For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌বাজেট ২০২০:‌ বীমা সংস্থাগুলির শেয়ার হ্রাস পেয়েছে, নতুন আয়কর ব্যবস্থার ঘোষণা

‌বাজেট ২০২০:‌ বীমা সংস্থাগুলির শেয়ার হ্রাস পেয়েছে, নতুন আয়কর ব্যবস্থার ঘোষণা,এইচডিএফসি জীবন বীমার শেয়ার মূল্য হ্রাস পেয়েছে ৫ শতাংশ

Google Oneindia Bengali News

জীবন বীমা সংস্থাগুলির শেয়ারের মূল্য ৫–১০ শতাংশ হ্রাস পেয়েছে বলে শনিবার কেন্দ্রীয় বাজেট ঘোষণার সময় জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি এও জানিয়েছেন যে যারা কোনও ধরনের রেহাই দেয় না তাদের জন্য করের হারগুলিতে হ্রাসের প্রস্তাব দিয়েছেন তিনি।

‌বাজেট ২০২০:‌ বীমা সংস্থাগুলির শেয়ার হ্রাস পেয়েছে, নতুন আয়কর ব্যবস্থার ঘোষণা


এইচডিএফসি জীবন বীমার শেয়ার মূল্য হ্রাস পেয়েছে ৫ শতাংশ, অন্যদিকে আইসিআইসিআই জীবন বীমা ও এসবিআই জীবন বীমা সংস্থার শেয়ারের দামও ১০ শতাংশ নীচে হ্রাস পেয়েছে। যার ফলে নিফটি৫০ হ্রাস পেয়েছে বেশ কিছুটা।

সূত্রের খবর, 'বিনিয়োগকারীদের মধ্যে ভয় রয়েছে যে প্রচুর লোক যদি নতুন আয়কর ব্যবস্থা বেছে নেয়‌, তবে এইসব ছাড়গুলি চলে যাবে। অনেক করদাতারা তাদের ছাড়ের কোটা পূরণের জন্য জীবন বীমা পলিসি এবং ইউলিপস (ইউনিট–সংযুক্ত বীমা পরিকল্পনা) ব্যবহার করেন। এটির আর প্রযোজ্য নাও হতে পারে।’‌ এর পাশাপাশি এও যোগ করা হয় যে, এমনকি পুরানো কর ব্যবস্থার অধীনে, এটি প্রায় ৭০ টি ছাড়ের অনুমতি দেওয়া হবে না বলে মনে হয়।

এদিন বাজেটে এলআইসিতে বেসরকারি বিনিয়োগ চাইছে কেন্দ্র। ঘাটতি কমানোর লক্ষ্যে এলআইসির অংশীদারিত্ব বিক্রি করতে চায় সরকার। অর্থাৎ, এলআইসির মালিকানা এখন আর পুরোপুরি সরকারের হাতে থাকবে না। তা আংশিকভাবে হলেও বেসরকারি হাতে চলে যাবে। সেক্ষেত্রে এলআইসির কোটি কোটি গ্রাহকের আমানতের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছেই। এলআইসির পাশাপাসি আইডিবিআই ব্যাংকেও অংশীদারিত্ব বিক্রি করা হবে। আরও বেশ কয়েকটি সরকারি সংস্থার অংশীদারিত্ব বিক্রির প্রস্তাব দিয়েছে সরকার।

English summary
shares of life insurance companies have down announcement of new income tax system
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X