For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

CPIM: দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ! জঙ্গলমহলে বিক্ষোভ-ডেপুটেশনে আন্দোলন তীব্র সিপিআইএমের

প্রধানমন্ত্রী আবাস যোজনায় শাসক দলের দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ তুলে বাঁকুড়ার জঙ্গলমহলে আন্দোলনে নামলো সিপিআইএম। মঙ্গলবার সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য, রাজ্যের প্রাক্তন মন্ত্রী দেবলীনা হেমব্রমের নেতৃত্বে সিপিআইএম ক

  • |
Google Oneindia Bengali News

প্রধানমন্ত্রী আবাস যোজনায় শাসক দলের দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ তুলে বাঁকুড়ার জঙ্গলমহলে আন্দোলনে নামলো সিপিআইএম। মঙ্গলবার সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য, রাজ্যের প্রাক্তন মন্ত্রী দেবলীনা হেমব্রমের নেতৃত্বে সিপিআইএম কর্মী সমর্থকরা রানীবাঁধের রাওতোড়া গ্রাম পঞ্চায়েতের মূল ফটক বন্ধ করে বিক্ষোভ ও ডেপুটেশন দেন।

অভিযোগ নিয়ে সরব

অভিযোগ নিয়ে সরব

আন্দোলনে অংশ নিয়ে দেবলীনা হেমব্রম বলেন, যার যা পাওনা, তাঁকে তা দিতে হবে। সেটাই তাঁদের দাবি। তিনি অভিযোগ করেন, ১০০ দিনের কাজ করে বহুদিন ধরে সেই টাকা পাচ্ছেন না। কেন সেই টাকা পাওয়া যাবে না, সেটা জানতেই তারা এসেছেন। তিনি অভিযোগ করেছেন, কোনও সমীক্ষা না করেই প্রধানমন্ত্রী আবাস যোজনায় টাকা দেওয়ার জন্য তালিকা তৈরি করা হয়েছে। অথচ যাঁরা প্রকৃত দাবিদার তাঁরা বাদ পড়ে গিয়েছেন। তিনি আরও অভিযোগ করেন, একটা মানুষ পঞ্চায়েত অফিসে একটা ত্রিপলের জন্য এসেও ফিরে যাচ্ছেন। দীর্ঘদিন ধরে ফেরানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। তৃণমূলের বিরুদ্ধে দলবাজির অভিযাগ তুলেছেন রাজ্যের প্রাক্তন এই মন্ত্রী। তিনি বলেন, এলাকায় কাজ নেই, চাষ নেই।

 দুর্নীতির পিছনে কারা

দুর্নীতির পিছনে কারা

তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন দেবলীনা হেমব্রম। তিনি বলেছেন, রাজ্যের মন্ত্রীদের বাড়িতে টাকার পাহাড়। এটা ধারনার বাইরে। দুর্নীতি এতটাই যে মন্ত্রীদের জেলে থাকতে হচ্ছে। সরকারি সুবিধা পাইতে দিতে টাকা নিচ্ছে। সেই কারণে বহু মানুষের ক্ষোভ, বলেন তিনি। দেবলীনা হেমব্রম বলেন, এদিনের কর্মসূচিতে আসার জন্য কাউকে কোনও প্যাকেট দেওয়া হয়নি। দাবি আদায় করতেই কর্মসূচিতে সাধারণ মানুষ সামিল হয়েছেন। তিনি বলেন, প্রতিদিন মানুষকে স্বজাগ করতে গ্রামে গ্রামে যাচ্ছেন সিপিআইএমের নেতা-কর্মীরা।

এলাকার মানুষের দাবি পাশে সিপিআইএম

এলাকার মানুষের দাবি পাশে সিপিআইএম

সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য, বাঁকুড়ার এই নেত্রী বলেন, যাঁরা প্রধানমন্ত্রী আবাস যোজনা-সহ সরকারি প্রকল্পের সাহায্য পাননি, তাঁরাই এদিনের কর্মসূচিতে সামিল হয়েছিলেন। অনেকে প্রথমবারে পর দ্বিতীয়বার টাকা পেলেও, অনেকে এরবারও টাকা পাননিষ সেই কারণে এলাকায় গিয়ে সমীক্ষার দাবি তুলেছে সিপিআইএম। সেই কারণে লোকাল সরকার পঞ্চায়েত প্রধানের কাছে তাঁরা দাবি তুলেছেন।

চাপ দিয়ে দল করানোর অভিযোগ

চাপ দিয়ে দল করানোর অভিযোগ

দেবলীনা হেমব্রম অভিযোগ করেছেন, তৃণমূল সরকার আসার পর থেকেই সাধারণ মানুষকে দলের পাশে যাওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। তারা বলছে, সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, ঘর দিচ্ছে, কাজ দিচ্ছে। তারপরেও বিরোধিতা নিয়ে তৃণমূল প্রশ্ন তুলছে। তিনি বলেন এব্যাপারে নতুন করে কিছু বলা নেই।

India-China Border Clash: কেন অরুণাচল প্রদেশে চিনের সঙ্গে সীমন্ত বিরোধ? কী বলছে ইতিহাসIndia-China Border Clash: কেন অরুণাচল প্রদেশে চিনের সঙ্গে সীমন্ত বিরোধ? কী বলছে ইতিহাস

English summary
CPIM has started movement in Jungalmahal of West Bengal on Allegation of corruption and nepotism
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X