For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'বিডিও-র চাকরি থাকবে না', আবাস দুর্নীতির মধ্যেই বিতর্কিত মন্তব্য তৃণমূল বিধায়কের

প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। একাধিক তৃণমূল নেতা-পঞ্চায়েত প্রধান কিংবা আত্মীয়দের বিরুদ্ধে আবাস যোজনার মাধ্যমে বাড়ি পাওয়ার কেলেঙ্কারি সামনে এসেছে। সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর সেই নির্

  • |
Google Oneindia Bengali News

প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। একাধিক তৃণমূল নেতা-পঞ্চায়েত প্রধান কিংবা আত্মীয়দের বিরুদ্ধে আবাস যোজনার মাধ্যমে বাড়ি পাওয়ার কেলেঙ্কারি সামনে এসেছে। সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর সেই নির্বাচনের আগে এহেন কেলেঙ্কারি সামনে আসার পরেই রীতিমত অস্বস্তিতে শাসক তৃণমূল।

আর এর মধ্যে তৃণমূল বিধায়কের বিতর্কিত মন্তব্য ঘিরে আরও অস্বস্তিতে শাসক।

আবাস দুর্নীতির মধ্যেই বিতর্কিত মন্তব্য তৃণমূল বিধায়কের

সম্প্রতি তালডাংরা মার্কেট কমপ্লেক্সে দলীয় এক কর্মসূচীতে বক্তব্য রাখছিলেন তৃণমূল বিধায়ক অরুপ চক্রবর্ত্তী। আর সেখানে বক্তব্য রাখতে গিয়ে একেবারে সরকারি আধিকারিককে হুঁশিয়ারি দিয়ে বসলেন। তালডাংরার বিধায়কের মন্তব্য, 'কোন দোতলা ঘরের মালিক যদি ঘরের টাকা পায় সেই বিডিও-র চাকরী থাকবে না'।

আর এহেন মন্তব্য ঘিরেই যাবতীয় বিতর্ক। তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 'অত্যন্ত ঘনিষ্ট' হিসেবে পরিচিত বিধায়ক অরুপ চক্রবর্ত্তী। আর তাঁর মুখেই কিনা এমন মন্তব্য! আর তা নিয়েই রবিবার সকাল থেকে জেলায় অন্যতম চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

ঠিক কি বলেছিলেন বিধায়ক? তালডাংরার বিধায়ক অরুপ চক্রবর্ত্তী বলেন, ' গরীব মানুষ ঘর পাক আমরা এটা চাই', তবে দোতলা বাড়ির মালিক ঘর পেলে সংশ্লিষ্ট বিডিও-দের চাকরি 'খাওয়া'র হুঁশিয়ারী শোনা যায় তাঁর মুখে। শুধু তাই নয়, তিনি আরও বলেন, 'আমি বিধানসভায় দাঁড়িয়ে সেই অফিসারের বিরুদ্ধে দোতলা বাড়ির মালিককে ঘর দিয়েছে বলে অভিযোগ করে সরকারী পদ থেকে তাকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা' করা হবে।

শুধু তাই নয়, জেলার শিক্ষা প্রতিষ্ঠান গুলির ছাত্র ছাত্রীদের 'নিম্নমানের পোশাক' দেওয়ার কথা নিজের মুখেই স্বীকার করেন। অরুপ বলেন, 'একবার নিম্ন মানের কাপড় দেওয়া হয়েছে, দুবার যেন না হয়'। এমনকি জেলার দক্ষিণাংশে 'রাইপুরে' এই কারবার চলছে বলেও তিনি ভরা জনসভায় জানিয়ে দেন। খোদ তৃণমূল বিধায়য়কের মন্তব্যে রীতিমত অস্বস্তিতে তৃণমূল। যদিও এই বিষয়ে কোনও মন্তব্য এখনও তৃণমূলের তরফে পাওয়া যায়নি।

তবে বিধায়ককের মুখে সরকারি আধিকারিককে সরিয়ে দেওয়া মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া বিরোধী দলগুলির। তাঁদের দাবি, পুলিশ থেকে সরকারি আধিকারিক সবাইকে দলদাসে পরিণত করেছে শাসক দল। সব কিছু নিয়মের উর্ধে চলে গিয়েছে বলেও দাবি বিজেপির। ম,আনুষ এর জবা একদিন দেবে বলেও মন্তব্য স্থানীয় বাম নেতৃত্বের।

যদিও তাঁর মন্তব্য ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক বিতর্ক নিয়ে কোনও মন্তব্য করেননি তৃণমূল বিধায়ক।

English summary
trinamool congress mla arup chakraborty controversy on pm awas yojana
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X