For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চোটের কারণে অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গেলেন বিশ্বের শীর্ষ স্থানীয় টেনিস তারকা কার্লোস আলকারেজ

চোটের কারণে অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গেলেন বিশ্বের শীর্ষ স্থানীয় টেনিস তারকা কার্লোস আলকারেজ

Google Oneindia Bengali News

বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যামে খেলতে দেখা যাবে না বিশ্বের এক নম্বর টেনিস তারক কার্লোস আলকারেজকে। চোটের কারণে অস্ট্রেলিয়ান ওপেনে কোর্টে নামতে পারবেন না তিনি। এই স্প্যানিয়ার্ড শুক্রবার জানিয়েছেন প্রি-সিশন ট্রেনিংয়ের সময়ে ডান পায়ের পেশিতে চোট পেয়েছেন তিনি।

চোটের কারণে অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গেলেন বিশ্বের শীর্ষ স্থানীয় টেনিস তারকা কার্লোস আলকারেজ

টুইটারে আলকারেজ লিখেছেন, "প্রাক মরসুম প্রস্তুতিতে যখন নিজের সেরা ছন্দে ছিলাম আমি তখন চোট পেলাম, এ বার ডান পায়ের সেমিমেব্রানোসাস পেশিতে চোট পেয়েছি। নিজের সেরাটা অস্ট্রেলিয়ান ওপেনে দিতে পারার জন্য আমি অত্যন্ত কঠিন পরিশ্রম করেছি। কিন্তু দুর্ভাগ্যবশত আমি খেলতে পারব না অস্ট্রেলিয়ান ওপেনে। এটা মেনে নেওয়া কঠিন তবে, আমাকে অপটিমেস্টিক হতে হবে, চোট কাটিয়ে উঠে সামনের দিকে তাকাতে হবে। ২০২৪ সালে দেখা হচ্ছে।" উল্লেখ্য, স্পেনের এই টেনিস তারকা ২০২২ অস্ট্রেলিয়ান ওপেনে তৃতীয় রাউন্ড পর্যন্ত গিয়েছিলেন।

টিনএজ বয়সেই আলকারেজ বিশ্ব টেনিস র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান দখল করেছেন। ১৯ বছর বয়সী এই তরুণ প্রতিভা গত বছর কেরিয়ারের প্রথম গ্র্যান্ডস্ল্যামটি জেতেন। ২০২২ সালে ইউ এস ওপেনের চ্যাম্পিয়ন কার্লোস আলকারেজ। এই খেতাব জয়ের ফলে ইতিহাস তৈরি করে বিশ্বের শীর্ষ র্যাঙ্কিংয়ের পুরুষ টেনিস খেলোয়াড় হয়েছেন আলকারেজ। এত কম বয়সে কখনও কোনও পুরুষ টেনিস খেলোয়াড় বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড়ের শিরোপা অর্জন করতে পারেননি।

বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম শুরু হওয়ার আগে আলকারেজ জানিয়েছিলেন নতুন মরসুমের আগে তিনি চূড়ান্ত ফিটনেসের কাছাকাছি রয়েছেন। প্যারিস মাস্টার্সে পাওয়া অ্যাবডমিনাল ইনজ্যুরির কারণে এটিপি ফাইনালস এবং ডেভিস কাপে খেলতে পারেননি আলকারেজ।

অস্ট্রেলিয়ান ওপেনে বিশ্বের শীর্ষ স্থানীয় টেনিস তারকা কার্লোস আলকারেজ না থাকায় ফেভারিচ হিসেবে শুরু করবেন নোভাক জকোভিচ। আলকারেজ থাকলেও জোকারই হতেন ফেভারিট তবে তাঁকে কঠিন টক্করের সম্মুখীন হতে হতো। গত অস্ট্রেলিয়ান ওপেনে ভ্যাকশিন না নেওয়ার কারণে খেলতে দেওয়া হয়নি জকোভিচকে।

English summary
Carlos Alcaraz will not feature in Australian Open 2022.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X