For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির প্রার্থীই সরাসরি যোগ দিলেন তৃণমূলে, পুরসভা নির্বাচনের মুখে মোক্ষম ধাক্কা

বিজেপির প্রার্থীই সরাসরি যোগ দিলেন তৃণমূলে, পুরসভা নির্বাচনের মুখে মোক্ষম ধাক্কা

  • |
Google Oneindia Bengali News

পুরভোটের মুখে বিজেপি খেল মোক্ষম ধাক্কা। খোদ বিজেপি প্রার্থী ভোটের আগেই দল ছেড়ে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। রবিবার রাজ্যের ১০৮টি পুরসভার ভোট। তার দুদিন আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে দলকে অস্বস্তিতে ফেললেন তিনি। এই দলবদলের ঘটনা ঘটেছে পুরুলিয়ার ঝালদায়।

প্রার্থীর সঙ্গে দলবদল ৫০ পরিবারের

প্রার্থীর সঙ্গে দলবদল ৫০ পরিবারের

ঝালদা পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের প্রার্থী মোহিত বাগতি। তিন ফুল বদল করলেন একেবারে ভোটের মুখে দাঁড়িয়ে। তাঁর সঙ্গে এদিন দলবদল করেন ৫০টি পরিবার। বিজেপি প্রার্থী মোহিত বাগতির হাতে পতাকা তুলে দেন মন্ত্রী মলয় ঘটক। এই দলবদল অনুষ্ঠানে ছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদিকা অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রার্থী

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রার্থী

মোহিত বাগতি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে বলেন, ভেবেছিলাম বিজেপিতে কাজ করতে পারব। কিন্তু এখানে কাজ করতে পারছি না। মানুষের জন্য কাজ করতে চাই। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে তৃণমূলে যোগ দিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার লক্ষ্য নিয়েই বিজেপি ছেড়ে যোগ দিলাম তৃণমূলে।

পুরভোটের আগে দলবদলকে ঘিরে তরজা

পুরভোটের আগে দলবদলকে ঘিরে তরজা

২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮টি পুরসভার ভোট। ১২ ফেব্রুয়ারি ছিল রাজ্যের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ১০ নম্বর ওয়ার্ডের প্রার্থী মোহিত বাগতি তখন নাম প্রত্যাহার করেননি। এখন ভোটের মুখে তৃণমূলে যোগ দিয়ে পরিস্থিতি কঠিন করে দিলেন। পুরভোটের আগে এই দলবদলকে কেন্দ্র করে জোর তরজা শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির মধ্যে।

উন্নয়নের জোয়ারে পা মেলাতে তৃণমূলে মোহিত

উন্নয়নের জোয়ারে পা মেলাতে তৃণমূলে মোহিত

পরিস্থিতি যা তাতে ঝালদা পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী হিসেবে ইভিএমে নাম থাকবে সদ্য তৃণমূলে য়োগ দেওয়া মোহিত বাগদিরই। ঝালদা শহর তৃণমূল কংগ্রেসের সভপাতি দেবাশিস সেনের দাবি, বিজেপিতে কোনও শিষ্টাচার নেই। তাই উন্নয়নের জোয়ারে পা মেলাতে মোহিত বাগতি-সহ অন্যান্য বিজেপি সমর্থকরা তৃণূলে যোগদান করলেন।

ভাটপাড়া-বহরমপুরের পর ঝালদাতেও

ভাটপাড়া-বহরমপুরের পর ঝালদাতেও

শুধু ঝালদা পুরসভাতেই এমন কাণ্ড ঘটল তা নয়, উত্তর ২৪ পরগনার ভাটপাড়াতেও একাধিক বিজেপি প্রার্থী তৃণমূল যোগদান করেন। সেই একই ছবি দেখা গিয়েছে মুর্শিদাদাবের বহরমপুর। পুরভোটের তিনদিন আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন প্রার্থী। আবার ঝালদাতেও একই ঘটনা ঘটল।

ভোটের মুখে দলে দলে ঘরওয়াপসি হচ্ছে তৃণমূলে

ভোটের মুখে দলে দলে ঘরওয়াপসি হচ্ছে তৃণমূলে

বহরমপুর পুরসভার ২১ নম্হর ওয়ার্ডে বিজেপি প্রার্থী অরুণাভ রায় তৃণমূলে যোগ দিলেন। তৃণমূল প্রার্থী সুবল রায়ের বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েই তিনি রণেভঙ্গ দিলেন। তৃণমূলের দাবি, বিধানসভায় বিজেপিকে ভোট দিয়ে ভুল করেছে মানুষ। সেটা দেরিতে হলেও বুঝতে পেরেছেন বিজেপি প্রার্থীরা। তাই দলে দলে তাঁরা ফিরে আসছেন তৃণমূলে।

English summary
BJP candidate of Jhalda Municipality of Purulia joins in TMC before two days of election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X