For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের কী ঘাসের রাজা হবেন ফেডেরার, সুইস মাস্টারের র‍্যাকেট স্বপ্ন দেখাচ্ছে

একে একে হেরে যাচ্ছেন হেভিওয়েট রজার ফেডেরারের প্রতিপক্ষ। তাহলে কী আরও এগিয়ে যাচ্ছেন নিজের অষ্টম উইম্বলডন খেতাবের দিকে। 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

এমনিতেই ঘাসে তাঁর র‍্যাকেট কথা বলে। এবারের উইম্বলডন আরও একবার ঝলসে যাচ্ছে রজারের রাজকীয়তায়। এই মুহূর্তে উইম্বলডনের সেমিফাইনালে রজার ফেডেরার। তাঁর পারফরমেন্স কিন্তু এক সপ্তাহ আগে থেকে শুরু হয়নি।

ফের কী ঘাসের রাজা হবেন ফেডেরার, সুইস মাস্টারের র‍্যাকেট স্বপ্ন দেখাচ্ছে

এ বছরের শুরু থেকেই সার্কিটে নিজের প্রতিপত্তির ইঙ্গিত দিয়েছিলেন তিনি। ২০১০-র পর ফের অস্ট্রেলিয়ান ওপেন খেতাব পকেটে পোড়েন তিনি। সেটাই শুরু। উইম্বলডনের আগে মিয়ামি ওপেন ও ইন্ডিয়ান ওয়েলস ওপেন জিতেছেন। গত মরশুমে ছ মাস কোর্টের বাইরে ১৮ টি গ্র্যান্ডস্ল্যামের মালিক। ঝোলায় রয়েছে পাঁচটি অস্ট্রেলিয়ান ওপেন, একটি ফরাসি ওপেন , সাতটি উইম্বলডন, পাঁচটি ইউএস ওপেন। ২০০৩ থেকে ২০০৭ একটানা পাঁচ বছর উইম্বলডন জেতার পর ফের ২০০৯ জিতেছিলেন সুইস মাস্টার। এরপর তিন বছরের বিরতি পর ২০১২ তে ফের ঘাসের কোর্টের রাজা হন রজার। ঘাসে যাঁর র‍্যাকেট রাজত্ব করে তাঁর কাছে ফের এবার উইম্বলডন জয়ের হাতছানি। অষ্টমবারের হাতছানি।

ফের কী ঘাসের রাজা হবেন ফেডেরার, সুইস মাস্টারের র‍্যাকেট স্বপ্ন দেখাচ্ছে

উইম্বলডনে নিজের সেরাটা দেওয়ার লক্ষ্যে এবারের ফরাসি ওপেনও খেলেননি তিনি। আসলে পরিণত রজার আরও বেশি ফোকাসড হয়েছেন। ৩৫ পেরিয়ে আরও ক্ষুরধার। গেম প্ল্যানও করছেন সেভাবেই। আসলে প্রতিপক্ষ ২৫-২৬ র টেনিস প্লেয়ারদের হারানোর নতুন ব্লুপ্রিন্ট বানিয়ে ফেলেছেন তিনি। ভারতের প্রাক্তন ডেভিস কাপ অধিনায়ক জয়দীপ মুখোপাধ্যায়ের সাফ বক্তব্য, 'রজার ফেডেরার জিনিয়াস। ৬ মাস চোটের জন্য না খেলে তারপর সার্কিটে ফিরে যেভাবে খেলছে তা অকুন্ঠ প্রশংসনীয়। যেভাবে ও নিজেকে পরিণত করছে তাতে অল টাইম গ্রেট নিঃসন্দেহে।' এখানেই শেষ নয়। জয়দীপ মুখোপাধ্যায়ের টেনিস পরিভাষায়, 'খেলার ধরণে অনেকটা পরিবর্তন এনেছেন ফেডেরার। দারুণ সার্ভিস করছেন, র‍্যালির সময় কমিয়ে আক্রমণাত্মক টেনিস খেলছেন। '

ফের কী ঘাসের রাজা হবেন ফেডেরার, সুইস মাস্টারের র‍্যাকেট স্বপ্ন দেখাচ্ছে

সব মিলিয়ে টেনিস দুনিয়ায় নতুন নজির গড়ার মুখে রজার ফেডেরার। অন্যদিকে ফেডেক্সকে যাঁরা বিপাকে ফেলতে পারেন এমন প্রতিপক্ষরাও একে একে বাদ হয়ে গেছেন। আগেই ছিটকে গিয়েছিলেন রাফায়েল নাদাল , কোয়ার্টার ফাইনালে ছিটকে গেছেন অ্যান্ডি মারে, নোভাক জোকোভিচ। ফলে সুবর্ণ সুযোগ। বিশ্ব জোড়া ফেডেরারপ্রেমীরা এখন প্রহর গুনছেন কবে হবে সেই নয়া নজির।

English summary
Federer is eyeing on record breaking 8 times wimbledon championship
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X