For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির বঙ্গভঙ্গের দাবির প্রতিবাদ তৃণমূলের, বাঁকুড়ার সভা থেকে কড়া বার্তা শুভেন্দুকেও

বিজেপির বঙ্গভঙ্গের দাবির প্রতিবাদ তৃণমূলের, বাঁকুড়ার সভা থেকে কড়া বার্তা শুভেন্দুকেও

Google Oneindia Bengali News

উত্তরবঙ্গ থেকে রাঢ়বঙ্গ- বারবার বিজেপির মন্ত্রী-সাংসদ-বিধায়করা পৃথক রাজ্যের দাবি করে চলেছে। সম্প্রতি বিজেপি বিধায়ক রাঢ়বঙ্গকে পৃথক রাজ্য করার দাবি তুলেছেন। বিজেপির এই বঙ্গভঙ্গের দাবির প্রতিবাদে শনিবার গর্জে উঠলেন তৃণমূলের নেতারা।

বিজেপির বঙ্গভঙ্গের দাবির প্রতিবাদ তৃণমূলের, বাঁকুড়ার সভা থেকে কড়া বার্তা শুভেন্দুকেও

রবিবার বাঁকুড়ার ওন্দা স্টেডিয়ামে দলের এক সভায় নাম না করে স্থানীয় বিজেপি বিধায়ক অমরনাথ শাখাকে একহাত নেন তৃণমূল নেত্রী কাকলি ঘোষদস্তিদার। তিনি বলেন, বিজেপি জোড়ার পক্ষে নয়, ভাগের পক্ষে। এদিন শুভেন্দু অধিকারীকেও এক হাত নেন কাকলি। আক্রমণ করেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ রাঢ়বঙ্গের দাবি তোলা আর এক নেতা সৌমিত্র খাঁকেও।

শুভেন্দুকে নিশানা করে কাকলি ঘোষ দস্তিদার বলেন, উনি এক মাস আগে থেকে ' ডিসেম্বর ধামাকা'র কথা বলছিলেন। ধামাকা হ'ল, সেই ধামাকায় একজনের প্রাণ চলে গেল। সিবিআইয়ের হেফাজতে থেকে মৃত্যু হল এক অভিযুক্তের। কেউ দোষ করলে আইন আদালত আছে, পুলিশ বা সিবিআই হেফাজতে একজন কী করে মারা যান, সে নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

তিনি বলেন, এখানেই শেষ নয়। তারপর আরও একর ধামাক হল একদিন পরেই। শুভেন্দু অধিকারী স্থির করা নির্ধারিত দিনেই দিনেই ঘল আরও ধামাকা। শুভেন্দু অধিকারীর অনুষ্ঠানে আসানসোলে কম্বল বিতরণ ও তিনজনের মর্মান্তিক মৃত্যু প্রসঙ্গে বলতে গিয়ে তিনি গর্জে ওঠেন। বলেন, কোনও কাজ করতে 'সিস্টেম দরকার', বিজেপির কোনও সিস্টেম নেই, ওই দলের নেতাদের মধ্যে সদ্ভাবও নেই বলে তিনি দাবি করেন।

রবিবার বাঁকুড়ার ওন্দার সভায় উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদিকা অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তিনিও শুভেন্দুকে আক্রমণ করেন। তিনি বলেন, উনি যখন এই জেলার তৃণমূলের পর্যবেক্ষক ছিলেন, তখন বাঁকুড়া, পুরুলিয়া আর ঝাড়গ্রামের বেকার শিক্ষিত যুবকদের বঞ্চিত করে টাকার বিনিময়ে বাইরের লোকেদের নিয়োগ করেছেন। তাই এই তিন জেলার মানুষ ওকে সহ্য করতে পারেন না।

আর এক নেত্রী সুজাতা খাঁ বলেন, 'আমি আপনাদের কাছে ক্ষমা চাইতে এসেছি। বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের নাম না করে তিনি বলেন, সাড়ে তিন বছর আগে আপনাদের সঙ্গে নিয়ে একটা ভুল মানুষকে সংসদে পাঠিয়েছিলাম। এখন ওই ভুল সংশোধনের সময় এসেছে।

প্রসঙ্গত উল্লেখ্য, গত শুক্রবার ওন্দার এই জায়গাতেই সভা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন কাকলি ঘোষ দস্তিদারদের এনে ওই সভার পাল্টা সভা করল শাসকদল। এদিনের সভায় কাকলি ঘোষ দস্তিদার, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সোহম চক্রবর্তী, সুজাতা মণ্ডল-সহ জেলা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন।

বামে ফিরছে বিজেপিতে আসা ভোট! শাহী-প্রশ্নে অস্বস্তিতে সুকান্ত-শুভেন্দু-দিলীপরাবামে ফিরছে বিজেপিতে আসা ভোট! শাহী-প্রশ্নে অস্বস্তিতে সুকান্ত-শুভেন্দু-দিলীপরা

English summary
TMC takes on BJP on their demand of separate state as ‘Rarh Bango’ and gives message to Suvendu Adhikari
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X