বিজেপির শক্তঘাটি আসানসোলে তৃণমূলের ভরসা আরও এক 'জিতেন্দ্র'! একনজরে কে কোথায় প্রার্থী?
বাংলায় ফের ভোটের দামামা। আগামী ২২ জানুয়ারি ভোট হবে বাংলার চার পুরসভায়। ভোট হবে আসানসোল, শিলিগুড়ি, চন্দননগর এবং বিধাননগর। সদ্য কলকাতা পুরসভায় ভোট হয়েছে। ব্যাপক জয় নিয়ে পুরবোর্ডের ক্ষমতায় এসেছে তৃণমূল। সেখানে দাঁড়িয়ে রীতিমত চাঙ্গা শাসকদলের নেতা-কর্মীরা। বলে বলে বিরোধীদের গোল দেওয়ার দাবি! যদিও পালটা বিজেপির দাবি, কলকাতায় সন্ত্রাস, ভোয় দেখিয়ে ভোট করানো হয়েছে। জেলায় যা হবে না বলেই হুঁশিয়ারি।

এই অবস্থায় আসানসোল পুরভোট। প্রাক্তন তৃণমূল মেয়র জিতেন্দ্র তিওয়ারি বর্তমানে বিজেপিতে। বিধায়ক অগ্নিমিত্রা পাল সেখানে মাটি কামড়ে পড়ে। রাজনৈতিকমহলের মতে, আসানসোল বিজেপির শক্তি ঘাঁটি। সেখানে তৃণমূলের জায়গা করা কঠিন হবে। অবাঙ্গালী একটা বড় ভোট বিজেপির পাশে রয়েছে বলেও মত রাজনৈতিকমহলের একাংশ। অন্যদিকে বিজেপির কাছে এক জিতেন্দ্র থাকলেও এবার তৃণমূলের প্রার্থী তালিকাতেও আরও এক জিতেন্দ্র তিওয়ারি রয়েছেন। কূলটি ৬৮ নম্বর ওয়ার্ডে তাঁকে প্রার্থী করা হয়েছে। অন্যদিকে আসানসোল পুরসভার একাধিক বিদায়ী কাউন্সিলার এবার টিকিট পাননি। তালিকাতে নিয়ে আসা হয়েছে একাধিক নতুন মুখ।
যদিও পালটা শাসকদলের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের নিরিখে ভোট হবে। মানুষ যেভাবে লক্ষ্মীর ভান্ডার সহ অন্যান্য সুযোগ সুবিধা পাচ্ছেন তাতেই ভোট দেবে বলে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। তবে ওই পুরসভায় প্রার্থী ঘোষণায় বিরোধীদের পিছনে ফেলে দিয়েছে তৃণমূল। আজ বৃহস্পতিবার কালীঘাটে বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এরপরেই ১০৬টি ওয়ার্ডে প্রার্থী ঘোষণা করা হল তৃণমূলের তরফে। এক নজরে দেখে নিন ১০৬টি ওয়ার্ডে কে কোথায় প্রার্থী হলেন-
বিজেপির শক্তঘাঁটি আসানসোল। সেই পুরসভার জন্যে প্রার্থী ঘোষণা করল তৃণমূল। একনজরে আসনসোল পুরসভার ১০৬টি ওয়ার্ডে কে কোথায় প্রার্থী- @AITCofficial #BJP #trinamooltwitterjoddha #TMC #aitc #MunicipalElection #Bengal pic.twitter.com/H2GG9Ro6xH
— Oneindia Bengali (@OneindiaBengali) December 30, 2021