Oneindia থেকে ব্রেকিং নিউজের আপডেট পেতে

সারাদিন ধরে চটজলটি নিউজ আপডেট পান

You can manage them any time in browser settings

চোটের কারণে চতুর্থ টেস্টে অনুপস্থিত কোহলি, ভারতের ৩৩তম অধিনায়ক অজিঙ্ক রাহানে

Subscribe to Oneindia News

ধর্মশালা, ২৫ মার্চ : সকাল থেকেও ছবিটা স্পষ্ট ছিল না। ভারত ও অস্ট্রেলিয়ার চতুর্থ তথা সবচেয়ে গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচে বিরাট কোহলি খেলবেন কি খেলবেন না। কাঁধে চোট লাগার কারণ ১০০ শতাংশ ফিট না থাকায় শেষমেষ সরে দাঁড়ালেন কোহলি। আর কোহলির অনুপস্থিতিতে ভারতীয় টেস্ট দলের ৩৩তম অধিনায়ক হলেন অজিঙ্ক রাহানে।

রাঁচি টেস্ট ম্যাচে খেলার সময়ই কাঁধে চোট পান বিরাট। শনিবার সকালে টেস্ট শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে চূড়ান্ত ফিটনেস পরীক্ষাতেও ১০০ শতাংশ ফিট পাওয়া যায়নি কোহলিকে। আর সেই কারণেই এদিন সরে দাঁড়াতে বিরাটকে।

চোটের কারণে চতুর্থ টেস্টে অনুপস্থিত কোহলি, ভারতের ৩৩তম অধিনায়ক অজিঙ্ক রাহানে

টেস্ট ফরম্যাটে ৫৪টি ম্যাচ খেলার পর এই প্রথমবার টেস্ট ম্যাচ থেকে বাদ গেলেন বিরাট। ২০১১ সালে মুম্বইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট খেলা শুরু হয়েছিল তাঁর।

এদিন বিরাটের অনুপস্থিতে মাঠে ভারতীয় দলের নেতৃত্ব দিচ্ছেন মুম্বইয়ের ছেলে অজিঙ্ক রাহানে। আর তারই সঙ্গে পলি উমরিগড়, নরি কনট্রাক্টর, অজিত ওয়াড়েকর, সুনীল গাভাস্কার, দীলিপ ভেঙ্গসরকার, রবি শাস্ত্রী, সৌরভ গঙ্গোপাধ্যায়, শচীন তেণ্ডুলকরের মতো ভারতীয় কিংবদন্তী অধিনায়কদের সঙ্গে এক তালিকায় চলে এলেন রাহানে।

ভারতীয় টেস্ট অধিনায়কদের সম্পূর্ণ তালিকা

১. সি কে নাইডু ১৯৩২-৩৪ (৪টি টেস্ট)

২. ভিজিয়ানগড়ের মহারাজ ১৯৩৬ (৩)

৩. পতৌডির নবাব ১৯৪৬ (৩)

৪. লালা অমরনাথ ১৯৪৭-৫২ (১৫)

৫. বিজয় হাজারে ১৯৫১-৫৩ (১৪)

৬. বিনোদ মানকড় ১৯৫৫-৫৯ (৬)

৭. গুলাম আহমেদ ১৯৫৫-৫৯ (৩)

৮. পলি উমরিগড় ১৯৫৫-৫৮ (৮)

৯. হেমু অধিকারি ১৯৫৯ (৪)

১০. দত্তা গায়কোয়াড় ১৯৫৯ (৪)

১১. পঙ্কজ রায় ১৯৫৯ (১)

১২. গুলাবরী রামচন্দ ১৯৫৯-৬০ (৫)

১৩. নরি কন্ট্রাক্টর ১৯৬০-৬২ (১২)

১৪. মনসুর আলি খান ১৯৬২-৭৫ (৪০)

১৫. চন্দু বোর্দে ১৯৬৭ (১)

১৬. অজিত ওয়াড়েকর ১৯৭১-৭৪ (১৬)

১৭. এস ভেঙ্কটারাঘবন ১৯৭৪-৭৯ (৫)

১৮. সুনীল গাভাস্কার ১৯৭৬-৮৫ (৪৭)

১৯. বিষান সিং বেদী ১৯৭৬-৭৮ (২২)

২০. জি আর বিশ্বনাথ ১৯৮০ (২)

২১. কপিল দেব ১৯৮৩-৮৭ (৩৪)

২২. দীলিপ ভেঙ্গসরকার ১৯৮৭-৮৯ (১০)

২৩. রবি শাস্ত্রী ১৯৮৮ (১)

২৪. কৃষ্ণমাচারি শ্রীকান্ত ১৯৮৯ (৪)

২৫. মহম্মদ আজহারউদ্দিন ১৯৯০-৯৯ (৪৭)

২৬. শচীন তেণ্ডুলকর ১৯৯৬-২০০০ (২৫)

২৭. সৌরভ গঙ্গোপাধ্যায় ২০০০-০৫ (৪৯)

২৮. রাহুল দ্রাবিঢ় ২০৩-০৭ (২৫)

২৯. বীরেন্দ্র সহবাগ ২০০৫-১২ (৪)

৩০. অনিল কুম্বলে ২০০৭-০৮ (১৪)

৩১, এমএস ধোনি ২০০৮-২০১৪ (৬০)

৩২. বিরাট কোহলি ২০১৪ থেকে বর্তমান (২৬)

৩৩. অজিঙ্ক রাহানে ২০১৭ (১)

English summary
Kohli ruled out, Rahane becomes India's 33rd Test captain
Please Wait while comments are loading...