Oneindia থেকে ব্রেকিং নিউজের আপডেট পেতে

সারাদিন ধরে চটজলটি নিউজ আপডেট পান

You can manage them any time in browser settings

বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে কোন রেকর্ডগুলি করল টিম কোহলি, জেনে নিন

  • Posted By:
Subscribe to Oneindia News

বাংলাদেশের বিরুদ্ধে একটিমাত্র টেস্টে ২০৮ রানে জিতল বিরাট কোহলির ভারত। অধিনায়কত্বের পাশাপাশি ব্যাট হাতেও অনবদ্য ফর্ম ধরে রাখলেন তিনি। একইসঙ্গে ম্যাচ অব দ্য ম্যাচও হয়েছেন তিনিই। এছাড়া বল হাতে ৬ উইকেট করে উইকেট পেয়েছেন রবিচন্দ্রণ অশ্বিন ও রবীন্দ্র জাদেজা।[ডন ব্র্যাডম্যানের রেকর্ড ভাঙলেন বিরাট কোহলি]

এই টেস্ট জেতার ফলে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের আগে টেস্টে এক নম্বরেই রইল টিম ইন্ডিয়া। ঘরের মাঠে নিউ জিল্যান্ড, ইংল্যান্ডের পর এবার বাংলাদেশকেও পর্যুদস্ত করল টিম কোহলি। তবে এই টেস্টে খেলে যে রেকর্ডগুলি হল ভারতের অথবা দলের খেলোয়াড়দের তা জেনে নেওয়া যাক একনজরে।[এক ওভারের ৬ বলে ৬ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড অজি বোলারের]

অশ্বিনের দ্রুততম ২৫০ উইকেট

অশ্বিনের দ্রুততম ২৫০ উইকেট

মাত্র ৪৫টি টেস্ট খেলে ২৫০টি উইকেট নেওয়ার বিরল কৃতিত্ব অর্জন করলেন ভারতের রবিচন্দ্রণ অশ্বিন। কিনি ভাঙলেন অস্ট্রেলিয়ার পেসার ডেনিস লিলির রেকর্ড। লিলি ৪৮টি টেস্টে এই মাইলফলক স্পর্শ করেন।[দিন-রাতের টেস্টে প্রথম ত্রিশতরান পাকিস্তানের আজহার আলির, তবে আরও দুটি রেকর্ড একসঙ্গে গড়েছেন তিনি!]

ঋদ্ধির শতরান

ঋদ্ধির শতরান

বাংলার ব্যাটসম্যান হিসাবে পঙ্কজ রায় ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরে টেস্টে দ্বিতীয় শতরান করে ফেললেন ঋদ্ধিমান সাহা। এর আগে এই কৃতিত্ব পঙ্কজ রায় ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের ছিল। ঋদ্ধি তা স্পর্শ করলেন। এছাড়া বাংলার আর এক প্রাক্তন ক্রিকেটার তথা উইকেটকিপার দীপ দাশগুপ্তকেও পিছনে ফেলেছেন ঋদ্ধি। দীপ ভারতের হয়ে খেলে একটি শতরান করেছিলেন। ঋদ্ধি ইতিমধ্যে ২ টি করে ফেলেছেন।[প্রথম টেস্ট ভারত কবে জিতেছিল? সেই ইতিহাস জানেন কি?]

বিরাট কোহলির দ্বিশতরানের রেকর্ড

বিরাট কোহলির দ্বিশতরানের রেকর্ড

পরপর চারটি টেস্ট সিরিজে লাগাতার দ্বিশতরান করে বিরাট কোহলি টপকে গেলেন ডন ব্র্যাডম্যান ও রাহুল দ্রাবিড়কে। এই দুজনেরই পরপর তিনটি সিরিজে দ্বিশতরানের রেকর্ড ছিল। বাংলাদেশের বিরুদ্ধে ২০৪ রান করে কোহলি সেই রেকর্ড ভাঙেন। এছাড়া অধিনায়ক হিসাবে কোহলি ৪টি দ্বিশতরাম করেছেন যা আর কোনও ভারতীয়র নেই।

পরপর ১৯টি টেস্টে অপরাজিত

পরপর ১৯টি টেস্টে অপরাজিত

পরপর ১৯টি টেস্টে এই মুহূর্তে অপরাজিত রয়েছে ভারত। এই কৃতিত্ব আর কোনও ভারত অধিনায়কের নেই। এর মধ্যে ১৫টি জয় ও ৪টি ড্র রয়েছে। তবে ভারতকে সবার সেরা হতে গেলে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে হারাতে হবে। অস্ট্রেলিয়া পরপর ২৫ ও ২২টি টেস্টে অপরাজিত থেকেছে। ইংল্যান্ড ২৬টি টেস্টে ও ওয়েস্ট ইন্ডিজ ২৭টি টেস্টে একসময় অপরাজিত থেকে রেকর্ড গড়েছে।

পরপর ৬টি সিরিজ জয়

পরপর ৬টি সিরিজ জয়

এই প্রথম বিরাট কোহলির নেতৃত্বে টিম ইন্ডিয়া পরপর ৬টি সিরিজে জয় পেল। এর আগের রেকর্ড ছিল পাঁচ সিরিজের। ২০০৮-০৯ ও ২০০৯-১০ সালে এই রেকর্ড হয়েছিল। যা এদিন ভেঙে গেল।

আজহারকে টপকালেন কোহলি

আজহারকে টপকালেন কোহলি

প্রত্যাশামতোই টেস্ট জয়ের নিরিখে প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনকে টপকে গেলেন বিরাট কোহলি। আজহার ১৪টি টেস্টে জিতেছিলেন। এদিন কোহলি পৌঁছলেন ১৫টি টেস্ট জয়ে। এখন সামনে রয়েছেন শুধু সৌরভ গঙ্গোপাধ্যায় (২১ জয়) ও মহেন্দ্র সিং ধোনি (২৭ জয়)।

অধিনায়ক হিসাবে ম্যান অব দ্য ম্যাচ

অধিনায়ক হিসাবে ম্যান অব দ্য ম্যাচ

বাংলাদেশের বিরুদ্ধে এক টেস্টের সিরিজে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বিরাট কোহলি। এই নিয়ে অধিনায়ক হিসাবে তিনটি ম্যাচের সেরা পুরস্কার পেলেন তিনি। ছুঁলেন শচীন তেন্ডুলকরকে। কোহলির আগে এখন শুধু রয়েছেন কপিল দেব ও মহম্মদ আজহারউদ্দিন। দুজনেই অধিনায়ক হিসাবে ৪টি করে ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন।

English summary
Records that are created after India played against Bangaldesh
Please Wait while comments are loading...