সিপিএমের হার্মাদরাই এখন বিজেপির হার্মাদে পরিণত হয়েছে, বাঁকুড়ায় হুঙ্কার মমতার
সিপিএমের হার্মাদরাই এখন বিজেপির হার্মাদে পরিণত হয়েছে। রংটাই শুধু পরিবর্তন হয়েছে। বাকি সবই এক আছে। বিজেপির অবস্থা দেখে লজ্জা হয়। আরও লজ্জা হয় সিপিএমের অবস্থা দেখে। সিপিএম এখন বিজেপির পায়ে পড়ছে। ওরা এখন এক হয়েছে। আবার কংগ্রেসও যোগ দিয়েছে ওদের সঙ্গে। তবে কোনও লাভ হবে না, সব বুঝে নেব আমরা।

সিপিএমের হার্মাদরাই এখন বিজেপিতে
মমতা বলেন, যতই সিপিএম-কংগ্রেস-বিজেপি এক হোক না কেন, বাংলায় শেষ হাসি হাসবে তৃণমূল কংগ্রেসই। বাংলার মানুষ, এই বাঁকুড়ার মানুষ ভুলে যায়নি সেদিনের কথা। সিপিএম আমলে যে অত্যাচারের বন্যা বয়েছে আর তা ফিরিয়ে আনতে চান না তাঁরা। আসন্ন নির্বাচনে বাংলার মানুষ যোগ্য জবাব দেবে বিজেপি ও সিপিএমকে।

বিজেপি দেশের সবচেয়ে বড় অভিশাপ
সিপিএমের হার্মাদদের নিয়ে বিজেপি পরিপুষ্ট হচ্ছে। আবার বিজেপি বাইরে থেকে লোক জড়ো করছে। মমতা বাঁকুড়াবাসীকে সাবধান করে দেন, তারা সব কেড়ে নেবে। বিজেপি দেশের সবচেয়ে বড় অভিশাপ, এই অভিশাপকে স্তব্ধ করতে হবে। ব্যক্তিগত কারও সম্পর্কে রাগ থাকতেই পারে, তাই বলে তৃণমূলকে ভুল বুঝবেন না।

লাল ছেড়ে গেরুয়া হয়েছে হার্মাদরা
মমতার কথায়, সিপিএমের হার্মাদদের সঙ্গে হাত মিলিয়েছে বিজেপির সঙ্গে। লাল ছেড়ে গেরুয়া হয়েছে শুধু। বাকিটা একই আছে। একটা সময়ে ভয়ে কাঁটা হয়ে থাকত বাঁকুড়াবাসী। এখন শান্তি ফিরেছে বাঁকুড়ায়। বহু মানুষ ঘরছাড়া ছিল, তাঁরা ঘরে ফিরেছে তৃণমূলের আমলে। সিপিএমের হার্মাদরা বিজেপির জামা পড়ে আবার অশান্তি পাকানোর চেষ্টা করছে।

সিপিএম লোভী আর বিজেপি ভোগী
মমতা সাফ করে দেন, তৃণমূল করতে গেলে ত্যাগী হতে হবে। লোভী সিপিএম আর ভোগী বিজেপিকে হারিয়ে বাংলার শান্তি রক্ষা করতে হবে। তাই তৃণমূলকে ত্যাগী হতে হবে। এখন বিজেপির পায়ে পড়েছে সিপিএম। সিপিএমের লজ্জাও নেই। সারদা-নারদা থেকে বাঁচতে বিজেপির পায়ে পড়ছে অনেকে। যাই করুক, বাঁকুড়ায় একটা আসনও পাবে না বিজেপি।

জেলে বসেই জেতাবেন মমতা
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ক্ষমতা থাকলে আমাকে জেলে ঢোকাক বিজেপি। জেলে বসেই আমি দলকে জেতাব, জেলে বসেই বাংলা দখল করব। তিনি এই মর্মে লালুপ্রসাদ যাদবের উদাহারণ তুলে ধরেন। তিনি বলেন বিহারে ম্যানুপুলেট করে জিতেছে বিজেপি, ওটা জয় নয়, ওটা লালুপ্রসাদের কাছে শোচনীয় হার। বাংলাতেও বিজেপির অবস্থা শোচনীয় হবে।

জেলে বসেই তৃণমূলকে জেতাবেন, বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে হুঙ্কার ছাড়লেন মমতা