পেজ-বোপান্নার জয় বিফলে, ডেভিস কাপে ক্রোয়েশিয়ার কাছে পর্যুদস্ত ভারত
মেলবোর্নে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল জিতে ইতিহাস তৈরির সামনে দাঁড়িয়ে ভারতের মহিলা ক্রিকেট দল। তা নিয়ে কোমর বাঁধার আগেই দেশের ক্রীড়া প্রেমীদের কাছে দুঃসংবাদ। ক্রোয়েশিয়ার কাছে হেরে ডেভিস কাপের মূলপর্বে উঠতে ব্যর্থ হল ভারত। বিফলে গেল লিয়েন্ডার পেজ ও রোহন বোপান্নার দুর্দান্ত জয়।

২২ সেপ্টেম্বর
জ্বর ও ডিহাইড্রেশন নিয়ে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন এআইএডিএমকে নেত্রী তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জে জয়ললিতা।

ভারত ১, ক্রোয়েশিয়া ৩
ক্রোয়োশিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে ডেভিস কাপের মূলপর্বের যোগ্যতা অর্জনকারী রাউন্ড খেলতে গিয়েছিল ভারত। লিয়েন্ডার পেজ, রোহন বোপান্না, সুমিত নাগালদের ৩-১ ম্যাচের ফলে হারিয়ে প্রতিযোগিতার মূল পর্বে পৌঁছে গিয়েছেন মার্টিন সিলিচরা।

২৪ সেপ্টেম্বর
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দেয় যে জয়ললিতাকে স্বাভাবিক ডায়েটে রাখা হয়েছে। অর্থাৎ আগের চেয়ে কিছুটা ভালো আছেন তিনি।
|
শুরুতেই পিছিয়ে যায় ভারত
শক্তিশালী ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ডেভিস কাপ টাই-র প্রথম দুই ম্যাচ হেরে যায় ভারত। প্রথম ম্যাচ ক্রোয়েশিয়ার বোরনা গোজোর কাছে লড়েও হেরে যান ভারতের প্রজনেশ গুন্নেশ্বরণ। ৬-৩, ৪-৬, ২-৬ সেটে ম্যাচ হারেন ভারতীয়। ২০১৪-র ইউএস ওপেন চ্যাম্পিয়ন মার্টিন সিলিচের কাছে দ্বিতীয় ম্যাচ হেরে যান ভারতের রামকুমার রামানাথন। ৭-৬ (৮), ৭-৬ (৮) ফলে খেলা শেষ হয়।

২৯ সেপ্টেম্বর
মেডিক্যাল বুলেটিনে বলা হয়, চিকিৎসায় সাড়া দিচ্ছেন জয়ললিতা। তবে আরও কয়েকদিন হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হবে।

পেজ-বোপান্নার দুর্দান্ত জয়
ডু অর ডাই পরিস্থিতিতে বিশ্বের ১৫ নম্বর তথা ক্রোয়েশিয়ার মাটে পাভিক ও ফ্রাঙ্কো স্কুগোরের বিরুদ্ধে ডবলসে মোকাবিলা করতে নামে বিশ্বের ৩২তম তথা ভারতের লিয়েন্ডার পেজ ও রোহন বোপান্না জুটি। মাত্র ২১ মিনিটে দুর্দান্ত জয় পায় ভারতীয় শিবির। ৬-৩, ৬-৭ (৯), ৭-৫ সেটে ম্যাচ জিতে ভারতকে লড়াইয়ে ফেরান লিয়েন্ডার পেজ ও রোহন বোপান্না।

১ অক্টোবর
গুজব উড়িয়ে এআইএডিএমকে নেতৃত্ব জানায় মুখ্যমন্ত্রী জয়ললিতা সুস্থ রয়েছেন এবং হাসপাতালে শুয়েই মুখ্যমন্ত্রী হিসাবে নিজের কর্তব্য পালন করছেন।

নাগালের হার
শেষ ম্যাচে ২০১৪-র ইউএস ওপেন চ্যাম্পিয়ন মার্টিন সিলিচের বিরুদ্ধে সিঙ্গলসে নামেন ভারতের সুমিত নাগাল। মার্কিন ওপেনে কিংবদন্তি রজার ফেডেরারকে প্রথম সেট হারানো ভারতীয়, ক্রোয়েশিয়ান তারকার বিরুদ্ধে দাঁড়াতেই পারলেন না। ৫৬ মিনিটের লড়াইয়ে সিলিচের কাছে ৬-০, ৬-১ সেটে ম্যাচ হেরে যান সুমিত।

২ অক্টোবর
লন্ডনের ফুসফুস বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেলের সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁর পরামর্শ মেনে চিকিৎসার সিদ্ধান্ত নেন অ্যাপোলোর চিকিৎসকেরা।

৬ অক্টোবর
দিল্লির এইমস হাসপাতালের চিকিৎসকেরা চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে গিয়ে চিকিৎসা শুরু করেন।

৩ নভেম্বর
অ্যাপোলো হাসপাতাল জানায় এআইএডিএমকে নেত্রী তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছেন।

১৩ নভেম্বর
চিঠিতে সই করে জয়ললিতা সকলকে জানান যে তিনি খুব তাড়াতাড়ি কাজের জগতে ফিরতে চান।

১৯ নভেম্বর
জয়ললিতাকে আইসিইউ থেকে বের করা হল বলে অ্যাপোলো হাসপাতাল সূত্রে জানানো হয়।

৪ ডিসেম্বর
এআইএডিএমকে দলের তরফে জানানো হয় জয়ললিতা খুব তাড়াতাড়ি বাড়ি ফিরবেন। এরপর সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হন জয়ললিতা।

৫ ডিসেম্বর
সারাদিন নানা ঘটনার পরে মধ্যরাতে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতাল জানায় প্রয়াত হয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জে জয়ললিতা। এর আগে বারবার এই খবরের সত্যতা স্বীকার না করে জানানো হয় যে অবস্থা অত্যন্ত সঙ্কটজনক হলেও প্রয়াত হননি জয়া।