Oneindia থেকে ব্রেকিং নিউজের আপডেট পেতে

সারাদিন ধরে চটজলটি নিউজ আপডেট পান

You can manage them any time in browser settings

ইতিহাসের হাতছানি কোহলি এন্ড কোংয়ের সামনে, ফোকাসড টিম ইন্ডিয়া

  • Posted By: Debalina
Subscribe to Oneindia News

ইতিহাসের সামনে দাঁড়িয়ে ভারতীয় ক্রিকেট দল। গল -কলম্বোর পর ক্যান্ডি জিতলেই হবে নজির। প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে শ্রীলঙ্কার মাটিতে হোয়াইট ওয়াশের কৃতিত্ব অর্জন করবেন তিনি।

ইতিহাসের সামনে বিরাট এন্ড কোং

গলে ৩০৪ রানে জয় ও কলম্বো টেস্টে ইনিংস ও ৫৩ রানে জয়ের পর আরও বেশি আগ্রাসী হয়ে পড়েছে টিম ইন্ডিয়া।
শনিবার থেকে ক্যান্ডির পাল্লেকেল স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে ভারত। সিরিজ পকেটে ঢুকে গেলেও শেষ ম্যাচকে হালকা ভাবে নিতে নারাজ কোহলি এন্ড কোং। রবি শাস্ত্রী জানিয়েছেন, 'এই দল ইতিহাস তৈরি করতে সমর্থ এবং নতুন নতুন রেকর্ড তৈরি করতে পারবে। '

এই টেস্ট ম্যাচে নির্বাসিত থাকার কারণে দলে নেই রবীন্দ্র জাদেজা। এপর্যন্ত ২৮ টি টেস্টে অধিনায়কত্ব করেছেন বিরাট কোহলি। একটি টেস্টেও কখনই একদল নামাননি ক্যাপ্টেন কোহলি। আর ক্য়ান্ডি টেস্টে এমনিতেই সেই সুযোগ পাচ্ছেন তিনি।

দলে আসতে পারেন ভুবি
প্রাথমিকভাবে পাল্লেকেলের উইকেট সিম সহায়ক বলেই মনে হয়েছে। সেক্ষেত্র ভুবনেশ্বর কুমার দলে তৃতীয় পেসার হিসেবে আসার সম্ভবনা উজ্জ্বল। এদিকে যেহেতু ব্যাট হাতেও ভুবির পারফরমেন্স খারাপ নয়, তাই হয়ত হার্দিক পান্ডিয়াকে বসিয়ে খেলানো হতে পারে চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদবকেও।

ভারত ১৯৩২ সালের পর ৮৫ বছরে কখনও একটা সিরিজের সবকটি ম্যাচে বিদেশের মাটিতে জেতেনি। ভারতের মাটিতেও হোয়াইট ওয়াশও খুব বেশিবার করতে পারেনি ভারত। মহম্মদ আজহারউদ্দিনের নেতৃত্বে ১৯৯৩ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ও ১৯৯৪সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে হোয়াইট ওয়াশ করেছিল ভারতীয় দল।

এরপর মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বেও ২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হোয়াইট ওয়াশ করেছিল ভারত। অন্যদিকে গত বছর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩-০ সিরিজ জিতেছিল বিরাটের ছেলেরা। সব মিলিয়ে দুরন্ত নজির গড়ার হাতছানি ভারতের সামনে।

English summary
Focused India is eyeing to do whitewash in Srilanka for first time
Please Wait while comments are loading...