For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বুথগুলিকে দুর্গ বানান, কীভাবে মনোনয়ন পঞ্চায়েতে ‘ডু অর ডাই’ বার্তায় জানালেন শুভেন্দু

বুথগুলিকে দুর্গ বানান, কীভাবে মনোনয়ন পঞ্চায়েতে ‘ডু অর ডাই’ বার্তায় জানালেন শুভেন্দু

  • |
Google Oneindia Bengali News

রীতিমতো পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু করে দিলেন বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার বাঁকুড়ার বড়জোড়া থেকে তিনি আওয়াজ তুললেন, এবারের পঞ্চায়েত নির্বাচনের হবে 'ডু অর ডাই' লড়াই। এই নির্বাচন জিততে হবে।

বুথগুলিকে দুর্গ করে ঝাঁপিয়ে পড়ুন

বুথগুলিকে দুর্গ করে ঝাঁপিয়ে পড়ুন

না, শুধু জিততে হবে বলেই ক্ষান্ত হননি শুভেন্দু। তিনি কীভাবে জিতবেন, কীভাবে রণনীতি সাজাবেন, তাও খোসলা করেছেন বিরোধী দলনেতা। পরিষ্কার জানিয়ে দিয়েছেন এবারের লড়াই কিন্তু ২০১৮-র মতো হবে না। এবার মনোনয়ন দাখিল করবেনই তাঁরা। আর তারপর বুথগুলিকে দুর্গ করে তাঁরা ঝাঁপিয়ে পড়বেন লড়াইয়ে।

এ লড়াই ডু অর ডাই লড়াই

এ লড়াই ডু অর ডাই লড়াই

শুভেন্দু সাফ জানিয়েছেন, 'এবারের পঞ্চায়েত নির্বাচন গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই। এ লড়াই ডু অর ডাই লড়াই'। এবার করেঙ্গে ইয়ে মরেঙ্গে। এক চুল জমি ছাড়া হবে না। বিজেপির নেতা-কর্মীদের তিনি তৈরি থাকতে বললেন। কীভাবে তিনি সাংসদ ও বিধায়কদের কাজে লাগিয়ে মনোনয়ন পেশ করবেন তাও জানিয়ে দিলেন শুভেন্দু।

আমাদের ঠেকায় কার সাধ্যি, বললেন শুভেন্দু

আমাদের ঠেকায় কার সাধ্যি, বললেন শুভেন্দু

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুক্রবার বিকেলে বাঁকুড়ার বড়জোড়া ফুটবল মাঠে বিজেপির এক জনসভায় উপস্থিত হয়ে বলেন, এবার আর ভয় দেখিয়ে আমাদের হটিয়ে দেওয়া যাবে না। আমরা এবার মনোনয়ন পেশ করবই। এই জেলায় আমাদের ৬ জন বিধায়ক রয়েছেন, সাংসদ রয়েছেন, সর্বোপর কেন্দ্রীয়মন্ত্রী রয়েছেন। অতএব আমাদের ঠেকায় কার সাধ্যি।

মনোয়নের পন্থা বাতলে দিলেন শুভেন্দু

মনোয়নের পন্থা বাতলে দিলেন শুভেন্দু

শুভেন্দু বলেন, মন্ত্রী ও সাংসদের সঙ্গে কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষী রয়েছেন, বিধায়কদের সঙ্গেও কেন্দ্রীয় নিরাপত্তা রয়েছেন। ফলে তাঁরা এবার বিডিও অফিসে লাইন দিয়ে দাঁড়িয়ে পঞ্চায়েত ভোটে দলীয় প্রার্থীদের মনোনয়ন পেশ করাবেন। আমরাই আবার নিরাপদে তাঁদের এলাকায় পৌঁছে দেব। দেখি এবার কে আটকায় আমাদের।

প্রতিটি বুথকে দুর্গ বানাবেন তো, ডাক শুভেন্দুর

প্রতিটি বুথকে দুর্গ বানাবেন তো, ডাক শুভেন্দুর

এরপরই শুভেন্দু অধিকারী বলেন, মনোনয়ন পেশ তো করাবই। কর্মীরা প্রস্তুত তো। আপনারা প্রতিটি বুথকে দুর্গ বানাবেন তো। এবারের লড়াই কিন্তু ডু অর ডাই। জিততেই হবে। এক ইঞ্চি জমিও ছাড়া যাবে না। এবার আমরা লড়ে দেখিয়ে দেব আমরা জিততে পারি। আমাদের হারানো যাবে না।

ভাইপোর হয়ে তোলা তুলেছে, হুঁশিয়ারি শুভেন্দুর

ভাইপোর হয়ে তোলা তুলেছে, হুঁশিয়ারি শুভেন্দুর

শুভেন্দু একইসঙ্গে এদিন স্থানীয় তৃণমূল বিধায়ক থেকে শুরু করে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুখেন বিদকেও একহাত নেন। তিনি বলেন, এখানে সুখেন বিদরা ভাইপোর হয়ে তোলা তুলেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়েও শাসক দলকে এদিন বেঁধেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, প্রকৃত উপভোক্তারা বাড়ি পাননি। দোতলা-তিনতলা বাড়ির মালিকদের ওই প্রকল্পে বাড়ি দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে তিনি এই মর্মে জনস্বার্থে মামলা করবেন বলেও জানান।

জনজাতি ভোটে পাখির চোখ তৃণমূলের, বিধানসভা নির্বাচনের মুখে দলে দলে যোগদানজনজাতি ভোটে পাখির চোখ তৃণমূলের, বিধানসভা নির্বাচনের মুখে দলে দলে যোগদান

English summary
Suvendu Adhikari gives message to BJP workers how will win in Panchayat Election in Bankura
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X