্যন্ত ডেভিস কাপের ম্যাচ খেলতে পাকিস্তান যেতে হচ্ছে না ভারতকে। খেলোয়াড়দের জীবন নিয়ে কোনও ধরনের ঝুঁকি নেওয়া হবে না জানিয়েই নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ হওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে আন্তর্জাতিক টেনিস ফেডারেশন। সোমবার টুইটে সেই সিদ্ধান্ত জানানো হয়েছে। এর মাঝেই এবার ভারতীয় দলের নন প্লেয়িং অধিনায়ককে নিয়ে নতুন ড্রামা শুরু। মহেশ ভূপতিকে নিয়ে এবার ডেভিস কাপের আগে শুরু বিতর্ক।

সোমবার সর্বভারতীয় টেনিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ভারতের নন প্লেয়িং ক্যাপ্টেন হিসেবে দেশের প্রাক্তন টেনিস খেলোয়াড় রোহিত রাজপালের নাম ঘোষণা করেছে।
এর আগে পাকিস্তানের গিয়ে ডেভিস কাপের ম্যাচ খেলতে হলে, তার সার্ভিস পাওয়া যাবে না বলে ভূপতি জানিয়েছিলেন। যা ধরে নিয়েই তাঁর পরিবর্ত ঘোষণা করা হয়েছে বলে জানা গিয়েছে। যা জেনে ভূপতি টুইটে নিজের বক্তব্য তুলে ধরেছেন।
<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">To everyone so concerned for my thoughts and comments. All I know is from a phone call with Mr. Chaterjee on Monday where I was told that Rohit is replacing me as Captain because I wasn't comfortable going to Pakistan (love the country been there before - not this time)</p>— Mahesh Bhupathi (@Maheshbhupathi) <a href="https://twitter.com/Maheshbhupathi/status/1191944034983534593?ref_src=twsrc%5Etfw">November 6, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>ভারতীয় টেনিস তারকা লেখেন, 'পাকিস্তানে খেলতে যাওয়ার প্রসঙ্গ নিয়ে আমি আগেই আমার মতামত জানিয়ে দিয়েছিলাম। আমি শুধু এটাই জানি, এআইটিএ-র সাধারণ সম্পাদক হিরণময় চট্টোপাধ্যায়ের পক্ষ থেকে আমার কাছে একটি ফোন আসে। যেখানে আমার পরিবর্ত ক্যাপ্টেন বেছে নেওয়া হয়েছে বলে জানানো হয়। আমার পুরনো বক্তব্যকে মাথায় রেখেই পরিবর্ত বাছা হয়েছে বলে জানানো হয়েছে। আমি নিজেকে এখনও দলের অধিনায়ক হিসেবেই দেখছি।'
<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">I have not heard from the AITA since Monday or after the ITF addressed the players concerns on venue and approved a neutral location - so I am available and believe in am still Captain unless I hear otherwise! Glad to "comment" when I know what I know🙏🏾</p>— Mahesh Bhupathi (@Maheshbhupathi) <a href="https://twitter.com/Maheshbhupathi/status/1191944037420425216?ref_src=twsrc%5Etfw">November 6, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>প্রসঙ্গত ভূপতি অন্যতম খেলেয়াড় যিনি নিরাপত্তার অভাবের কারণে পাকিস্তানে গিয়ে ডেভিস কাপের টাইয়ে এশিয়া-ওশিয়ানিয়া গ্রুপের ম্যাচ খেলতে চাননি। ভূপতির বক্তব্যে পাল্টা প্রতিবাদ জানিয়ে এআইটিএ-র পক্ষ থেকে হিরণময় চট্টোপাধ্যায় জানিয়েছেন, 'ভূপতির পরিবর্ত বেছে নেওয়ার পুরোটাই কমিটির সবার মিলিত সিদ্ধান্ত। রাগের বশে সেই নিয়ে উল্টো প্রতিক্রিয়া দেওয়ার কোনও কারণ হয়নি। সিদ্ধান্তটা ভূপতিকে জানানোর দায়িত্ব ছিল, আমি সেটাই করেছি।'
<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">As usual, ego of management been the biggest enemy of Indian Tennis. Need a complete change over, new faces and fresh thoughts in management. <a href="https://twitter.com/KirenRijiju?ref_src=twsrc%5Etfw">@KirenRijiju</a></p>— Subramanya (ಸುಬ್ರಹ್ಮಣ್ಯ) (@SubramanyaBB) <a href="https://twitter.com/SubramanyaBB/status/1191960841031241729?ref_src=twsrc%5Etfw">November 6, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>উল্লেখ্য় সূচি অনুযায়ী ইসলামাবাদে পাকিস্তানের বিরুদ্ধে ২৯ ও ৩০ নভেম্বর ডেভিস কাপের টাই খেলার কথা ছিল ভারতের। শেষ পর্যন্ত নিরাত্তার বিষয়টা বিবেচনা করে পাকিস্তান থেকে সেই ম্যাচ সরিয়ে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ করা হবে।