মর্মান্তিক এক পথ দুর্ঘটনায় পুরুলিয়ায় মৃত্যু হল ৩ জনের
সাতসকালে মর্মান্তিক এক পথ দুর্ঘটনায় পুরুলিয়ায় মৃত্যু হল ৩ জনের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পাশাপাশি, এই ঘটনাকে কেন্দ্র করে যান নিয়ন্ত্রণ ও মৃতদের পরিবারকে ক্ষতিপূরণের দাবিতে পুরুলিয়া - বরাকর রাজ্য সড়ক অবরোধ শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে পুরুলিয়ার রঘুনাথপুর থানার ঝাড়ুখামার মোড়ের অদুরে পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কের উপর এই দুর্ঘটনা ঘটে। তবে মৃতদের পরিচয় এখনও জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি সাইকেলকে বাঁচাতে গিয়েই এই বিপত্তি। সেটিকে বাঁচাতে একটি গাড়ি ও একটি যাত্রীবোঝাই অটোর মধ্যে সংঘর্ষ হয়। ঘটনায় গাড়ির চালক, সাইকেল আরোহী ও অটোর এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এরপরই বিক্ষুব্ধ জনতা মৃতদেহগুলিকে রেখে পথ অবরোধ শুরু করে। ঘটনাস্থলে পুরুলিয়ার রঘুনাথপুর থানার বিশাল পুলিশবাহিনী। কি কারনে ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।