For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চণ্ডীপাঠ করতে হচ্ছে! যেতে হচ্ছে মন্দিরে, হিন্দুত্ব ইস্যুতে মমতাকে আক্রমণ যোগীর

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে কটাক্ষ করে এদিন যোগী আদিত্যনাথ বলেন, "জয় শ্রী রাম স্লোগানে মমতাদিদির অস্বস্তি হয়। কিন্তু মমতা ব্যানার্জিকেও এখন চণ্ডীপাঠ করতে হচ্ছে। মন্দিরে মন্দিরে যেতে হচ্ছে। এটাই বিজেপির (BJP) কৃতিত

  • |
Google Oneindia Bengali News

সামনেই বিধানসভা নির্বাচন। একদিকে প্রার্থী অপছন্দ নিয়ে বাড়ছে ক্ষোভ অন্যদিকে, প্রার্থীদের জেতাতে ব্যাক টু ব্যাক সভা করে চলেছেন কেন্দ্রীয় মন্ত্রী। তালিকায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। আজ মঙ্গলবার পুরুলিয়াতে সভা করেন যোগী।

আর সেই সভা থেকেই ফের হিন্দুত্বের কার্ড খেললেন যোগী আদিত্যনাথ। পালটা তৃণমূলের জবাব হিন্দুত্বের তাস নয়, বরং উন্নয়নের নিরিখেই তৃণমূলকে ভোট দেবেন সাধারণ মানুষ। এমনটাই দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের।

মমতাকেও চন্ডীপাঠ করতে হচ্ছে

মমতাকেও চন্ডীপাঠ করতে হচ্ছে

আজ পুরুলিয়ার বলরামপুরের নির্বাচনী প্রচার সভায় অংশ নেন উত্তরপ্রদেশের মুখ্যামন্ত্রী যোগী আদিত্যনাথ। আর সেই প্রচার সভা থেকেই হিন্দুত্বের কার্ড খেললেন যোগী আদিত্যনাথ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে কটাক্ষ করে যোগী আদিত্যনাথ বলেন, "জয় শ্রী রাম স্লোগানে মমতাদিদির অস্বস্তি হয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কেও এখন চণ্ডীপাঠ করতে হচ্ছে। মন্দিরে মন্দিরে যেতে হচ্ছে। এটাই বিজেপির কৃতিত্ব।" এমনটাই দাবি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর।

পালটা জবাব তৃণমূলের

পালটা জবাব তৃণমূলের

ভোটের মুখে ফের হিন্দুত্বের তাস খেললেন যোগী! কড়া ভাষায় তাঁকে আক্রমণ তৃণমূলের। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ এই প্রসঙ্গে এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে বলেন, "মূর্খের মত অভিযোগ। লোকে আগে জানত, রাজ্যপাট থেকে লোকে সন্ন্যাস নেয়। এই প্রথম মানুষ দেখছে যে সন্ন্যাস জীবন থেকে লোকে ভোগের জীবনে আসে! কুণাল এক সংবাদমাধ্যমকে জানান যে, মমতা বন্দ্যোপাধ্য়ায় নিজে সবসময় গর্বের সঙ্গে বলেছেন যে তিনি হিন্দু ব্রাহ্মণ পরিবারের সন্তান। তাঁর বাড়িতে কালীপুজো হয়। করোনাকালেও প্রতিটি ক্লাবের পাশে দাঁড়িয়েছেন। পাশাপাশি সব ধর্মকেই শ্রদ্ধা করেন তিনি। তাহলে কেন বারবার এমন মন্তব্য! প্রশ্ন শাসকদলের।

আইনশৃঙ্খলা ইস্যুতে মমতাকে তোপ যোগীর

আইনশৃঙ্খলা ইস্যুতে মমতাকে তোপ যোগীর

বলরামপুরের সভা থেকেই রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন যোগী আদিত্যনাথ। এই রাজ্যে আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে দাবি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর। ফলে এই রাজ্যে বিজেপিকে আনা দরকার বলে দাবি যোগীর। বলেন,"বাংলাকে শেষ করে দিচ্ছে তৃণমূল। বাংলায় অরাজকতা চলছে। তবে মোদীর হাত ধরে বাংলায় এবার সুদিন ফিরবে। যে সকল কার্যকর্তা শহিদ হয়েছেন বাংলায়, তাঁদের এবার আমাদের ন্যায় পাইয়ে দিতেই হবে।" একইসঙ্গে যোগী আরও বলেন, "বঙ্গ ভোটের প্রচারে আমি শরিক হতে চেয়েছিলাম। সবাই ভেবেছিলেন, আমার সভায় ভিড় হবে না। কপ্টার থেকে দেখছিলাম, কর্মীদের সভায় আসার জন্য আটকানো হচ্ছে। কিন্তু এখন আমার সভায় জনসমুদ্র। আমি জানতাম, সব বাধা টপকে কর্মীরা সভায় আসবেন। কেউ আটকাতে পারবে না।"

কলঙ্কতম মুখ্যমন্ত্রী, পোস্টার পড়ল বাংলায়

কলঙ্কতম মুখ্যমন্ত্রী, পোস্টার পড়ল বাংলায়

বেলদায় যোগীর সভার আগে এলাকায় যোগী আদিত্যনাথের নামে পড়ে একের পর এক পোস্টার। যোগী আদিত্যনাথের নামে পড়ল একের পর এক পোস্টার। যা নিয়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। জানা যাচ্ছে, পোস্টারগুলি দিয়েছে এসইউসি-র যুব সংগঠনের তরফে। নারায়ণগড়ের বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরির সমর্থনে আজ মঙ্গলবার বেলদায় সভা করবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তার আগে আজ সকালে বেলদা বাজার এলাকায় দেখা যায় এসইউসি-র যুব সংগঠনের নামে গো ব্যাক পোস্টার। পোস্টারে দেশের সবথেকে কলঙ্কতম মুখ্যমন্ত্রী হিসাবে যোগী আদিত্যনাথের নাম তোলা হয়েছে।

English summary
ahead of west bengal assembly election 2021 yogi adityanath attacks mamata banerjee at balarampur
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X