For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Australian Open: অস্ট্রেলিয়ান ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিলেন নাওমি ওসাকা

Google Oneindia Bengali News

অস্ট্রেলিয়ান ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিলেন জাপানের টেনিস তারকা নাওমি ওসাকা। ওসাকা এই মুহূর্তে মহিলাদের সিঙ্গলসে বিশ্বের ৪২ নম্বর প্লেয়ার। তবে গত সেপ্টেম্বর মাস থেকে কোনও প্রতিযোগিতামূলক ম্যাচে অংশ নেননি। এবার সরে দাঁড়ালেন মরশুমের প্রথম গ্র্যান্ড স্ল্যাম থেকে।

অস্ট্রেলিয়ান ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিলেন নাওমি ওসাকা

সেপ্টেম্বর মাসে টোকিওয় একটি টুর্নামেন্ট থেকে পেটের যন্ত্রণার কারণে সরে দাঁড়িয়েছিলেন ওসাকা। আজ অস্ট্রেলিয়ান ওপেনের আয়োজকদের তরফে তাঁর নাম প্রত্যাহারের কথা জানানো হয়েছে। ওসাকা অস্ট্রেলিয়ান ওপেনে না নামার সিদ্ধান্ত নেওয়ায় ২২ বছরের ডায়ানা ইয়াসত্রেমস্কা মূলপর্বে খেলার সুযোগ পেয়ে গেলেন। সম্প্রতি অ্যাডিলেড ইন্টারন্যাশনাল কোয়ালিফায়ারসে খেলেছেন ইউক্রেনের এই টেনিস খেলোয়াড়। বিশ্বের ২১ নম্বর স্থান দখল করেছিলেন ইয়াসত্রেমস্কা, তিনটি ডব্লুটিএ ট্যুর খেতাবও জিতেছেন।

গত সেপ্টেম্বরে প্যান প্যাসিফিক ওপেন চলাকালীন কেরিয়ারের উত্থান-পতনের কথা তুলে ধরেছিলেন ওসাকা। তিনি বলেছিলেন, এই বছরটা আমার কেরিয়ারে ভালো না গেলেও অনেক কিছু শিখেছি। জীবনে চড়াই-উতরাই থাকবেই। এই বছর (২০২২) ওঠার চেয়ে নামার সাক্ষীই বেশি থেকেছি। কিন্তু তারপরও সামগ্রিকভাবে নিজেকে নিয়ে আমি সন্তুষ্ট। ওসাকা চারটি গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতেছেন। ২০১৯ ও ২০২১ সালে জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেন। গত বছর অস্ট্রেলিয়ান ওপেনে তিনি তৃতীয় রাউন্ডে হেরে গিয়েছিলেন আমান্ডা আনিসিমোভার কাছে। ওসাকার কেরিয়ারে গুরুত্বপূর্ণ অধ্যায় মানসিক স্বাস্থ্যের কারণে কোর্ট থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত।

এবারের অস্ট্রেলিয়ান ওপেন থেকে আগেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ভেনাস উইলিয়ামস। গত সপ্তাহে অকল্যান্ডে এএসবি ক্ল্যাসিক চলাকালীন চোট পান ভেনাস, সে কারণেই তিনি অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারবেন না। বিশ্বের ১ নম্বর টেনিস তারকা কার্লোস আলকারাজ পায়ের চোটের কারণে নেই অস্ট্রেলিয়ান ওপেনে। এবার ওসাকাও সরে দাঁড়ানোয় জৌলুস কিছুটা হলেও কমল।

English summary
Japan’s Naomi Osaka Pulls Out Of Australian Open 2023. Osaka Is Currently The No.42 Player In The WTA Rankings And Hasn’t Played A Single Competitive Match Since September.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X