For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিতে বিদ্রোহ অব্যাহত! ৫ মতুয়া বিধায়কের পর গ্রুপ ছাড়লেন বাঁকুড়ার ৪ বিধায়কও

বিজেপিতে বিদ্রোহ অব্যাহত! ৫ মতুয়া বিধায়কের পর গ্রুপ ছাড়লেন বাঁকুড়ার ৪ বিধায়কও

Google Oneindia Bengali News

বিজেপিতে অব্যাহত বিদ্রোহ। বিধায়করা এক এক করে হোয়াটস অ্যাপ গ্রুপ ছাড়ছেন। নতুন রাজ্য কমিটি গঠনের পর এবং জেলা সভাপতি অপসারণের পর রাজ্যজুড়ে বিদ্রোহের আঁচ ছড়িয়ে পড়েছে। মতুয়া মহলে পাঁচ বিধায়ক দলের হোয়াটস অ্যাপ গ্রুপ ছাড়ার পর বাঁকুড়ার তার বিধায়কও একই পথের পথিক হলেন।

বিজেপির হোয়াটস অ্যাপ গ্রুপ ছাড়ার ধুম বিধায়কদের

বিজেপির হোয়াটস অ্যাপ গ্রুপ ছাড়ার ধুম বিধায়কদের

মতুয়াগড় থেকে বিজেপির পাঁচ বিধাযক দলের হোয়াটস অ্যাপ গ্রুপ ছেড়েছিলেন। মতুয়াদের প্রতি অবহেলার অভিযোগ এনে তাঁরা বিদ্রোহ করেন। দলের নয়া রাজ্য কমিটিতে তাঁরা গুরুত্ব পাননি বলে অভিযোগ। এরপরই দলের পাঁচ মতুয়া বিধায়ক বিজেপির হোয়াটস অ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে যান। এবার প্রতিবাদের এই ধারায় পা মেলালেন বাঁকুড়ার চার বিধায়কও।

বাঁকুড়ার চার বিধায়ক গ্রুপ ছাড়েন বিজেপির

বাঁকুড়ার চার বিধায়ক গ্রুপ ছাড়েন বিজেপির

বাঁকুড়ার চার বিধায়ক বিজেপির রাজ্য ও জেলার বিভিন্ন গ্রুপ থেকে বেরিয়ে গিয়ে বিদ্রোহ ঘোষণা করেন। দলের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়েই তাঁরা গ্রুপ ছেড়েছেন বলে সূত্রের খবর। যদিও তাঁরা কোনও নির্দিষ্ট ক্ষোভের কথা জানাননি। তবে বাঁকুড়ার দুই সাংগঠনিক জেলার নতুন সভাপতি নিয়োগের পরই তাঁরা হোয়াটস অ্যাপ গ্রুপ ছাড়ার সিদ্ধান্ত নেন।

নতুন সভাপতি বিরুদ্ধে আর্জি পেশ বিজেপি বিধায়কদের

নতুন সভাপতি বিরুদ্ধে আর্জি পেশ বিজেপি বিধায়কদের

শনিবার বিজেপির ৩০ জন জেলা সভাপতিকে সরিয়ে নতুন সভাপতি নিয়োগ করে। তারপরই বিদ্রোহ শুরু হয় বিজেপিতে। মতুয়াগড়ের পাঁচ বিধায়ক হোয়াটস অ্যাপ গ্রুপ ছেড়ে দেন। তারপর বাঁকুড়ার চার বিধায়কও বিভিন্ন হোয়াটস অ্যাপ গ্রুপ ছাড়েন। তাঁরা গ্রুপ ছেড়ে রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নতুন সভাপতি বিরুদ্ধে আর্জি পেশ করেছেন।

চারজন বিধায়ক হোয়াটস অ্যাপ গ্রুপ ছাড়েন বাঁকুড়ায়

চারজন বিধায়ক হোয়াটস অ্যাপ গ্রুপ ছাড়েন বাঁকুড়ায়

চার বিধায়কের আর্জি, নতুন সভাপতির হাতে দায়িত্ব থাকলে দলের সংগঠন আরও ভেঙে পড়বে। তাই বিষয়টি দলের সর্বাগ্রে ভাবা উচিত। যদি এই বিষয়ে সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে না চলা হয়, তবে দলের ক্ষতি হয়ে যেতে পারে। রাজ্য বিজেপি এই বিষয়ে এখনও স্পিকটি নট। চারজন বিধায়ক এরপর হোয়াটস অ্যাপ গ্রুপ ছেড়ে তাঁদের প্রতিবাদ জানিয়েছেন।

মতুয়াগড়ের ৫ বিধায়কের পর বাঁকুড়ার ৪

মতুয়াগড়ের ৫ বিধায়কের পর বাঁকুড়ার ৪

উল্লেখ্য, একুশের নির্বাচনের পর থেকে বিজেপির ভরাডুবি হয়েই চলেছে। তারই জেরে বঙ্গ বিজেপিতে রদবদল করা হচ্ছে। সম্প্রতি নতুন রাজ্য কমিটি গঠন ছাড়াও ৩০ জেলা সভাপতি বদল করা হয়েছে। আর তারপরই মতুয়া সম্প্রদায়ভুক্ত পাঁচ বিজেপি বিধায়ক দলের হোয়াটস অ্যাপ গ্রুপ ছাড়েন। এবার ছাড়লেন বাঁকুড়া চার বিধায়ক।

বিজেপিতে বিদ্রোহের আঁচ এবার পড়ল বাঁকুড়ায়

বিজেপিতে বিদ্রোহের আঁচ এবার পড়ল বাঁকুড়ায়

প্রাক্তন তৃণমূল সাংসদ তথা ঠাকুরনগরের মহাসঙ্ঘাধিপতি মমতাবালা ঠাকুর সুব্রত-শান্তনুদের উদ্দেশে তৃণমূলে ফেরার ডাক দিয়েছিলেন। তিনি বলেন, বিজেপি বিধায়করা বুঝেছেন ওঁদের পাশ থেকে মানুষ সরে যাচ্ছেন। তাই তাঁরাও সরছেন বিজেপি থেকে। সেই বিদ্রোহের আঁচ এবার পড়ল বাঁকুড়ায়। তাঁদেরও ডাক পড়তে পারে তৃণমূলে, মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

English summary
BJP’s more four MLAs leave WhatsApp Group of party in Bankura after five matua MLAs
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X