পেজ-ভূপতির ধারা বজায় রেখে এশিয়াডে টেনিসে সোনা দখল তরুণ ভারতীয় জুটির
চলতি এশিয়ান গেমসে ফের সোনা এল ভারতের ঝুলিতে। এবার সোনা এল টেনিসে। মাত্র ৫২ মিনিটের লড়াইয়ে পুরুষদের ডবলসে ভারতকে সোনা এনে দিল রোহন বোপান্না এবং দিভিজ শরণ জুটি।

সোনা জিতলেও, এই দুই তারকা অতীতে একে অন্যের সঙ্গে জুটি বেঁধে বেশি খেলেননি। খুব কমই ম্যাচ খেলেছি এই জুটি। কিন্তু, কম ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকলেও এশিয়ান গেমসে দেশকে সোনা এনে দিতে সমস্যা হয়নি এই জুটির। অসাধারণ এক ম্যাচ সমর্থক এবং টেনিস প্রেমীদের এই ম্যাচে উপহার দিলেন বোপান্না এবং শরণ জুটি।
কাজাখাস্তনের প্রতিযোগী আলেকজান্ডার বুবলিক এবং ডেনিস ইয়েভসেইভকে স্ট্রেট সেটে হারিয়ে সোনা জিতে নিল ভারতীর এই দুই তারকা।
কাজাখাস্তনের এই জুটিকে ৬-৩ এবং ৬-৪ ব্যবধানে হারিয়ে দেন বোপান্না এবং শরণকে নিয়ে তৈরি ভারতের সোনার জুটি।
এটা নিয়ে এশিয়ান গেমসের ইতিহাসে পুরুষদের ডবলসে ভারতের চতুর্থ সোনা এল। ২০১০ এশিয়ান গেমসে গুয়ানঝাওতে পোডিয়ামের শীর্ষ স্থান অর্জন করেছিলেন সোমদেব দেববর্মন এবং সানাম সিং।
২০০২ এবং ২০০৬ সালের এশিয়ান গেমসে মহেশ ভূপতি এবং লিয়েন্ডার পেজ জুটি এই বিভাগে সোনা জিতেছিল।