For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শক্তি বাড়ল বঙ্গ বিজেপির! গেরুয়া শিবিরে যোগ সিপিএম-এর ৩ বারের প্রাক্তন বিধায়কের

শক্তি বাড়ল বিজেপির! গেরুয়া শিবিরে যোগ সিপিএম-এর ৩ বারের প্রাক্তন বিধায়কের

  • |
Google Oneindia Bengali News

রাঢ়বঙ্গে শক্তি বাড়ল বিজেপির। রবিবার বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটির প্রাক্তন সিপিএম বিধায়ক অঙ্গদ বাউড়ি বিজেপিতে যোগ দিয়েছেন। যদিও প্রাক্তন বিধায়কের গেরুয়া শিবিরে যোগদানে গুরুত্ব দিতে নারাজ সিপিএম। গুরুত্বে নারাজ তৃণমূলও।

রাঢ়বঙ্গে শক্তি বাড়ল বিজেপির

রাঢ়বঙ্গে শক্তি বাড়ল বিজেপির

রাঢ়বঙ্গে শক্তি বাড়াল বিজেপি। এদিন বিজেপি সরকারের কৃষি বিলের সমর্থনে সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদানের কথা জানিয়েছেন অঙ্গদ বাউড়ি।

 গুরুত্বে নারাজ সিপিএম

গুরুত্বে নারাজ সিপিএম

জেলা সিপিএম-এর তরফে এই যোগদানকে গুরুত্ব দেওয়া হয়নি। তাদের তরফে বলা হয়েছে, ওই নেতার সঙ্গে দীর্ঘদিন দলের যোগাযোগ নেই। তিনি পার্টির মেম্বারশিপও রিনিউ করাননি।

গুরুত্বে নারাজ তৃণমূল

গুরুত্বে নারাজ তৃণমূল

তৃণমূলের জেলা নেতৃত্বের তরফে এই যোগদানকে কোনও গুরুত্ব দেওয়া হয়নি। জগাই, মাধাই, বিদাই বলেও কটাক্ষ করা হয়েছে তৃণমূলের তরফে। এই যোগদানে তৃণমূলের কোনও ক্ষতি হবে না, দাবি করা হয়েছে তৃণমূলের তরফে।

 অঙ্গদ বাউড়ি সিপিএম-এর ৩ বারের বিধায়ক

অঙ্গদ বাউড়ি সিপিএম-এর ৩ বারের বিধায়ক

বর্তমানে গঙ্গাজলঘাঁটি বিধানসভা কেন্দ্রটি অবলুপ্ত। অঙ্গদ বাউড়ি বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটির ৩ বারের সিপিএম বিধায়ক। অঙ্গত বাউড়ি ১৯৯১ সালে কংগ্রেসের গুইরাম মাঝিকে এবং ১৯৯৬ সালে কংগ্রেসের ফটিকচন্দ্র মণ্ডলকে পরাজিত করেছিলেন। ২০০৬ সালে তিনি তৃণমূলের স্বপন বাউড়িকে পরাজিত করেন।

 আগেও সিপিএম-এর জনপ্রতিনিধিদের বিজেপিতে যোগদান

আগেও সিপিএম-এর জনপ্রতিনিধিদের বিজেপিতে যোগদান

এর আগেও সিপিএম-এর জনপ্রতিনিধিরা বিজেপিতে যোগ দিয়েছেন। তাঁদের মধ্যে উল্লেখ হলেন খগেন মুর্মু। তিনি বর্তমানে তিনি বিজেপি সাংসদ। সিপিএম-এর প্রাক্তন সাংসদ জ্যোতির্ময়ী শিকদারও এর আগে বিজেপিতে যোগ দিয়েছেন। ২০১৬-তে হেমতাবাদে সিপিএম প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন দেবেন্দ্রনাথ রায়। যদিও অস্বাভাবিক মৃত্যু হয় তাঁর।

তৃণমূলের সংখ্যালঘু ভোটব্যাঙ্কে নজর বিজেপির! ত্বহা সিদ্দিকীকে দিল্লিতে ডাক কৈলাশের

English summary
Ex CPM mla Angad Bauri joins BJP in Bankura
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X