For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'২০২৪-এ নো এন্ট্রি, বিজেপির সব মন্ত্রীদের ঘরে ইডি-সিবিআই যাওয়া উচিত', হুঙ্কার মমতার

'২০২৪-এ নো এন্ট্রি, বিজেপির সব মন্ত্রীদের ঘরে ইডি-সিবিআই যাওয়া উচিত', হুঙ্কার মমতার

Google Oneindia Bengali News

বিজেপির মন্ত্রীদের ঘরে ঘরে ইডি-সিবিআই তল্লাশি হওয়া উচিত। বিরোধীদের কণ্ঠ রোধ করতে মোদী সরকারের এজেন্সি প্রয়োগের বিরুদ্ধে ফুঁসে উঠলেন মমতা। তিনি অভিযোগ করেছেন নোট বাতিলের সিদ্ধান্ত যে মোদী সরকারের সবচেয়ে ভুল সিদ্ধান্ত ছিল সেটা রিজার্ভ ব্যাঙ্ক স্বীকার করে নিয়েছেন। নতুন ৫০০ টাকার অধিকাংশ নোট জাল। কাজেই মোদী সরকারের সব মন্ত্রীর ঘরে ইডি-সিবিআই তল্লাশি চালানো উচিত বলে দাবি করেছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য গতকাল রাতে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনকে গ্রেফতার করেছে ইডি। তাঁর বিরুদ্ধে ৪.৮ কোটি টাকা তছরূপের অভিযোগ রয়েছে।

ইডি-সিবিআই নিয়ে নিশানা

ইডি-সিবিআই নিয়ে নিশানা

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মোদী সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন ইডি-সিবিআই নিয়ে। কয়লা চুরি, গোরুপাচার নিয়ে যাঁরা গলা চড়াচ্ছেন। কয়ল কেন্দ্রের বিষয় আবার গরু পাচার বলে যে অভিযোগ করা হচ্ছে সীমান্ত রক্ষার দায়িত্বে থাকে বিএসএফ। এই ঘটনায় বিএসএফের কতজনের বিরুদ্ধে পদক্ষেপ করেছেন মোদী সরকার জবাব দিন। সরব হয়েছেন মমতা। তিনি অভিযোগ করেছেন ইচ্ছে করে বিরোধীদের কণ্ঠ রোধ করার জন্য ইডি-সিবিআই লেলিয়ে দেয়া হচ্ছে। তিনি নাম না করেই দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যন্দ্র জৈনের গ্রেফতারির কথা বলেেছন। বিরোধী রাজ্য গুলিতেই বেেছ বেছে সিবিআই-ইডি তৎপরতা দেখা যাচ্ছে বলে অভিযোগ করেছেন মমতা।

বিজেপির সব মন্ত্রীদের ঘরে ইডি-সিবিআই পাঠানো উচিত

বিজেপির সব মন্ত্রীদের ঘরে ইডি-সিবিআই পাঠানো উচিত

বিজেপির সব মন্ত্রীদের ঘরে ইডি-সিবিআই হানা দেয়া উচিত বলে তীব্র আক্রমণ শানিয়েছেন মমতা। তিনি অভিযোগ করেছেন মোদী সরকারের সব জালিয়াতি। তিনি অভিযোগ করেছেন রিজার্ভ ব্যাঙ্ক জািনয়েছে মোদী সরকারের নোট বাতিলের সিদ্ধান্ত ছিল সবচেয়ে ভুল সিদ্ধান্ত। ৫০০ টাকার অধিকাংশ নোটই জাল সেটা বলে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক এমনই দাবি করেছেন মমতা। তাই বিজেপির সব নেতা-মন্ত্রীদের বাড়িতে ইডি-সিবিআই তল্লাশি করা উচিত বলে মন্তব্য করেছেন তিনি।

২০২৪-এ নো এন্ট্রি

২০২৪-এ নো এন্ট্রি

২০২৪-এর টার্গেট করে এগোচ্ছেন মমতা। সেকথা আবার স্পষ্ট করে দিেয়ছেন পুরুলিয়ার জনসভা থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টই জানিয়েছেন সাধারাণ মানুষের উপর যেভাবে দামের বোঝা চাপিয়ে দিচ্ছে মোদী সরকার তাতে ২০২৪ সালের েলাকসভা ভোটে বঙ্গে একেবারে নো এন্ট্রি হবে বিজেপির। প্রসঙ্গত উল্লেখ্য পুরুলিয়া কিন্তু বিজেপির দখলে ছিলে ২০১৮-র লোকসভা ভোটে। এমনকী বিধানসভা ভোটে পুরুলিয়া দখলে রেখেছে বিজেপি। তবে পুরুভোটে ভোট বাড়িয়েছে টিএমসি। ভোটের নিরিখে বিধানসভা ভোটে ভোট বেড়েছে টিএমসির। এবার টার্গেট লোকসভা ভোট।

দলিয় কর্মীদের বার্তা

দলিয় কর্মীদের বার্তা

এদিন মমতা দলীয় কর্মীদের বার্তা দিয়ে বলেছেন এবার দেখতে হবে বিজেপি যেন একটা সিট না পায় পুরুলিয়ায়। নতুন উদ্যোমে লড়াইয়ে নামার ডাক দিয়েছেন। ৫-৬ এপ্রিল ব্লকে ব্লকে একশো দিনের কাজের টাকার দাবিতে মিছিল করার কর্মসূচি ঘোষণা করেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন ডিসেম্বর মাস থেকে একশো দিনের কাজের টাকা দিচ্ছে না মোদী সরকার। উল্টে রাজ্যের কাছ থেকে টাকা কেটে নিয়ে যাচ্ছে। এই একশো দিনের কাজের টাকার দাবিতে আন্দোলনে নামার ডাক দিয়েছেন তিনি।

'আমাদের লোকেদের ভুলেই হার, বিজেপির যাঁরা জিতেছেন তাঁরা বেপাত্তা', পুরুলিয়ার সভা থেকে নিশানা মমতার'আমাদের লোকেদের ভুলেই হার, বিজেপির যাঁরা জিতেছেন তাঁরা বেপাত্তা', পুরুলিয়ার সভা থেকে নিশানা মমতার

English summary
Mamata Banerjee Purulia rallyC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X