Oneindia থেকে ব্রেকিং নিউজের আপডেট পেতে

সারাদিন ধরে চটজলটি নিউজ আপডেট পান

You can manage them any time in browser settings

টেস্টে ১ নম্বরে উঠে এল ভারত, কোন দল কত নম্বরে তা জেনে নিন একনজরে

  • By: OneIndia Bengali Digital Desk
Subscribe to Oneindia News

দুবাই, ১৭ অগাস্ট : ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ২-০ ব্যবধানে ইতিমধ্যে সিরিজ জিতে বৃহস্পতিবার শেষ টেস্ট খেলতে নামবে টিম ইন্ডিয়া। তার আগে অন্য সুখবর চলে এল বিরাট কোহলির দলের কাছে। টেস্টে অস্ট্রেলিয়াকে সরিয়ে এক নম্বর জায়গা দখল করেছে ভারতীয় দল। [সৌরভ সহ সিনিয়রদের দল থেকে বাদ দিতে চেয়েছিলেন ধোনি!]

ভারত ওয়েস্ট ইন্ডিজকে ধরাশায়ী করার সঙ্গে সঙ্গে অস্ট্রেলিয়া দল শ্রীলঙ্কায় গিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ হোয়াইট ওয়াশ হয়েছে। পাল্লেকেলেতে ১০৬ রানে, গল টেস্টে ২২৯ রানে ও কলম্বো টেস্টে ১৬৩ রানে হেরেছে অস্ট্রেলিয়া। ফলে নিচে নেমে যেতে হয়েছে স্টিভ স্মিথদের। [ঋদ্ধিমান সাহার শতরানে তৈরি হল নয়া রেকর্ড]

টেস্টে ১ নম্বরে উঠে এল ভারত, কোন দল কত নম্বরে তা জেনে নিন

এখন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার পয়েন্ট সমান। দুটি দলই ১০৮ পয়েন্টে রয়েছে। এদিকে শ্রীলঙ্কা রয়েছে ৯৫ পয়েন্টে। আর কোহলির ভারত ১১৮ পয়েন্ট নিয়ে রয়েছে সবার উপরে। এদিন আইসিসির তরফে ঘোষিত তালিকা অনুযায়ী এমনটাই জানা গিয়েছে। [সৌরভের সেরা একাদশে ঠাঁই পেলেন কারা?]

২০০৩ সালে বর্তমান আইসিসি ক্রমতালিকায় পথ চলা শুরু হয়েছে। এই নিয়ে দ্বিতীয়বার এই তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল পাকিস্তান। ইংল্যান্ডকে ২-০ ব্যবধানে সিরিজ জয়ই মিসবা উল হকের দলকে উপরে তুলে এনেছে। ভারতের থেকে মাত্র ১ পয়েন্ট পিছিয়ে রয়েছে ভারত। [এবার পাঁচ এর বদলে টেস্ট ম্যাচ হবে মাত্র ৪ দিনের!]

আপাতত যা দেখা যাচ্ছে, তাতে এক নম্বর জায়গা ধরে রাখতে হলে ভারতকে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে চতুর্থ তথা শেষ টেস্ট জিততেই হবে। যদি ভারত টেস্ট হেরে যায় তাহলে এই প্রথমবার পাকিস্তান টেস্ট ক্রমতালিকায় সবার উপরে উঠে আসবে।

একনজরে দেখে নিন, আইসিসি টেস্ট ক্রমতালিকায় কোন দল কত নম্বর স্থানে রয়েছে

১. ভারত - ১১২ পয়েন্ট

২. পাকিস্তান - ১১১

৩. অস্ট্রেলিয়া - ১০৮ পয়েন্ট

৪. ইংল্যান্ড - ১০৮ পয়েন্ট

৫. নিউ জিল্যান্ড - ৯৯ পয়েন্ট

৬. শ্রীলঙ্কা - ৯৫ পয়েন্ট

৭. দক্ষিণ আফ্রিকা - ৯২ পয়েন্ট

৮. ওয়েস্ট ইন্ডিজ - ৬৫ পয়েন্ট

৯. বাংলাদেশ - ৫৭ পয়েন্ট

১০. জিম্বাবোয়ে - ৮ পয়েন্ট

English summary
India become No. 1 Test side after Sri Lanka whitewash Australia 3-0
Please Wait while comments are loading...