For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসে কোয়ার্টার ফাইনালে সানিয়া-বোপান্না জুটি

অস্ট্রেলিয়ান ওপেনই সানিয়া মির্জার কেরিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যাম। ডাবলসে হেরে গেলেও মিক্সড ডাবলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল সানিয়া মির্জা-রোহন বোপান্না জুটি।

Google Oneindia Bengali News

অস্ট্রেলিয়ান ওপেনেই কেরিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যাম খেলছেন সানিয়া মির্জা। আগামী মাসে তিনি পেশাদার টেনিসকে বিদায় জানাবেন। মেলবোর্ন পার্কে মহিলাদের ডাবলস থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছেন ভারতীয় টেনিস সেনসেশন। তবে রোহন বোপান্নার সঙ্গে জুটি বেঁধে তিনি পৌঁছে গেলেন মিক্সড ডাবলসের কোয়ার্টার ফাইনালে।

অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসের শেষ আটে সানিয়া-বোপান্না

(ছবি- সানিয়া মির্জার ইনস্টাগ্রাম)

সানিয়া ও বোপান্নার সামনে এদিন ছিলেন উরুগুয়ের এরিয়েল বেহার ও জাপানের মাকাতো নিনোমিয়া। ৭ নম্বর কোর্টে এদিন সানিয়ারা জিতলেন ৬-৪, ৭-৬ (১১-৯) সেটে। প্রথম সার্ভিস পেয়েই দারুণ শুরু করেছিল ভারতীয় জুটি। যদিও প্রতিপক্ষ সার্ভ ব্রেক করে একটা সময় ২০২ করে ফেলে। খেলা যখন ৩-৩, তখন মির্জা-বোপান্না জুটি প্রতিপক্ষের সার্ভ ব্রেক করে। এরপর আর তাঁদের ফিরে তাকাতে হয়নি।

দ্বিতীয় সেট যখন ৩-৩ অবস্থায় তখন মির্জা-বোপান্না সার্ভ ব্রেক করে প্রতিপক্ষকে চাপে ফেলে দেয়। কিন্তু উরুগুয়ে ও জাপানি টেনিস তারকার জুটি পাল্টা সানিয়াদের সার্ভ ব্রেক করে ৪-৪ করে ফেলে। শেষে টাইব্রেকারেও হাড্ডাহাড্ডি লড়াই চলে। সেট জিততে মরিয়া ছিল দুই পক্ষই। যদিও ভারতীয় জুটিই শেষ হাসি হাসে। কোয়ার্টার ফাইনালে সানিয়া মির্জা ও রোহন বোপান্নার সামনে লাতভিয়া ও স্পেনের জুটি। জেলেনা ওস্তাপেঙ্কো ও ডেভিড ভেগা হার্নান্দেজকে হারালেই সানিয়ারা পাবেন শেষ চারের টিকিট। ওস্তাপেঙ্কো ইতিমধ্যেই মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালেও উঠেছেন। সেখানে তাঁর প্রতিপক্ষ এলেনা রাইবাকিনা, যিনি স্ট্রেট সেটে জিতে এবারের অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে দিয়েছেন শীর্ষ বাছাই তথা বিশ্বের ১ নম্বর ইগা শিয়নটেককে।

গত বছর ক্রোয়েশিয়ার ম্যাট প্যাভিকের সঙ্গে জুটি বেঁধে সানিয়া ইউএস ওপেনের সেমিফাইনালে পৌঁছেছেন। কেরিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যামে তিনি খেতাব জিততে মুখিয়ে থাকলেও শক্ত চ্যালেঞ্জের মোকাবিলাও করতে হবে। সানিয়া মিক্সড ডাবলসে ২০০৯ সালে অস্ট্রেলিয়ান ওপেনে এবং ২০১২ সালে ফরাসি ওপেনে চ্যাম্পিয়ন হয়েছিলেন। ২০১৪ সালে ইউএস ওপেনের মিক্সড ডাবলস খেতাবও জেতেন। এ ছাড়া ২০১৬ সালে অস্ট্রেলিয়ান ওপেন, ২০১৫ সালে উইম্বলডন ও ইউএস ওপেনে ডাবলস খেতাব জিতেছিলেন। এবার ডাবলসের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন। মিক্সড ডাবলসে কতদূর এগিয়ে যেতে পারেন সেদিকেই তাকিয়ে সানিয়া-ভক্তরা।

English summary
Australian Open 2023: Sania Mirza And Rohan Bopanna Confirm Quarter Finals Spot Of Mixed Doubles. Mirza Is Playing The Last Grand Slam Of Her Career.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X