যুক্তরাষ্ট্র ওপেন জিতে করোনা পরবর্তী যুগে টেনিসের নতুন রানি জাপানের ওসাকা
যুক্তরাষ্ট্র ওপেন জিতে করোনা পরবর্তী যুগে টেনিসের নতুন রানি হলেন জাপানের ওসাকা।আর্থার অ্যাশ স্টেডিয়াম দেখল এক রূপকথার লড়াই। ৫৩ মিনিটের ফাইনাল ম্যাচে প্রথমে পিছিয়ে পড়ে দুরন্ত জয় জাপানের নাওমি ওসাকার। যুক্তরাষ্ট্র ওপেনের ফাইনালে, বেলারুশের আজারেঙ্কাকে হারিয়ে নিজের তিন নম্বর গ্র্যান্ড স্ল্যাম জিতে নিলেন জাপানের নাওমি ওসাকা। কেরিয়ারে এটি তাঁর দ্বিতীয় ইউএস ওপেন ট্রফি।

প্রথম সেটে ১-৬ ব্যবধানে পিছিয়ে পড়েছিলেন ওসাকা। দীর্ঘ সাত বছর পর গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে খেলতে নেমে ভিক্টোরিয়া আজারেঙ্কা প্রথম সেটে দাপটের সঙ্গে ওসাকাকে উড়িয়ে দেন।ম্যাচের শুরু থেকে ছন্দ খুঁজে পাননি ওসাকার। প্রথম থেকে একের পর এক শট মিস, ভুল পদক্ষেপ করায় বিরক্ত হয়ে পড়ছিলেন তিনি। সেখান থেকে জাপানের ওসাকার রূপকথার লড়াই।
দ্বিতীয় সেটেও শুরুতে আজারেঙ্কা ২-০ এগিয়ে ছিলেন। এরপরই ওসাকা ম্যাচে ফেরেন। পরপর দু'বার আজারেঙ্কার সার্ভিস ব্রেক করে ওসাকা ৪-৩ এগিয়ে যান। শেষ পর্যন্ত দ্বিতীয় সেটে ৬-৩ ও তৃতীয় সেটটিও ৬-৩ ব্যবধানে জিতে নেন। ফাইনালে ওসাকার পক্ষে ম্যাচের ফল ১-৬, ৬-৩, ৬-৩। ২০১৮ সালে ইউএস ওপেন জিতেছিলেন। দুবরছর পর ফের যুক্তরাষ্ট্র ওপেনের জয়ে রানির মুকুট পড়লেন ওসাকা।
সেই সঙ্গে ফাইনাল ম্যাচ জিতে ওসাকা একটা রেকর্ডও করে বসলেন। প্রায় ২৫ বছর পর, প্রথম সেটে পরাস্ত হয়েছেন এমন কেউ খেতাব জিতলেন। যুক্তরাষ্ট্র ওপেনের মেয়েদের ফাইনালে শেষবার, ১৯৯৪ সালে স্টেফি গ্রাফের বিরুদ্ধে স্যানচেজ ভিসারি প্রথম সেটে পরাস্ত হয়েও ম্যাচ জিতেছিলেন।জিতে ওঠার পরে কোর্টের মাঝে শুয়ে আকাশের দিকে তালিয়ে সেলিব্রেট করেন ওসাকা।