For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টোকিও অলিম্পিক টেনিসে ফের ধাক্কা, করোনার কারণে ছিটকে গেলেন মার্কিন কোকো

Google Oneindia Bengali News

টোকিও অলিম্পিকের টেনিসে ফের ধাক্কা। পুরুষ ও মহিলাদের মধ্যে বিশ্বের এক নম্বর যথাক্রমে নোভাক জকোভিচ ও অ্যাশলে বার্টিকে অলিম্পিকের আসরে দেখা গেলেও চোট, করোনা পরিস্থিতির কারণে একঝাঁক তারকা সরে দাঁড়িয়েছেন টোকিও অলিম্পিক থেকে। করোনা আক্রান্ত হওয়ায় সেই তালিকায় যোগ হল আরেকজনের নাম।

টোকিও অলিম্পিক টেনিসে ফের ধাক্কা, করোনার কারণে ছিটকে গেলেন মার্কিন কোকো

আমেরিকার কোকো গাউফ করোনা পজিটিভ হওয়ায় অংশ নিতে পারবেন না টোকিও অলিম্পিকে। ২০০০ সালের পর থেকে ধরলে ১৭ বছরের কোকো গাউফই হতে পারতেন অলিম্পিক টেনিসে নামা সর্বকনিষ্ঠ খেলোয়াড়। করোনা পরিস্থিতিতে এক বছর পিছিয়ে যাওয়া অলিম্পিকে নামার ক্ষেত্রে গাউফের ক্ষেত্রেও বাধা হল সেই করোনাই।

অলিম্পিকের সিঙ্গলস ও ডাবলসে নামার কথা ছিল গাউফের। বিশ্বের ২৫ নম্বরে থাকা এই টেনিস তারকা নিজেই করোনার কারণে অলিম্পিক থেকে ছিটকে যাওয়ার খবর জানিয়ে বলেছেন, আমি খুবই হতাশ। দেশের হয়ে অলিম্পিকে নামা আমার কাছে স্বপ্নের ব্যাপার। এবার না হলেও আশা করি ভবিষ্যতে নিশ্চিতভাবেই অলিম্পিকে অংশ নিতে পারব। এবারের উইম্বলডনে শেষ কোর্টে দেখা গিয়েছে গাউফকে। তিনি প্রি কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেন।

করোনা আক্রান্ত হয়ে টোকিও অলিম্পিক থেকে দু-দিন আগেই ছিটকে গিয়েছেন অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডি মিনাউর। এ ছাড়াও রাফায়েল নাদাল, রজার ফেডেরার, সিমোনা হালেপ, সেরেনা উইলিয়ামস, ডমিনিক থিয়েম, স্টান ওয়াওরিঙ্কা, নিক কির্গিয়সের মতো টেনিস তারকারা টোকিও অলিম্পিক থেকে সরে দাঁড়িয়েছেন।

English summary
Coco Gauff From USA Will Not Be Participate In Tokyo Olympics Tennis After Tested Covid-19 Positive. She Was Set To Become The Youngest Olympics Tennis Player.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X