এটিপি ফাইনালসের শুরুতেই হার রাফায়েল নাদালের
টেনিসের এটিপি ফাইনালস টুর্নামেন্টের শুরুতেই হার রাফায়েল নাদালের। প্রথম রাউন্ডের ম্যাচে গত বারের চ্যাম্পিয়ন আলেকজান্ডার জেভারেভের কাছে হেরে বসলেন রাফা।

এই মুহূর্তে স্প্যানিশ টেনিস তারকা নাদাল টেনিসের বিশ্বব়্যাঙ্কিংয়ে ১ নম্বরে রয়েছেন। তাঁর বিরুদ্ধে জার্মানির জেভারেভ ম্যাচ জিতলেন ৬-২, ৬-৪ ব্য়বধানে। এটাই চলতি মরসুমে বিশ্বের সাত নম্বর ২২ বছরের জেভারেভের সেরা পারফর্ম্যান্স। সেই সঙ্গে নাদালের বিরুদ্ধে এটাই জেভারেভের প্রথম জয়। এর আগে মুখোমুখি লড়াইয়ে নাদালের বিরুদ্ধে ৫ বারে হেরেছিলেন জেভারেভ।
টুর্নামেন্টের শীর্ষ বাছাই রাফা যদিও চোট আঘাত নিয়েই ম্যাচে নেমেছিলেন। ম্যাচ হারায় তিনি অবশ্য চোট আঘাতকে ঢাল হিসেবে খাডা় করেননি। গত সপ্তাহে অ্যাবডোমিনের ব্যাথায় ভুগছিলেন নাদাল। এক সপ্তাহের বিশ্রামের পর কোর্টে ফেরেন তিনি। প্রত্য়াবর্তনটা অবশ্য খুব একটা সুখের হল না। ম্যাচে রাফাকে দুই সেটেই একেবারে ধরাশায়ী করেন জেভারেভ।
অন্যদিকে সোমবার কিংবদন্তি রজার ফেডারারকে হারিয়েছেন ডমিনিক থিয়েম। অস্ট্রেলিয়ার উঠতি টেনিস তারকা ৭-৫, ৭-৫ স্ট্রেট সেটে ফেডেরারকে হারিয়েছেন। বুধবার সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচের বিরুদ্ধে খেলতে নামবেন থিয়েম। প্রথম রাউন্ডের ম্যাচে ইতালির মাতেয়ো বেরিত্তিনির বিরুদ্ধে জিতেছেন নোভাক।
<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">Ruthless performance from <a href="https://twitter.com/AlexZverev?ref_src=twsrc%5Etfw">@AlexZverev</a> 🔥<br><br>Last year’s champion triumphs 6-2, 6-4 & defeats Nadal for the first time in his career 👌<br><br>🎥: <a href="https://twitter.com/TennisTV?ref_src=twsrc%5Etfw">@TennisTV</a> | <a href="https://twitter.com/hashtag/NittoATPFinals?src=hash&ref_src=twsrc%5Etfw">#NittoATPFinals</a> <a href="https://t.co/ekbv1wBGvr">pic.twitter.com/ekbv1wBGvr</a></p>— ATP Tour (@atptour) <a href="https://twitter.com/atptour/status/1194006753110872064?ref_src=twsrc%5Etfw">November 11, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>