'ক্ষমতা থাকে সায়নীর গায়ে হাত দিয়ে দেখাও', পুরুলিয়া থেকে বিজেপির বিরুদ্ধে হুঙ্কার মমতার
পুরুলিয়ার সভা থেকে এদিন ফের একবার রণং দেহি মেজাজে মমতা বন্দ্যোপাধ্যায় ধরা দেন। কার্যত মোদী সরকারের বিরুদ্ধে এদিন ক্ষোভ উগড়ে মমতা একের পর এক তোপ দাগেন বিভিন্ন ইস্যুতে।

মমতার বার্তা সায়নী ইস্যুতে
'কাজ করুন। শুধু ধমকালে হয়না'। এই বক্তব্য দিয়ে সায়নী ইস্যুতে এদিন তোপ দাগেন মমতা। প্রসঙ্গত, সায়নীয় একটি পুরনো ছবি পোস্ট ও টুইটকে কেন্দ্র করে তথাগত রায় মামলা দায়ের করেছেন রবীন্দ্র সরোবর থানায়। আর সেই সূত্র ধরে মমতা বলেন, 'সায়নী বলে একটা মেয়ে ফিল্মে কাজ করে। আজকে যেভাবে ধমকানো হচ্ছে, চমকানো হচ্ছে। তাঁকে ধমকাচ্ছে বিজেপি। '

'এত বড় ক্ষমতা'!
মমতা সুর তুলে এদিন বলেন, 'এত বড় ক্ষমতা!তুমি দিল্লিতে ধমকাও, উত্তর প্রদেশে ধমকাও, তুমি বাংলাতে ধমকানোর আশা রাখো কত্থেকে? বাংলাতে ধমকালে মুখটা লিউকোপ্লাস্ট দিয়ে মানুষ বন্ধ করে দেবে। '

'ক্ষমতা থাকে তো সায়নীর গায়ে হাত দিয়ে দেখাও'
একই মেজাজ ধরে রেখে মমতা বলেন, 'ক্ষমতা থাকে তো সায়নীর গায়ে হাত দিয়ে দেখাও। ক্ষমতা থাকে তো টলিউডের গায়ে হাত দিয়ে দেখাও।' মমতা তথাগতর নাম না নিয়ে বলেন, 'বয়স হয়ে গিয়েছে তবু ভীমরতি যায়না। নাতনির বয়সী মেয়ে তাঁকে প্রতিদিন থ্রেট করছে। কীসের জন্য ,তাঁর কী স্বাধীন কথা বলবার অধিকার নেই?নিশ্চয় আছে। '

সায়নী ইস্যু ও দ্বিধাবিভক্ত বিজেপি
এদিকে, সায়নী ঘোষের পুরনো পোস্ট ও তথাগত রায়ের সঙ্গে তাঁর কমেন্ট যুদ্ধ নিয়ে বেশ অস্বস্তিতে বিজেপি। মুখ খুলে দিলীপ ঘোষ কার্যত তথাগতরই বিরোধিতা করেছেন। তিনি বলেন, ফেসবুকে যে কেউ কমেন্ট করতেই পারে। তার সঙ্গে বাগযুদ্ধে দাঁড়ানোর দরকার নেই। এদিকে কয়েকদিন আগে বাংলার সংস্কৃতি নিয়ে মুখ খুলে সায়নী জয় শ্রীরাম ধ্বনি নিয়ে বক্তব্য রাখেন। তারপর থেকেই তথাগত সায়নী কোন্দল চরমে। আর এদিন তা নিয়ে মুখ খুলেলন মমতা.।
মাওবাদীদের থেকেও বিজেপি ভয়ঙ্কর! পুরুলিয়ার সভা থেকে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়