For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অস্ট্রেলিয়ায় ফিরে অফুরন্ত ভালবাসা ফেলেন জকোভিচ, তবুও বছরের শুরুটা ভাল হল না

অস্ট্রেলিয়ায় ফিরে অফুরন্ত ভালবাসা ফেলেন জকোভিচ, তবুও বছরের শুরুটা ভাল হল না

Google Oneindia Bengali News

আইনি লড়াই এবং নানান চাপান উতোর শেষে অস্ট্রেলিয়ান ওপেন ২০২২-এর উদ্বোধনী দিনের আগেই অস্ট্রেলিয়া ছাড়তে বাধ্য হয়েছিলেন নোকাভ জকোভিচ। কোভিড মহামারীর মধ্যে তাঁর টিকা না নেওয়ার জেদ শেষ পর্যন্ত তাঁকে অস্ট্রেলিয়া ছাড়া করছিল। জোকারে সঙ্গে যা ঘটেছিল তার জন্য তিনি নিজে ছাড়া আর কেউ দায়ী নন।

অস্ট্রেলিয়ায় ফিরে অফুরন্ত ভালবাসা ফেলেন জকোভিচ, তবুও বছরের শুরুটা ভাল হল না

পরিস্থিতি বদলেছে, আরও এক অস্ট্রেলিয়ান ওপেন। এ ক্ষেত্রে আরও কোনও বাধা নেই নোভাক জকোভিচের সামনে। দীর্ঘ এক বছর পর অস্ট্রেলিয়ায় ফিরে সমর্থকদের অফুরন্ত ভালবাসা পেলেন জোকার। সোমবার অস্ট্রেলিয়ার মাটিতে বিগত এক বছরে প্রথম ম্যাচটি খেলেন জোকার। তবে নতুন বছরের শুরুটা জিতে করতে পারেননি বিশ্বের অন্যকম সেরা এই টেনিস তারকা। জোকার জোকার ধ্বনিতে মুখোরিত হয় উঠেছিল কোর্ট।

এ দিন অ্যাডিলেড আন্তর্জাতিক এটিপি ২৫০ টুর্নামেন্টে সার্বিয়ান তারকা ডবলসে নামেন কানাডার ভাসিয়াক পসপিসিলের সঙ্গে জুটি বেঁধে। ডবলসের ম্যাচে টমিস্লাভ বারকিচ এবং গঞ্জালো এসকোবারের জুটির বিরুদ্ধে ৪-৬, ৬-৩, ১০-৫ ব্যবধানে পরাজিত হন জোকার এবং পসপিসিল জুটি। ম্যাচের ফলাফল যাই হোক, অ্যাডিলেডে এ দিন আকর্ষণের সমস্ত কেন্দ্রো ছিলে জোকার। প্রাক্তন বিশ্বের এক নম্বর তারকাকে দেখার জন্যই সমর্থকেরা স্ট্যান্ডে এ দিন ভিড় জমিয়েছিলেন। সমর্থকের এই ভালবাসা পেয়ে অভিভূতসজোকার নিজেও।ম্যাচের পর সমর্থকদের সঙ্গে তিনি কথা বলেন, তাঁদের সঙ্গে ছবি তোলেন।

মঙ্গলবার এটিপি ২৫০ ইভেন্টে সিঙ্গলসে অভিযান শুরু করবেন জকোভিচ। শীর্ষ বাছাই জোকার প্রথম ম্যাচে মুখোমুখি হবেন কনস্ট্যান্ট লেসটিনের। কোয়ার্টার ফাইনালে সপ্তম বাছাই কানাডার ডেনিস সাপোভালোভের সঙ্গে মুখোমুখি হতে পারেন জকোভিচ।

পঞ্চম বাছই হলগার রুনকে সোমবারই টুর্নামেন্ট থেকে বাইরের রাস্তা দেখিয়ে দিয়েছেন জাপানের অবাছাই খেলোয়াড় ইয়োসিতো নিসিহোকা। অস্ট্রেলিয়ান ওপেন ২৬ জানুয়ারি থেকে শুরু হবে, তার আগে যে দুইটি অ্যাডিলেডে টুর্নামেন্টস হবে তার মধ্যে একটি চলছে। অস্ট্রেলিয়ান ওপেন ২০২৩ জেতার ফেভারিট নোভাক জকোভিচ। গত বছর এটিপি ফাইনালসের খেতাব জিতে অস্ট্রেলিয়ায় খেলতে এসেছেন নোভাক জকোভিচ।

 ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নতুন ক্লাব আল নাসেরের সম্পর্কে জেনে নিন যাবতীয় তথ্য ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নতুন ক্লাব আল নাসেরের সম্পর্কে জেনে নিন যাবতীয় তথ্য

English summary
Australian Open 2023: Fans welcome Novak Djokovic with lots of love in Australia
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X