For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শক্তঘাঁটিতে দাঁড়িয়েই বিজেপিকে উৎখাতের ডাক! প্রতিবাদের ভোট, বললেন অভিষেক

এই উপনির্বাচন প্রতিবাদের ভোট! সমস্ত আবর্জনা সাফ হবে এই ভোটের মিধ্যে দিয়েই। আসানসোলের ভোট প্রচারে গিয়ে এমনটাই মন্তব্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার আসানসোলের উপনির্বাচন বিজেপির কাছে প্রেস্টিজিয়াস ফাইট।

  • |
Google Oneindia Bengali News

এই উপনির্বাচন প্রতিবাদের ভোট! সমস্ত আবর্জনা সাফ হবে এই ভোটের মিধ্যে দিয়েই। আসানসোলের ভোট প্রচারে গিয়ে এমনটাই মন্তব্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার আসানসোলের উপনির্বাচন বিজেপির কাছে প্রেস্টিজিয়াস ফাইট।

প্রথম থেকে বামেরা, এরপর বিজেপির হাতেই এই লোকসভা ছিল। কোনদিনই জিততে পারিনি শাসকদল তৃণমূল। ফলে এবার শত্রুঘ্ন সিনহাকে সামনে রেখে কোমর বেঁধে নেমেছে তাঁরা।

নিজেদের গড় আগলে রাখতে মরিয়া বিজেপিও

নিজেদের গড় আগলে রাখতে মরিয়া বিজেপিও

তবে পালটা নিজেদের গড় আগলে রাখতে মরিয়া বিজেপিও। বাবুল সুপ্রিয়ের ছেড়ে যাওয়া আসনে অগ্নিমিত্রা পালকে সামনে রেখে লড়াই করছে বঙ্গ বিজেপি। ইতিমধ্যে আসানসোল উপনির্বাচনে এসে প্রচার সেরেছেন বিপ্লব দেব, রবিশঙ্কর প্রসাদের মতো হেভিওয়েট বিজেপি নেতারা। তবে আসানসোল নির্বাচনে প্রচারের একেবারে শেষ লগ্নে প্রচারে গিয়ে ঝড় তুললেন অভিষেক। বিজেপির শক্তঘাঁটিতে দাঁড়িয়েই দিলেন বিজেপি উৎখাতের ডাক।

আসানসোলে এবার জোড়াফুল ফুটবে

আসানসোলে এবার জোড়াফুল ফুটবে

এদিন অভিষেক বলেন, আসানসোলে এবার জোড়াফুল ফুটবে। আগামী ১৬ তারিখ পদ্মফুল চোখে সর্ষেফুল দেখবে বলেও তোপ তাঁর। শুধু তাই নয়, টানা দু'বার আসানসোলে জিতেও এই এলাকার জন্য কিছুই করেনি বলেও বিজেপিকে তোপ ডায়মন্ডহারবারের সাংসদের। আর সেই কারণেই বাবুল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বলে এদিন দাবি করেন তিনি। পাশাপাশি আসানসোলের মানুষকে ধন্যবাদ জানিয়ে অভিষেক আরও বলেন, এদিন যারা র‍্যালিতে হাঁটলেন তাঁরা এবং তাঁদের পরিবার তৃণমূলকে ভোট দিলেই তৃণমূল জিতে যাবে বলেও মন্তব্য ডায়মন্ডহারবারের সাংসদের।

বিজেপিকে তীব্র আক্রমণ শানান অভিষেক

বিজেপিকে তীব্র আক্রমণ শানান অভিষেক

অন্যদিকে পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি নিয়েও বিজেপিকে তীব্র আক্রমণ শানান অভিষেক। এমনকি মূল্যবৃদ্ধিতে জর্জরিত সাধারণ মানুষ। আর তাই আসানসোলবাসীর উদ্দেশ্যে অভিষেকের বার্তা, এবার আসানসোলের নির্বাচন ভোট টু ইলেক্ট নয়। ভোট টু প্রটেস্ট। আর তাহলেই আসানসোল থেকে বিজেপি সাফ হয়ে যাবে বলেও দাবি তাঁর। তবে কোনও ভাবেই তৃণমূলকে ঠেকানো যাবে না বলে দাবি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের। তাঁর দাবি, এই দল সবার থেকে আলাদা। বিশুদ্ধ লোহা দিয়ে তৈরি। যত পোড়াবে, তাঁতাবে তৃণমূল আরও শক্তিশালী হবে। তবে এদিন ফের একবার সেটিং ইস্যুতে সরব হন অভিষেক।

পেগাসাস নিয়ে কথা বলেন অভিষেক

পেগাসাস নিয়ে কথা বলেন অভিষেক

অন্যদিকে এদিন তাৎপর্যপূর্ণ ভাবে পেগাসাস নিয়ে কথা বলেন অভিষেক। বলেন, ‌ফোন ট্যাপ করে, পা ভেঙে, ইডি-সিবিআই লাগিয়ে সবকিছু করেছে। আর সব কিছু করেও গো হারা হেরেছে। অন্যদিকে এদিন ফের একবার বিপ্লব দেব এবং রবিশংকর প্রসাদের মন্তব্যেরও তীব্র প্রতিক্রিয়া জানান অভিষেক। বলেন, ত্রিপুরাতে কর্মসংস্থান, সহ একাধিক ইস্যুতে সরব হন তিনি। পাশাপাশি শত্রুঘ্ন সিনহার বহিরাগত ইস্যুতে জবাব দেন অভিষেক। বলেন, আসানসোলের সঙ্গে ওনার ত্রিশ বছরের সম্পর্ক। আর সেই সম্পর্কের কথা তুলে ধরতেই একটি সিনেমার শুটিং করতে আসার উদাহারণ টানেন অভিষেক। ‌

English summary
Abhishek Banerjee campaign in Asansol, TMC MP gives message to remove BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X