মার্কিন সাম্রাজ্যে দাঁড়িয়ে সেরেনার আধিপত্য ভেঙে ইউএস ওপেনে ইতিহাস জাপানি ওসাকার
প্রতিপক্ষের ঘরের মাটিতে দাঁড়িয়ে তাঁকে পরাস্ত করে দেশের ও নিজের হয়ে প্রথমবার গ্র্যান্ডস্লাম জেতা। এ যেন এক স্বপ্নপূরণের মুহূর্ত। জাপানের নাওমি ওসাকা সেটাই করে দেখালেন। ইউএস ওপেন ফাইনালে মার্কিন টেনিস তারকা সেরেনা উইলিয়ামসকে হারিয়ে প্রথম জাপানি খেলোয়াড় হিসাবে গ্র্যান্ডস্লাম জিতলেন তিনি।

এদিন সেরেনাকে ৬-২, ৬-৪ ব্যবধানে হারিয়ে দেন তিনি। বলা যায় উড়িয়ে দেন। নিয়ম ভাঙায় সেরেনাকে পর্তুগিজ আম্পায়ার শাস্তি দেন। যার ফলে নাওমির সুবিধা হয়েছে। খেলার পরও স্টেডিয়াম যেন বিশ্বাস করতে পারছিল না। পর্তুগিজ আম্পায়ার কার্লোস রামোসকে অনেক দর্শক বিদ্রুপ শুরু করেন। পরে সেরেনাও আম্পায়ারকে কটাক্ষ করেন।
প্রথমে কোচের থেকে কোচিং নেওয়ার অভিযোগে সেরেনাকে সতর্ক করা হয়। দ্বিতীয়বার মেজাজ হারানোয় সেরেনা দ্বিতীয় কোড ভাঙেন। ফলে নাওমি পেনাল্টি পয়েন্ট পান। তারপরে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় গেম পেনাল্টি দেওয়া হয়।
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr"><a href="https://twitter.com/hashtag/USOpen?src=hash&ref_src=twsrc%5Etfw">#USOpen</a> Statement on Women's Final <a href="https://t.co/0h3Y3abl0H">pic.twitter.com/0h3Y3abl0H</a></p>— US Open Tennis (@usopen) <a href="https://twitter.com/usopen/status/1038588358497329152?ref_src=twsrc%5Etfw">September 9, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>এদিকে ওসাকা শুরু থেকেই নিজের খেলা ধরে রেখেছিলেন। এবং শেষ অবধি ট্রফি জিতে বিজয়ী হিসাবে ৩.৮ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার মূল্য ঘরে তোলেন।