For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কার্লোস আলকারাজ ম্যারাথন ম্যাচ জিতে ইউএস ওপেন সেমিফাইনালে, স্পর্শ করলেন নাদাল-কীর্তি

  • |
Google Oneindia Bengali News

কার্লোস আলকারাজের দাপট দেখছে ইউএস ওপেন। জায়ান্ট কিলার এই টেনিস খেলোয়াড় সিঙ্গলস সেমিফাইনালে উঠলেন একাদশ বাছাই জানিক সিনারকে হারিয়ে। ইউএস ওপেনের দ্বিতীয় দীর্ঘতম ম্যাচে পিছিয়ে পড়েও ছিনিয়ে নিলেন দুরন্ত জয়। সেই সুবাদেই নিজের দেশের তারকা রাফায়েল নাদালের এক কীর্তিও স্পর্শ করলেন ১৯ বছরের স্প্যানিয়ার্ড।

দুরন্ত আলকারাজ

বর্তমানে আলকারাজকে বিপজ্জনক প্রতিপক্ষ বলে মনে করছেন তারকারাও। এমনকী ভবিষ্যতে টেনিস নক্ষত্র হওয়ার সবরকম রসদ তাঁর মধ্যে রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রথম সেট জেতার পর দুটি সেটে হেরে গিয়েছিলেন, কিন্তু তার পরের দুটি সেট জিতে বাজিমাত করেন আলকারাজ। খেলার ফল ৬-৩, ৬-৭, ৬-৭, ৭-৫, ৬-৩। ম্যাচটি চলল ৫ ঘণ্টা ১৫ মিনিট ধরে। খেলা শেষ হয় স্থানীয় সময় ভোররাতে, ঘড়ির কাঁটায় তখন সময় ২টো ৫০ মিনিট। এর আগে ১৯৯২ সালে স্টেফান এডবার্গ ও মাইকেল চ্যাংয়ের মধ্যে সেমিফাইনাল চলেছিল ৫ ঘণ্টা ২৬ মিনিট। তার পরেই রইল আলকারাজ-সিনার দ্বৈরথ।

পিছিয়ে পড়েও জয়

উইম্বলডন কোয়ার্টার ফাইনালে এই সিনারের কাছে হেরেই বিদায় নিতে হয়েছিল আলকারাজকে। এদিনও চতুর্থ সেটে ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে সিনারের কাছে টানা দ্বিতীয় পরাজয় এড়ান আলকারাজ। ২০০৫ সালে ফরাসি ওপেন জিতেছিলেন টিনএজার রাফায়েল নাদাল। তাঁর পর এই প্রথম কোনও টেনিস খেলোাড় এত কম বয়সে কোনও গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে উঠলেন।

নজির গড়ে শেষ চারে

নজির গড়ে শেষ চারে

সবচেয়ে কম বয়সে ইউএস ওপেন সেমিফাইনাল খেলার নিরিখে আলকারাজ রইলেন পিট সাম্প্রাসের (১৯৯০ সাল) পরেই। আলকারাজ এই প্রথম কোনও গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গলস সেমিফাইনাল খেলবেন। খেতাব জিতলে তিনি সর্বকনিষ্ঠ হিসেবে বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড়ের শিরোপা পেয়ে যাবেন। শুক্রবার সেমিফাইনালে আলকারাজ খেলবেন ফ্রান্সেস টিয়াফোর বিরুদ্ধে। নবম বাছাই আন্দ্রে রুবলেভকে হারিয়ে তিনি শেষ চারে গিয়েছেন। এর আগে তিনি রাফায়েল নাদালকেও হারিয়েছেন।

মেয়েদের নতুন চ্যাম্পিয়নের দৌড়

মেয়েদের নতুন চ্যাম্পিয়নের দৌড়

এদিকে, মহিলা সিঙ্গলসে এবার ইউএস ওপেন পাবে নতুন চ্যাম্পিয়ন। সেমিফাইনালে ওঠা চার টেনিস খেলোয়াড়ের কেউই এর আগে এই খেতাব জিততে পারেননি। শীর্ষবাছাই পোল্যান্ডের ইগা সিয়নটেক (Iga Swiatek) সেমিফাইনালে মুখোমুখি হবেন ষষ্ঠ বাছাই বেলারুশের আরিনা সাবালেঙ্কার। ফ্রান্সের ক্যারোলিন গার্সিয়া অপর সেমিফাইনালে মুখোমুখি হবেন তিউনিসিয়ার ওন্স জাবেউরের। অষ্টম বাছাই জেসিকা পেগুলাকে ৬-৩, ৭-৬ (৭-৪) সেটে হারিয়ে সেমিফাইনালে ওঠেন সিয়নটেক। সাবালেঙ্কা হারিয়েছেন ক্যারোলিনা প্লিসকোভাকে। খেলার ফল ৬-১, ৭-৬ (৭-৪)।

English summary
Carlos Alcaraz Defeated Number 11 Seed Jannik Sinner In The Second Longest Match Of The US Open. He Became The Youngest Man Since Rafael Nadal In 2005 To Reach The Semi-Final Of A Grand Slam Tournament.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X