For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

WB Election Result 2022: তপন কান্দুর মুখ রাখল ঝালদা, বিপুল ভোট জয়ী কংগ্রেস প্রার্থী মিঠুন কান্দু

WB Election Result 2022: তপন কান্দুর মুখ রাখল ঝালদা, বিপুল ভোট জয়ী কংগ্রেস প্রার্থী মিঠুন কান্দু

Google Oneindia Bengali News

ঝালদায় তপন কান্দুর ওয়ার্ডে বিপুল জয় কংগ্রেসের। ৭৭৮ ভোটে জিতেছেন তপন কান্দুর ভাইপো কংগ্রেস প্রার্থী মিঠুন কান্দু। ঝালদার ২ নম্বর ওয়ার্ডে জয় িনশ্চিত করেছেন তিনি। কংগ্রেসের জয়ে উচ্ছ্বাসে ভাসছে গোটা ঝালদা। প্রসঙ্গত উল্লেখ্য পুরসভা ভোটে জয়ী হওয়ার পর কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুকে খুন করা হয়েছিল। ঘটনার সিবিআই তদন্ত চলছে এখনও। তপন কান্দুর হত্যাকাণ্ডের নেপথ্যে শাসক দলের হাত রয়েছে বলে দাবি পরিবারের।

ঝালদায় জয় কংগ্রেসের

ঝালদায় জয় কংগ্রেসের

ঝালদায় তপন কান্দুর খুনের পর তাঁর ভাইপো িমঠুন কান্দু প্রার্থী হয়েছিলে। প্রার্থী হওয়ার পরেই তিিন তপ কান্দুর হত্যাকাণ্ডের সঠিক বিচারের দাবিতে সরব হন। সেই ঝালদা মান রেখেছে তপন কান্দুর। ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দু। ৭৭৮ ভোটে জয়ী হয়েছেন তিনি।টিএমসি চেষ্টা চালালেও তেমন কায়দা করতে পারেনি তপন কান্দুর কেন্দ্রে। মিঠুন কান্দু জানিয়েছেন, জয় আগে থেকেই নিশ্চিত ছিল। তপন কান্দুকে যে ঝালদার মানুষ ভোলেননি সেটা আবারও প্রমাণ হয়ে গেল বলে মন্তব্য করেছেন তিনি।

তপন কান্দুর জয়

তপন কান্দুর জয়

জয়ের পর মিঠুন কান্দু জানিয়েছেন এই জয় তাঁর কাকা তপন কান্দুর জয়। কাকিমার চোখের জলের জয়। তপন কান্দুর থেকেও বেশি ভোটে জিতেছেন তপন কান্দু। তবে জয়ের পর যাতে তাঁর অবস্থা কাকুর মত না হয় তার জন্যও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। তবে মিঠুন কান্দু দাবি করেছেন ঝালজা পুরসভায় সব রাজনৈতিক দল যাতে মিেল মিশে একসঙ্গে কাজ করতে পারেন সেই আশা প্রকাশ করেছেন তিিন।

অন্তর্ঘাতের অভিযোগ টিএমসি

অন্তর্ঘাতের অভিযোগ টিএমসি

এদিকে এই কেন্দ্রের টিএমসি প্রার্থী অভিযোগ করেছে অন্তর্ঘাতের কারণেই হার হয়েছে তাঁর। স্থানীয়রা কর্মী সমর্থক এবং েনতারা তাঁকে সমর্থন জানাননি সেকরাণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। প্রথম থেকেই ঝালদায় টিএমসির গোষ্ঠী দ্বন্দ্বের অভিযোগ ছিল। সেটা আরও প্রকট হয়েছে তপন কান্দুর হত্যাকাণ্ডের পর। তপন কান্দুর হত্যাকাণ্ডে শাসক দলের হাত থাকার অভিযোগ উঠেছিল বারবার। কারণ ত্রিশঙ্কু পুরসভা তৈরি হয়েছিল ঝালদা। সেকারণেই তপন কান্দুর উপরে বারবার টিএমসিতে যোগ দেওয়ার চাপ তৈরি করা হচ্ছিল। এমনই অভিযোগ কংগ্রেসের।

সিবিআই তদন্ত

সিবিআই তদন্ত

তপন কান্দু হত্যাকাণ্ডের সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। এখনও মামলার তদন্ত চলছে। বাইরে থেকে সুপারি কিলার িনয়ে এসে তপন কান্দুকে খুন করানো হয়েছিল বলে প্রাথমিক ভাবে অনুমান তদন্তকারীদের। তপনকান্দুর হত্যাকাণ্ডের পর তার অন্যতম সাক্ষীরও রহস্যমৃত্যুর ঘটনা ঘটে। এই নিয়ে তীব্র প্রতিবাদ শুরু করে কংগ্রেস। এই ঘটনার নেপথ্যে ঝালদা থাার আইসিরও হাত রয়েছে বলে অভিযোগ কংগ্রেসের। সিবিআইয়ের তদন্তকারীরা তাঁকে একাধিকবার ডেকে জেরাও করেছে।

WB Election Result 2022: পানিহাটিতে জয় ধরে রাখল তৃণমূল, বিপুল ভোটে জয়ী নিহত কাউন্সিলরের স্ত্রীWB Election Result 2022: পানিহাটিতে জয় ধরে রাখল তৃণমূল, বিপুল ভোটে জয়ী নিহত কাউন্সিলরের স্ত্রী

English summary
Congress candidate win in Jhalda Municipal by election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X