For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Novak Djokovic: শেষ রক্ষা হল না, বিশেষ ক্ষমতায় জকোভিচের ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া

শেষ রক্ষা হল না, বিশেষ ক্ষমতায় জকোভিচের ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া

Google Oneindia Bengali News

অবশেষে আশঙ্কাই সত্যি হল। দ্বিতীয় বারের জন্য বাতিল করে দেওয়া হল নোভাক জকোভিচের ভিসা। বিশেষ ক্ষমতা কাজে লাগিয়ে জকোভিচের ভিসা বাতিল করে দিলেন অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রী অ্যালেক্স হক। যার ফলে অস্ট্রেলিয়া ওপেনে জকোভিচের অংশ নেওয়ার সম্ভবনা আর নেই বললেই চলে।

শেষ রক্ষা হল না, বিশেষ ক্ষমতায় জকোভিচের ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া

অ্যালেক্স জানিয়েছেন অস্ট্রেলিয়ার আইন বিধির ইমিগ্রেশন অ্যাক্টের ১৩৩সি (৩) ধারায় বিশেষ ক্ষমতা প্রয়োগ করে জকোভিচের ভিসা বাতিল করেছেন তিনি। তিনি উল্লেখ করেছেন, "আজ আমি অস্ট্রেলিয়ার আইন বিধির ইমিগ্রেশন অ্যাক্টের ১৩৩সি (৩) ধারায় আমার ক্ষমতা প্রয়োগ করেছি জকোভিচের ভিসা বাতিল করার জন্য। স্বাস্থ্য এবং নিয়ম শৃঙ্খলার ভিত্তিতে নোভাক জকোভিচের ভিসা বাতিল করা হলো। এর সঙ্গে জনস্বার্থও জড়িয়ে রয়েছে।"

সিডনি মর্নিং হেরল্ড'কে অ্যালেক্স বলেছেন, "ফেডেরাল সার্কিট অ্যান্ড ফ্যামেলি কোর্টের ১০ জানুয়ারি রায়ের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার সময়ে আমি গভীর ভাবে সেই সকল তথ্যের দিকে মনযোগ দিয়েছে যেগুলি স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে, অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্সের তরফে এবং মি: জকোভিচের তরফে পাওয়া গিয়েছে।" তাঁর আরও সংযোজন, "মরিসন সরকার অস্ট্রেলিয়ার বর্ডারের সুরক্ষা নিশ্চিত করতে দায়বদ্ধ। বিশেষ করে কোভিড-১৯-এর ক্ষেত্রে আরও বেশি করে তৎপর সরকার।"

এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইতিমধ্যেই আবেদন করার জন্য কাগজপত্র তৈরি করছে জকোভিচের লিগাল টিম। শেষ পর্যন্ত আদালতও যদি এই সিদ্ধান্ত বহাল রাখার নির্দেশ দেয় তা হলে আগামী তিন বছর অস্ট্রেলিয়ার ভিসা পাবেন না জকোভিচ। যদিও এই তিন বছর ভিসা না পাওয়ার বিষয়টা চাইলে সরকার তুলে নিতে পারে।

জকোভিচের ভিসা ফের বাতিল হওয়ার ফলে অনিশ্চিত হয়ে গেল আসন্ন অস্ট্রেলিয়ান ওপেনে সার্বিয়ান তারকার অংশগ্রহণ। মেলবোর্নে অতীতে নয়বার চ্যাম্পিয়ন হয়েছেন জকোভিচ। শেষ চার বার অস্ট্রেলিয়ান ওপেন খেতাব রয়েছে তাঁর ঝুলিতে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন'কে শীর্ষ বাছাই ধরেই বৃহস্পতিবার ড্র আয়োজন করেছিল টেনিস অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম পর্বের ম্যাচে বিশ্ব টেনিসের একনম্বর তরকার মুখোমুখি হওয়ার কথা রয়েছে অবাছাই মিওমির কেকমানোভিচের বিপক্ষে।

অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিমানবন্দরে জকোভিচ পা রাখার পরেই সূত্রপাত ঘটে একের পর এক সমস্যার৷ ভিসা সংক্রান্ত জটিলতার কারণে তাঁকে বিমানবন্দরেই আটকে দেয় অভিবাসন দফতর ৷ তাঁর ভিসা সংক্রান্ত আবেদন পত্রে তথ্যের ভুল থাকায় বাতিল করে দেওয়া হয় এন্ট্রি ভিসা। তাঁকে রাখা হয়েছিল অভিবাসন দফতরের নির্দিষ্ট করা একটি হোটেলে। তাঁর ভিসা বাতিল করার সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে আবেদন করেছিলেন জোকার। সামগ্রিক পরিস্থিতি এবং দাখিল করা কাগজ পত্র দেখে ভিসা বাতিলের সেই সিদ্ধান্তকে অনৈতিক ঘোষণা করেছিল আদালত।

English summary
Immigration Minister Alex Hawke has used his personal power to cancel Novak Djokovic’s visa. The move has thrown the world tennis no.1’s quest for a 10th Australian Open into turmoil. Novak's lawyers now prepare to file an immediate injunction against the decision.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X