For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নাসিকে ধর্মঘট মেটেনি, কাঁদাতে পারে পেঁয়াজের ঝাঁঝ

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

পেঁয়াজ
নয়াদিল্লি, ১৮ জুন: নাসিকের পাইকারি বাজারে ধর্মঘটের জেরে দাম বাড়তে পারে পেঁয়াজের। বিপদ বুঝে কেন্দ্র পেঁয়াজের রফতানিতে শর্ত আরোপ করলেও তাতে কতটা কাজ হবে, তা নিয়ে সংশয় রয়েছে।

নাসিকে রয়েছে দেশের বৃহত্তম পেঁয়াজ বাজার। মজুরি বাড়ানোর দাবিতে গত সোমবার থেকে এখানকার কর্মীরা ধর্মঘট শুরু করেছেন। এই ধর্মঘট আর দু'-তিন চললেই চড়চড় করে দাম বাড়বে পেঁয়াজের। কারণ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহে টান পড়বে। পাশাপাশি, পেঁয়াজ পচে গিয়ে বিপুল ক্ষতি হতে পারে ব্যবসায়ীদের। তাই ধর্মঘট উঠে গেলেও ব্যবসায়ীরা সেই ক্ষতি পূরণ করতে দাম বাড়িয়ে দিতে বাড়েন। এর জেরে সাধারণ মানুষের পকেটে স্বাভাবিকভাবেই টান পড়বে।

এখন কলকাতা ও শহরতলির বাজারগুলিতে ৩০ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। আশঙ্কা, কিছুদিন পরই হয়তো তা ৪০-৫০ টাকা হয়ে যাবে। উল্লেখ করা দরকার, এই মুহূর্তে খাদ্যপণ্যের মুদ্রাস্ফীতি গত পাঁচ মাসে সর্বোচ্চ। পেঁয়াজের দাম বাড়লে সেই মুদ্রাস্ফীতিও ঊর্ধ্বমুখী হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেছেন, মজুতদারদের অসাধু কাজকর্মের জেরেই এমন দশা। তিনি একগুচ্ছ কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন। তিনি আরও জানান, পেঁয়াজের রফতানি মূল্য টন পিছু ১৫০ ডলার থেকে বাড়িয়ে ৩০০ ডলার করা হয়েছে। উদ্দেশ্য, রফতানিতে রাশ টানা। পেঁয়াজের পাশাপাশি আলুর রফতানি মূল্যও বাড়িয়ে দেওয়া হয়েছে।

নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগে বলেছিলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম যে কোনও উপায়ে হোক, নিয়ন্ত্রণে রাখা হবে। ইতিমধ্যে অর্থমন্ত্রক দামবৃদ্ধি ঠেকাতে একটি টাস্ক ফোর্স গঠন করেছে। এদের কাজ হবে, বিভিন্ন বিষয় খতিয়ে দেখে সরকারের কাছে দরকারি সুপারিশ করা। অর্থমন্ত্রী অরুণ জেটলি এদের বলেছেন, পেঁয়াজের দাম যাতে না বাড়ে, সেই বিষয়টিতে এখন নজর দেওয়া।

English summary
Strike in Nasik market continues, price of onions may skyrocket within a few days
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X