For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঝালদার কংগ্রেস কাউন্সিলর খুনে ক্লিনচিট আইসিকে, পারিবারিক-যোগে জালে তৃণমূলী দাদা

ঝালদার কংগ্রেস কাউন্সিলর খুনে ক্লিনচিট আইসিকে, পারিবারিক-যোগে জালে তৃণমূলী দাদা

Google Oneindia Bengali News

ঝালদার কংগ্রেস কাউন্সিলর খুনে যোগ নেই আইসির। এই খুন কোনও রাজনৈতিক কারণে হয়নি. নিতান্তুই পারিবারিক কারণে খুন হয়েছে বলে সাফ জানালেন জেলা পুলিশ সুপার এস সেলভা মুরুগান। রবিবার সাংবাদিক বৈঠক করে একথা জানালেন এসপি। তিনি জানান, এই ঘটনায় আইসি সঞ্জীব ঘোষের কোনও যোগ নেই।

ঝালদার কংগ্রেস কাউন্সিলর খুনে ক্লিনচিট আইসিকে, পারিবারিক-যোগে জালে তৃণমূলী দাদা

রাজ্যে পুলিশের এই তদন্তে চূড়ান্ত অনাস্থা প্রকাশ করেছে ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর পরিবার। তাঁদের পক্ষ থেকে সিবিআই দাবি করা হয়েছে। তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু জানান, এই ঘটনায় পুলিশরে যোগ রয়েছে। পারিবারিক কোনও ঝামেলা ছিল না। পুলিশরে বিরুদ্ধ অভিযোগ যখন পুলিশ কী তদন্ত করবে। তাই তো প্রথম থেকে বলে আসছি আমরা সিবিআই চাই।

এদিন পুলিশ সুপার জানান, তুন কান্দু খুনের ঘটনায় মূল ষড়যন্ত্রী নরেন কান্দু। দাদা নরেনই মেরেছেন ভাইকে। পুলিস তদন্তে নেমে সেই সংক্রান্ত প্রমাণ পেয়েছে। তপন কান্দুকে জেরা করে রাজ্য পুলিশরে গোয়েন্দারা জানতে পেরেছেন এই ঘটনার পিছনে রয়েছে পারিবারিক কারণ। এই ঘটনায় আসিফ খান নামে এক ব্যবসায়ীকেও গ্রেফতার করা হয়েছে।

এদিন তপন কান্দুকে ১৪ দিনের পুলিশ হেফজাতে নেওয়া হয়। শনিবার থেকে জেরা করেই পুলিশ এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে যে এই খুনের পিছনে রাজনৈতিক কারণ নেই। রয়েছে পারিবারিক কারণ। তাঁকে আরও জেরা করতে চান তদন্তকারীরা। খুনের উদ্দেশ্য নিয়ে আরও বিশদে জানতে চাইছেন তদন্তকারী অফিসাররা। আর খুনের ঘটনায় আর কারা জড়িত তাদের হদিস পেতে জেরার প্রয়োজন বলে মনে করছেন তাঁরা।

ঝালদার কংগ্রেস কাউন্সিলর খুনে ক্লিনচিট আইসিকে, পারিবারিক-যোগে জালে তৃণমূলী দাদা

এই খুন পারিবারিক ঝামেলার কারণে। ভাইয়ে ভাইয়ে লড়াই। খুনের উদ্দেশ্য নিয়ে পুলিশের মনে কোনও সন্দেহ নেই বলে জানান এসপি। পুলিশ প্রমাণ হাতে নিয়েই একথা বলছে। তবে তদন্ত এখনও বাকি রয়েছে। তাই খোলসা করে বিশদে তা ব্যাখ্যা করেননি পুলিশ সুপার। তিনি বলেন, সমস্ত প্রমাণ হাতে আদালতের তুলে দেওয়া হবে।

পুলিশ সুপার পারিবারিক খুনের ঘটনার তত্ত্ব সাজালেও নিহত ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর স্ত্রী এখনও অনড় সিবিআই দাবিতে। তিনি বলেন, পারিবারিক কারণে খুনের বলে দাবি লকরে খুনের আসল কারণ ধামাচাপা দেওয়া হচ্ছে। আদালতে সিবিআই তদন্ত চেয়ে আবেদন করা হয়েছে। শীঘ্রই সেই মামলার শুনানি হবে। তারপর দেখার এই ঘটনার গতিপ্রকৃতি কোন দিকে মোড় নেয়।

English summary
Congress councilor Tapan Kandu is murdered due to family friction in Jhalda of Purulia
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X