For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফরাসি ওপেনের সেমিফাইনালে স্মরণীয় দ্বৈরথে নাদালকে হারালেন জকোভিচ

Google Oneindia Bengali News

স্বপ্নভঙ্গ রাফায়েল নাদালের। চতুর্দশ ফরাসি ওপেন খেতাব জিতে রজার ফেডেরারকে টপকে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড আপাতত অধরাই রইল ক্লে কোর্টের রাজার। ১৩ বারের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন রাফায়েল নাদালকে হারিয়ে ফরাসি ওপেনের ফাইনালে পৌঁছে গেলেন নোভাক জকোভিচ। চার ঘণ্টা ১১ মিনিটের লড়াই শেষে তিনি জিতলেন ৩-৬, ৬-৩, ৭-৬, ৬-২ সেটে।

ইতিহাস জকোভিচের

ইতিহাস জকোভিচের

ফরাসি ওপেনের সেমিফাইনালে জকোভিচই প্রথম যিনি রাফায়েল নাদালকে হারালেন। ফরাসি ওপেন খেতাব নাদাল জিতেছেন ১৩বার। আজকের ম্যাচের আগে ফরাসি ওপেনে মোট আটবারের সাক্ষাতে সাতবারই জকোভিচকে হারিয়েছেন নাদাল। ২০১৫-র ফরাসি ওপেন কোয়ার্টার ফাইনালেই একমাত্র জকোভিচের কাছে নাদাল পরাস্ত হয়েছিলেন। ২০০৬ সালের কোয়ার্টার ফাইনাল, ২০০৭ সালের সেমিফাইনাল, ২০০৮ সালের সেমিফাইনাল, ২০১২ সালের ফাইনাল, ২০১৩ সালের সেমিফাইনাল, ২০১৪ সালের ফাইনাল এবং গত বছরের ফরাসি ওপেনের ফাইনালে জকোভিচকে হারান নাদাল। ফরাসি ওপেনের ফাইনালেও কোনওবারই নাদালকে হারাতে পারেননি জকোভিচ। তবে সেই পরিসংখ্যান আজ কোনও কাজেই এলো না। তবে টেনিস বিশ্ব দেখল দুই সেরা টেনিস তারকার নাছোড় লড়াই।

তুল্যমূল্য লড়াই

তুল্যমূল্য লড়াই

দীনেশ কার্তিক, শিখা পাণ্ডের মতো ক্রিকেট তারকারাও এই ম্যাচ চলাকালীন লাগাতার টুইট করছিলেন। শিখা যেমন মজা করে লিখছিলেন, একেকটা গেমকে যেন একেকটা সেট মনে হচ্ছে। দীনেশ কার্তিক টুইটে লেখেন, যদি খেলায় হাল ছেড়ে না দেওয়া কী কেউ জানতে চান তাহলে তাঁর এই ম্যাচ দেখা উচিত। প্রথম সেট নাদাল জেতার পর, পরের সেটই জিতে নেন জকোভিচ। গুরুত্বপূর্ণ তৃতীয় সেট ৭-৬ (৪)-এ জিতে রাফার উপর চাপ বাড়িয়ে দেন বিশ্বের এক নম্বর জকোভিচ। শেষের দিকে অবশ্য নাদালের খেলায় ক্লান্তির ছাপ ধরা পড়ছিল। তবুও তুল্যমূল্য লড়াই চলল আগাগোড়া। শেষ হাসি অবশ্য হাসলেন জকোভিচই। চতুর্থ সেটে ০-২-এ পিছিয়ে থেকেও সেট জিতে নিলেন দারুণভাবেই। অনেকেই বলছেন, ফরাসি ওপেনের আসল ফাইনাল হয়ে গেল এদিনই।

দ্বৈরথে এগিয়ে-পিছিয়ে

দ্বৈরথে এগিয়ে-পিছিয়ে

এটিপি ব্যৃাঙ্কিংয়ে নোভাক জকোভিচ রয়েছেন এক নম্বরে। রাফায়েল নাদাল তিনে। আজকের ম্যাচ নিয়ে ৫৮ বার এই দুই টেনিস তারকা পরস্পরের মুখোমুখি হলেন। নোভাক জকোভিচ জিতলেন ৩০টিতে, ২৮টিতে জয় পেয়েছেন নাদাল। আজকের সাক্ষাতের আগে অবধি জকোভিচ ও নাদালের শেষ পাঁচটি দ্বৈরথে অবশ্য এগিয়ে ছিলেন স্প্যানিয়ার্ডই। হার্ড কোর্টে দুবার জিতেছেন জকোভিচ, কিন্তু ক্লে কোর্টে তাঁকে তিন ম্যাচের তিনটিতেই পরাস্ত করেছেন নাদাল। সম্প্রতি রোম মাস্টার্সের ফাইনালে নাদাল জেতেন ৭-৫, ১-৬, ৬-৩ সেটে। গত বছর ফরাসি ওপেনের ফাইনালে জোকারকে রাফা হারিয়ছিলেন ৬-০, ৬-২, ৭-৫-এ। ২০১৯ সালের রোম মাস্টার্সের ফাইনালেও ক্লে কোর্টে জকোভিচকে নাদাল হারিয়েছিলেন ৬-০, ৪-৬, ৬-১ ব্যবধানে। গ্র্যান্ড স্ল্যামে শেষ তিন সাক্ষাতে আবার এগিয়ে ছিলেন জকোভিচ। ২০১৮ সালের উইম্বলডনের সেমিফাইনাল ও ২০১৯ সালের অস্ট্রেলীয় ওপেনের ফাইনালে জকোভিচের কাছে হারতে হয়েছিল নাদালকে। ফরাসি ওপেনে এই নিয়ে তৃতীয়বার কোনও ম্যাচ হারলেন রাফা। ১০৮টি ম্যাচ খেলে নাদালের হার মাত্র তিনবার। সুইডেনের রবিন সডারলিংয়ের কাছে ২০০৯ সালে চতুর্থ রাউন্ডে হেরে ফরাসি ওপেন থেকে বিদায় নিয়েছিলেন। এরপর ২০১৫-র কোয়ার্টারে জকোভিচের কাছে নাদাল পরাজিত হন। ফের হারলেন এবারের সেমিফাইনালে।

ফাইনালে জকোভিচ-সিতসিপাস

ফাইনালে জকোভিচ-সিতসিপাস

ফরাসি ওপেনের ফাইনালে রবিবার জকোভিচের সামনে গ্রিসের স্তেফানোস সিতসিপাস। প্রথম সেমিফাইনালটিতে পাঁচ সেটের ম্যারাথন ম্যাচ চলে ৩ ঘণ্টা ৩৭ মিনিট। প্রথম দুটি সেট ৬-৩, ৬-৩-এ জিতে নিয়েছিলেন সিতসিপাস। যদিও তৃতীয় ও চতুর্থ সেট ৬-৪, ৬-৪ ব্যবধানে জিতে লড়াই জমিয়ে দেন আলেকজান্ডার জেরেভ। তবে শেষরক্ষা করতে পারেননি। নির্ণায়ক তৃতীয় সেট সিতসিপাস জিতে নেন ৬-৩ ব্যবধানে। ২০১৯ ও ২০২১ সালে অস্ট্রেলীয় ওপেনের সেমিফাইনালে উঠলেও ফাইনালের টিকিট হাতে পাননি সিতসিপাস। এমনকী গত বছর রোলাঁ গারোতেও সেমিফাইনালেই বিদায় নিতে হয়েছিল তাঁকে। এই প্রথম তিনি কোনও গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল খেলবেন।

English summary
Djokovic Ends Nadal's Dream To Go Past Federer And Set New Record Of Most Grand Slam Win. Djokovic Beat Nadal In French Open For The Second Time.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X