ইউএস ওপেন থেকে ছিটকে যাওয়ার পর কী বললেন রজার ফেডেরার
অবাছাই গ্রিগর ডিমিট্রভের কাছে হেরে ইউএস ওপেন থেকে ছিটকে গিয়েছেন বিশ্বের তিন নম্বর টেনিস তারকা রজার ফেডেরার। এই শোচনীয় হারে কার্যত হতাশ কিংবদন্তী। সেই সঙ্গে ফিরে আসার বার্তাও দিলেন সুইশ টেনিস তারকা।

হতাশ হলেও ফিরে আসবেন
অবাছাই গ্রিগর ডিমিট্রভের কাছে তাঁর এই হার যথেষ্টই হতাশাজনক বলে জানিয়েছেন রজার ফেডেরার। তবে এখান থেকেই ফিরে আসার বার্তা দিয়েছেন বিশ্বের তিন নম্বর টেনিস তারকা। একের পর এক বড় টুর্নামেন্টে হেরে যাওয়ার পরেও এই মরশুম তাঁর জন্য খুব একটা খারাপ যায়নি বলেও জানিয়েছেন রজার ফেডেরার।

অসুস্থ ফেডেরার
রজার ফেডেরার জানিয়েছেন, পিঠে ও ঘাড়ে ব্য়াথা নিয়ে ইউএস ওপেন খেলেছেন তিনি। কোয়ার্টার ফাইনালে সেই ব্যাথা আরও বেশি করে চাগার দেয়। তাই ম্যাচে চেনা শট খেলতে পারেননি বলে স্বীকার করেছেন রজার ফেডেরার।

প্রতিপক্ষ সম্পর্কে
হেরে গেলেও প্রতিপক্ষকে যোগ্য সম্মান দিতে ভোলেননি টেনিস লেজেন্ড রজার ফেডেরার। বলেছেন, তাঁকে সত্যিই খেলার থেকে দূরে সরিয়ে দেন গ্রিগর ডিমিট্রভ।