For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Sarada Devi: শ্রী শ্রী সারদা মায়ের ১৭০ তম জন্মতিথি! উৎসবের মেজাজে জয়রামবাটি

পরম ভক্তি ও নিষ্ঠার সঙ্গে বৃহস্পতিবার সকাল থেকে জগজ্জননী শ্রী শ্রী সারদা মায়ের ১৭০ তম জন্মতিথি উৎসব পালিত হচ্ছে বাঁকুড়ার জয়রামবাটি 'মাতৃ মন্দিরে'। এদিন ভোর থেকে মাতৃ মন্দিরে মঙ্গলারতির মধ্য দিয়ে  বিশেষ এই দিনটি পালন শুরু

  • |
Google Oneindia Bengali News

পরম ভক্তি ও নিষ্ঠার সঙ্গে বৃহস্পতিবার সকাল থেকে জগজ্জননী শ্রী শ্রী সারদা মায়ের ১৭০ তম জন্মতিথি উৎসব পালিত হচ্ছে বাঁকুড়ার জয়রামবাটি 'মাতৃ মন্দিরে'।

এদিন ভোর থেকে মাতৃ মন্দিরে মঙ্গলারতির মধ্য দিয়ে বিশেষ এই দিনটি পালন শুরু হয়েছে। পরে ঠাকুর, শ্রী শ্রী মা ও স্বামীজির ছবি নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। একই সঙ্গে সারা দিন ব্যাপি রয়েছে নানান অনুষ্ঠান।

দরিদ্র ব্রাহ্মণ পরিবারের জন্ম

দরিদ্র ব্রাহ্মণ পরিবারের জন্ম

প্রসঙ্গত, ১৮৫৩ সালের ২২ ডিসেম্বর (বাংলা ১২৬০ সালের ৮ পৌষ) বৃহস্পতিবার পৌষ মাসের কৃষ্ণা সপ্তমী তিথিতে বাঁকুড়ার প্রত্যন্ত গ্রাম জয়রামবাটির এক দরিদ্র ব্রাহ্মণ ধর্মপরায়ণ পরিবারে সারদা দেবীর জন্ম। তাঁর বাবা রামচন্দ্র মুখোপাধ্যায় ও মায়ের নাম শ্যামাসুন্দরী দেবী।

বাবা-মায়ের প্রথম সন্তান

বাবা-মায়ের প্রথম সন্তান

তাঁদের পরিবার বংশানুক্রমে ভগবান শ্রীরামচন্দ্রের উপাসক ছিলেন। সারদা দেবী ছিলেন তাঁদের প্রথম সন্তান। পরে পার্শ্ববর্তী হুগলির কামারপুকুর গ্রামের গদাধরের (শ্রীরামকৃষ্ণ) সঙ্গে তাঁর বিয়ে হয়।

উৎসবের মেজাজে জয়রামবাটি

উৎসবের মেজাজে জয়রামবাটি

শ্রীশ্রী সারদামায়ের জন্মতিথি উপলক্ষে এদিন সকাল থেকে জয়রামবাটিতে এখন উৎসবের মেজাজ। জেলা ও রাজ্যের গণ্ডি ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য পূণ্যার্থী হাজির হয়েছেন মাতৃ মন্দিরে। ফুল, মালা আর আলপনা দিয়ে সাজানো হয়েছে 'মায়ের বাড়ি'। সব মিলিয়ে ভক্তি, শ্রদ্ধা আর উৎসবের মেজাজে এদিনের এই বিশেষ দিনটি শুরু হয়েছে এখানে।

শ্রী শ্রী সারদাকে মাকে শ্রদ্ধা নিবেদনের সুযোগ

শ্রী শ্রী সারদাকে মাকে শ্রদ্ধা নিবেদনের সুযোগ

অন্যান্য দিনের মতো এদিনও দর্শনার্থীরা মাতৃ মন্দিরে প্রবেশাধিকারের সুযোগ পাবেন, পাবেন শ্রী শ্রী সারদাকে মাকে শ্রদ্ধা নিবেদনের সুযোগ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পূণ্যার্থীরা বিশেষ পুজোপাঠে যেমন অংশ নিচ্ছেন তেমনি মায়ের বাড়ি, মাতৃ মন্দির ঘুরে দেখছেন। ভক্তি ভরে শ্রদ্ধা জানাচ্ছেন শ্রী শ্রী সারদামাকে।

Asansol Incident: দান-খয়রাতির তীব্র বিরোধিতা! আসানসোল কাণ্ডে বিজেপি-র 'তাল' কাটল দিলীপ ঘোষের মন্তব্যেAsansol Incident: দান-খয়রাতির তীব্র বিরোধিতা! আসানসোল কাণ্ডে বিজেপি-র 'তাল' কাটল দিলীপ ঘোষের মন্তব্যে

English summary
Sri Sri Sarada Devi's 170th birth anniversary celebration in Jayrambati
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X